বুধবার রাতে রোমের অলিম্পিকো স্টেডিয়ামে ইতিহাস গড়ল বোলোনিয়া। ইতালিয়ান কাপ ফাইনালে তারা ১-০ গোলে হারিয়ে দিল এসি মিলানকে। এই জয়ে বোলোনিয়া ৫১ বছর পর জিতল কোনো বড় শিরোপা। শেষবার তারা এই ট্রফি জিতেছিল ১৯৭৪ সালে। এরপর থেকে বড় কোনো টুর্নামেন্টের ফাইনালেই ওঠা হয়নি ক্লাবটির। সেই ক্লাবই এখন উদযাপন করছে তাদের ইতিহাসের তৃতীয় ঘরোয়া ট্রফি।

রোমের ঐতিহাসিক স্টাদিও অলিম্পিকোয় বিজয়ী গোলটি আসে ম্যাচের ৫৩তম মিনিটে। দলটির সুইস ফরোয়ার্ড ড্যান নডোয়ে ইতিহাসগড়া গোলটি করে এনে দেন বোলোনিয়াকে তাদের ৫১ বছরের শিরোপা খরা থেকে মুক্তি।

ক্লাবটির বর্তমান কোচ ভিনচেনজো ইতালিয়ানো দায়িত্ব নেওয়ার পর থেকেই দারুণ পরিবর্তন এসেছে দলটিতে। থিয়াগো মোটতার স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নেওয়ার পর থেকেই ধারাবাহিক পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছেন এই ইতালিয়ান কোচ। আর এই ট্রফিটিই তার কোচিং ক্যারিয়ারের প্রথম বড় সাফল্য।

এর আগে ফিওরেন্টিনার কোচ হিসেবে টানা তিনটি ফাইনালে হেরে গিয়েছিলেন ইতালিয়ানো, যার মধ্যে ছিল ২০২৩ সালের ইতালিয়ান কাপ ফাইনালও। তাই শিরোপা জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি তিনি। ম্যাচ শেষে উচ্ছ্বসিত খেলোয়াড়দের বুকে জড়িয়ে ধরেন, স্ট্যান্ডে তখন নেচে কাঁদছে বোলোনিয়ার সমর্থকেরা। যাদের অনেকেই ভেবেছিলেন, তারা হয়তো জীবনে আর এমন দৃশ্য দেখবেন না।

অন্যদিকে, হারের ফলে হতাশ মিলান। ২০০৩ সালে সর্বশেষ ইতালিয়ান কাপ জিতেছিল তারা, সে বছরই ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। তখন ক্লাবের মালিক ছিলেন ইতালির প্রয়াত প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি। সেই গৌরবগাথা এখন কেবল স্মৃতিই হয়ে আছে রোসোনেরিদের জন্য।

মিলান এখন ইউরোপা প্রতিযোগিতার টিকিট পাওয়ার লড়াইয়ে আছে। সিরি আ টেবিলে দলটি রয়েছে অষ্টম স্থানে, কনফারেন্স লিগের অবস্থানে থাকা রোমার থেকে তিন পয়েন্ট পিছিয়ে। আগামী রোববার মুখোমুখি হবে এই দুই দল।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এস ম ল ন ফ ইন ল

এছাড়াও পড়ুন:

মার্কিন পণ্যে সব ধরনের শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে ভারত: ট

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব ধরনের পণ্যের ওপর থেকে সব শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, কাতারে রাজধানী দোহায় এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “ভারত সরকার আমাদের এমন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে তারা মূলত আমাদের উপর কোনো শুল্ক আরোপ করতে রাজি নয়।”

আরো পড়ুন:

শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি আলোচনা করতে চান ট্রাম্প

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র

ভারত এবং যুক্তরাষ্ট্র বর্তমানে একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে।

দিল্লি এখনও ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিবিসি মন্তব্যের জন্য ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে।

ভারতের সঙ্গে কথিত চুক্তি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

ট্রাম্প দোহায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সেখানে তিনি বোয়িং জেটসহ মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যে বেশ কয়েকটি চুক্তির ঘোষণা করেন।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের মতে, মার্কিন প্রেসিডেন্ট আরো বলেছেন, তিনি অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে ভারতে উৎপাদন সম্প্রসারণ না করার জন্য বলেছেন।

কুকের সঙ্গে ট্রাম্প তার কথোপকথনের কথা উল্লেখ করে বলেন, “আমি বলেছিলাম যে, আমি চাই না আপনি ভারতে আইফোন নির্মাণ করুন। ট্রাম্প আরো বলেন, “অ্যাপল যুক্তরাষ্ট্রে তাদের উৎপাদন বৃদ্ধি করবে।”

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