পাকিস্তান-ভারত যুদ্ধে অনিশ্চিত সময় পার করছে উপমহাদেশের ক্রিকেটও। এ মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর এখন অনিশ্চিত।

আজ বিসিবির কয়েকজন পরিচালকের সঙ্গে বিষয়টি নিয়ে দ্বিতীয় দফা বৈঠকে বসেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। সভার পর আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি যদিও জানিয়েছে, পাকিস্তান সফরের আগে হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটি ঠিক সময়ে হবে, তবে পাকিস্তান সফর হবে কি না তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তাই বিসিবির কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। সফর (পাকিস্তান) নিয়ে যেকোনো সিদ্ধান্ত পাকিস্তানের বর্তমান পরিস্থিতি সতর্কতার সঙ্গে বিবেচনা করে নেওয়া হবে, যেটা বাংলাদেশ ক্রিকেট ও দলের সর্বোচ্চ স্বার্থ দেখবে।’

এই বিবৃতির একটু আগেই মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতার ফেডারেশনের এক অনুষ্ঠানে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সফর ঝুঁকিপূর্ণ বলে মনে করেন তিনি, ‘বর্তমানে যে পরিস্থিতি, এর মধ্যে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পাকিস্তান অ্যাম্বাসি থেকেও আমাদের নিরাপত্তাঝুঁকির বিষয়টি জানিয়েছে। বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তটা জানাবে।’

পাকিস্তান সফর এখনো স্থগিত করা না হলেও বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনার মাধ্যমে হয়তো সে পথেই যাবে বিসিবি, পিছিয়ে দেওয়া হতে পারে এফটিপির অধীন সিরিজটি। পরিচালকদের আজকের সভায়ও সে রকম আলোচনা হয়েছে বলেই জানা গেছে। তবে বিসিবি চায়, দুই বোর্ডের বোঝাপড়ার মধ্য দিয়ে ঘোষণাটি আসুক পিসিবি থেকে। তাতে আন্তর্জাতিক ক্রিকেটের সৌজন্যটা অন্তত রক্ষা হয়।

পাকিস্তান সফরে বাংলাদেশ দলের যাওয়ার কথা শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টির সিরিজ খেলে। বিসিবি জানিয়েছে, আমিরাত সিরিজটি নির্ধারিত সূচি অনুযায়ীই হবে। এ সময়ে পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বিসিবি। অবশ্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে আজ এক্স হ্যান্ডলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেটি হলে পরিস্থিতি বদলাতেও পারে।

ওদিকে পিএসএল খেলতে যাওয়া বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা পাকিস্তান থেকে এরই মধ্যে দুবাই হয়ে দেশে ফিরেছেন। পিএসএলও আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প ক স ত ন সফর পর স থ ত আম র ত

এছাড়াও পড়ুন:

দুদিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের ২ মন্ত্রী

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন গতি পেতে চলেছে। আগামী সপ্তাহে মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। 

পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ২১ আগস্ট চার দিনের সফরে ঢাকায় আসবেন। এরপর ২৩ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসবেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

প্রথমে ইসহাক দারের এই সফর হওয়ার কথা ছিল ২৭ এপ্রিল। তবে ২২ এপ্রিল ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা বৃদ্ধির কারণে সেই সফর স্থগিত করা হয়।

জানা গেছে, সফরকালে ইসহাক দার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকের পর দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক সই হবে। এর মধ্যে রয়েছে- দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত সমঝোতা।

অন্যদিকে, জাম কামাল খানের সফরকালে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ওয়ার্কিং গ্রুপের নেতৃত্ব দেবেন দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবেরা।

ঢাকা/হাসান/এস

সম্পর্কিত নিবন্ধ

  • দুদিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের ২ মন্ত্রী