‘আগে অল্প কিছু ভাঙিছেল। কালকে রাত্রি তালা ভাঙে সবকিছু নিয়ে গেছে। ঘরে আর কোনো জিনিস নেই। পানি খাওয়ার কলডাও (নলকূপ) খুলে নিয়ে গেছে। ঘরে থাকা কয়ডা চাল, থালবাটিও নিয়ে গেছে। যা করিছে, তা মাইনষির সাথে মাইনষি করে না।’

গতকাল শুক্রবার দুপুরে কথাগুলো বলছিলেন নড়াইলের কালিয়া উপজেলার বাবরা–হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের বৃদ্ধা রাশেদা বেগম। তাঁর অভিযোগ, প্রতিপক্ষ স্থানীয় মিলনপক্ষের লোকজন গত বৃহস্পতিবার তাঁর বাড়িতে হামলা করে এসব ঘটনা ঘটিয়েছেন। এখন তিনি কোথায় থাকবেন, কী খাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল কাঞ্চনপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় মিলন মোল্যার পক্ষের সঙ্গে পিকুল শেখ ও আফতাব মোল্যার পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকুলপক্ষের ফরিদ মোল্যা (৫০) নিহত হন। এ ঘটনায় প্রতিপক্ষ মিলনদের আসামি করে একটি হত্যা মামলা করা হয়। এরপর আসামিপক্ষের লোকজনের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় আফতাবপক্ষের লোকজনকে আসামি করে মামলা করা হয়।

পাল্টাপাল্টি মামলার পর গত ২৯ এপ্রিল ফরিদ হত্যা মামলার ১৮ নম্বর আসামি রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার হয় প্রতিপক্ষ আফতাবপক্ষের একজনের বাড়ির পাশ থেকে। পরে রফিকুলকে হত্যা করা হয়েছে দাবি করে আফতাবপক্ষের লোকজনকে অভিযুক্ত করে আরেকটি মামলা করা হয়। এরপর আসামিপক্ষের লোকজনের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ওঠে প্রতিপক্ষ মিলনের লোকজনের বিরুদ্ধে।

যেসব বাড়িতে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে, তাঁর মধ্যে রাশেদা বেগমের বাড়ি আছে। তাঁর বাড়িতে দুই দফায় ভাঙচুর ও লুটপাট হয়েছে দাবি করে তিনি বলেন, রফিকুলের লাশ উদ্ধারের পর তাঁর বাড়িতে অল্প ভাঙলেও এবার তাঁর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

আফতাবপক্ষের লোকজনের অভিযোগ, রফিকুলের লাশ উদ্ধারের ঘটনায় আফতাবপক্ষের লোকজনের নামে মিথ্যা মামলা করা হয়েছে। এ ছাড়া গত কয়েক দিনে আফতাবপক্ষের অন্তত ৩০টি পরিবারের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করেছেন মিলনপক্ষের লোকজন। এর মধ্যে কয়েকজনের বাড়িতে দফায় দফায় হামলা হয়েছে। এ সময় নলকূপ থেকে শুরু করে পুকুরের মাছ পর্যন্ত ধরে নিয়ে গেছে। পাশাপাশি এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

আফতাবপক্ষের রেবেকা বেগম বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) ওরা আমার বুকে ভেলা (দেশি অস্ত্র) ধরে বলিছে বাড়ি থেকে নাম। ভয়ে আমি বাড়ি থেকে বের হয়ে গেছি। এরপর আমার ঘরবাড়ি ভাঙচুর করিছে। ঘরে মালমাল যা ছেল, সব নিয়ে গেছে। পুকুরের মাছও ধরে নিয়ে গেছে। টিউবওয়েলও খুলে নিয়ে গেছে, বাথরুমটাও ভেঙে চুরমার করে থুইয়ে গেছে। এখন এই বাড়িতে থাকার কোনো পরিবেশ নেই। পরের বাড়িতে খাচ্ছি।’

