ইউরো জয়ের পর জিয়ানলুইজি দোন্নারুমার বাজারদর তরতর করে বেড়ে গিয়েছিল। অথচ এসি মিলানের সঙ্গে চুক্তি নবায়ন না করে ২০২১ সালে ফ্রি এজেন্টে পিএসজি যোগ দেন তিনি। বিনিময়ে প্যারিসের ক্লাবটি থেকে মৌসুমে ১২ মিলিয়ন ইউরো বেতন নেন।

ওই দোন্নারুমা চলতি চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ছন্দে আছেন। গোলবারে পিএসজির ‘সুপারম্যান’ হয়ে দাঁড়িয়েছেন তিনি। লিভারপুলের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে অসাধারণ পারফরম্যান্স দেখান ইতালির ৬ ফিট ৫ ইঞ্চি উচ্চতার ২৬ বছর বয়সী গোলরক্ষক। আর্সেনালের বিপক্ষেও তিনি ছিলেন অসাধারণ।

পেনাল্টি বিশেষজ্ঞ এই দোন্নারুমা মৌসুম শেষে ছাড়তে পারেন পিএসজি। এমনকি দলটির স্প্যানিশ কোচ লুইস এনরিকের তাকে আটকানোর তেমন কোন চেষ্টা নেই। দোন্নারুমা গোলবারে বল ফেরানোয় অসাধারণ হলেও তার বল পাসিং সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে। যে কারণে এনরিকের প্রিয় ছাত্র হতে পারেননি তিনি।

তার সঙ্গে পিএসজির চুক্তি আছে আর এক মৌসুম। চুক্তি শেষে ফ্রি এজেন্টে তাকে দলে নেওয়ার চিন্তা-ভাবনা করছিল ইতালির বর্তমান সময়ের সেরা ক্লাব ইন্টার মিলান। কিন্তু বাধ সেধেছে জুভেন্টাস, ম্যানচেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাব।

সংবাদ মাধ্যম স্পোর্ত ইতালিয়া দাবি করেছে, মৌসুম শেষে জুভেন্টাস তাকে দলে নিতে চায়। সেজন্য পিএসজিকে ৯ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে। ম্যানসিটির প্রস্তাব অবশ্যই জুভেন্টাসের চেয়ে বড়। এদেরসনের বিকল্প গোলরক্ষক খুঁজছে সিটিজেনরা। পোর্তর ডিয়াগো কস্তা ম্যানসিটি কোচ পেপ গার্দিওলার পছন্দের তালিকায় শুরুতে ছিলেন। এখন দোন্নারুমার বিষয়ে খোঁজ-খবর রাখছে ক্লাবটি।

তবে অর্থের বিচারে সবচেয়ে বড় প্রস্তাবটা সম্ভবত দিতে যাচ্ছে ম্যানইউ। তারা নাকি দোন্নারুমার জন্য ৫০-৬০ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত। ম্যানইউ আগামী মৌসুমে নতুন গোলরক্ষক নেওয়ার কথা ভাবছে। আন্দ্রে ওনানার ওপর থেকে আস্থা হারিয়েছেন কোচ রুবেন আমোরিম। সব মিলিয়ে দলবদলের বাজারে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন ইতালিয়ান গোলরক্ষক।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প এসজ ফ টবল দলবদল প রস ত প এসজ

এছাড়াও পড়ুন:

প্রথমবারের মতো পুণ্ড্রনগর সাহিত্য উৎসব অনুষ্ঠিত

সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে প্রথমবারের মতো পুণ্ড্রনগর সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উডবার্ণ সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে দিনব্যাপী সাহিত্য উৎসবের উদ্বোধন করেন বগুড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার মোতাহার হোসেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক মুহম্মদ শহীদুলাহ। শতাধিক কবি এতে অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। বাচিকশিল্পী অলক পালের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বগুড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান রিপন, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ও সাহিত্য সমালোচক আনোয়ার মলি­ক, বগুড়া পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মুজাহিদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক কামরুল বাহার আরিফ, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন ও বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর ইসলাম পলাশ, নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন, জয়পুরহাট সাহিত্য পরিষদের সভাপতি মোসতাফা আনসারী।

অনুষ্ঠানে কবি মুহম্মদ শহীদুলাহর কাব্যগ্রন্থ ‘বিদীর্ণ কথামালা’র মোড়ক উন্মোচন করা হয়। 

দিনব্যাপী সাহিত্য উৎসবে কথা, কবিতা ও আবৃত্তির দুটি পর্ব, কবিতা ও গল্প বিষয়ক দুটি পর্ব, দল অন্যরকমের পরিবেশনায় গানাবৃত্তি পরিবেশিত হয়।

সম্পর্কিত নিবন্ধ