তবে অভিযোগ অস্বীকার করছেন মিলন মোল্যার লোকজন। তাঁদের দাবি, মারামারিতে ফরিদ মারা যাওয়ার পর আফতাবদের লোকজন তাঁদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছিলেন। কয়েক দিন পর আফতাবপক্ষের একজনের বাড়ির পাশ থেকে তাঁদের একজনের লাশ উদ্ধার হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। এরপর আফতাবপক্ষের লোকজন নিজেরাই বাড়ি থেকে মালামাল সরিয়েছে। তাঁদের কেউ ভাঙচুর বা লুটপাট করেনি। তাঁদের কেউ হুমকিও দিচ্ছে না।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মুঠোফোনে আজ প্রথম আলোকে বলেন, কাঞ্চনপুরের ঘটনাগুলোয় একাধিক মামলা হয়েছে, সেগুলোর তদন্ত চলছে। কোনো অভিযোগ আসলে যাচাইবাছাই করে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকার পরিবেশ বর্তমানে ভালো আছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কজন র ব ড় র ঘরব ড় ঘটন য় র ঘটন আফত ব

এছাড়াও পড়ুন:

সম্পর্ক অস্বীকার, ‘বাচ্চা চোর’ অপবাদ দিয়ে নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

চট্টগ্রামের বোয়ালখালীতে এক নারীকে ‘বাচ্চা চোর’ অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ৮০-৯০ জনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা করেছেন। এরপর একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ২৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বাচ্চা চোর আখ্যা দিয়ে ওই নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করছেন একদল লোক। ওই নারী তখন বারবার বাঁচার আকুতি জানান। এর মধ্যে এক ব্যক্তিকে গ্যাসের সিলিন্ডার দিয়ে ওই নারীকে আঘাত করতে দেখা যায়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনাটি বুধবার বিকেল সাড়ে পাঁচটার। ভুক্তভোগী ওই নারীর সঙ্গে শাকপুরা ইউনিয়নের আজিজুল হকের এক বছর আগে পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা দুজনই নগরের হালিশহর এলাকায় থাকতেন। দুই সপ্তাহ আগে আজিজুল উধাও হয়ে যান। বন্ধ করে দেন যোগাযোগও।

মামলার এজাহারে ওই নারী উল্লেখ করেন, খোঁজ নিয়ে বুধবার বিকেলে আজিজুলের বাড়িতে গেলে তিনি ওই নারীকে চেনেন না বলে মারধর শুরু করেন। এতে আজিজুলের পরিবারের লোকজনও যোগ দেন এবং ওই নারীর সঙ্গে থাকা মুঠোফোন, ব্যাগ, সোনার গয়না কেড়ে নিয়ে মুখে টেপ লাগিয়ে দেন। এরপর তাঁকে বাচ্চা চোর বলে চিৎকার করতে থাকেন। লোকজন জড়ো হয়ে একটি রাস্তার পাশে গাছের সঙ্গে বেঁধে তাঁকে নির্যাতন করা হয়।

এ ব্যাপারে বক্তব্য জানতে আজিজুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ লুৎফুর রহমান প্রথম আলোকে বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে। ওই নারী বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • বাবর-রিজওয়ানকে বাদ দিয়ে পাকিস্তানের এশিয়া কাপের দল ঘোষণা
  • ৯ জনের মায়োর্কাকে হারিয়েও অসন্তুষ্ট বার্সা কোচ ফ্লিক
  • ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ফেসবুকে, শিক্ষক গ্রেপ্তার
  • সোনাগাজীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা, দুই ভাই গ্রেপ্তার
  • অনলাইনে আবেদন করেই পূবালী ব্যাংকের আবাসন ঋণ পাবেন, কী কী লাগবে
  • আলাস্কা শীর্ষ বৈঠক: ট্রাম্পের হার-জিত না হলেও বড় জয় পুতিনের
  • শেষ ৫৩ রানের ৪৮-ই ম্যাক্সওয়েলের, ২ উইকেটের জয়ে সিরিজ অস্ট্রেলিয়ার
  • ভিডিওতে দেখা যাচ্ছে খুনিদের, তবু ধরছে না পুলিশ—ক্ষোভ রূপলালের স্ত্রীর
  • সিপিএলের প্রথম ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, হারে শুরু অ্যান্টি
  • সম্পর্ক অস্বীকার, ‘বাচ্চা চোর’ অপবাদ দিয়ে নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন