কয়েকজন যুবক মিলে ফোরকান (৫২) নামের এক যুবলীগ কর্মীকে মাথা ন্যাড়া করে দিয়েছে। এরপর গলায় ঝাড়ু-জুতার মালা পড়িয়ে হাঁটানো হয়। এ সময় তাকে ধাপ্পড় দেন অন্য এক যুবক। এরপর থানায় সোপর্দ করা হয়।

ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাউজান উপজেলায়। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর গুজরা গ্রামের আয়েশা বিবির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

ফোরকান পূর্ব গুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। তিনি মুনিরীয়া যুব তবলিগ কমিটি নামে তরিক্বতভিত্তিক একটি সংগঠনের কার্যালয় ভাঙচুর মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে। 
স্থানীয়দের ভাষ্য, শুক্রবার সন্ধ্যার পর ফোরকান স্থানীয় বাজারে এলে একদল লোক তাকে আটক করে মারধর করেন। এরপর তার মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে দেন। শেষে থাপড়িয়ে তাকে  পুলিশের কাছে সোপর্দ করা হয়। অসুস্থ হওয়ায় পুলিশ তাকে চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রাখে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া সমকালকে বলেন, মুহাম্মদ ফোরকানকে আহত অবস্থায় পুলিশে দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসা দিয়ে রাতেই তাকে থানা হেফাজতে রাখা হয়। তার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তরিকতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলিগ কমিটির কার্যালয় ভাঙচুরের মামলা আছে। আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ রক ন

এছাড়াও পড়ুন:

মারধরের শিকার রেফারি নয়ন বললেন, ‘বিচার পেয়েছি’

গত রোববার ঘরোয়া ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির ম্যাচ শেষে রেফারি জি এম চৌধুরী নয়ন মারধরের শিকার হন, যা নিয়ে ফুটবল অঙ্গনে সমালোচনার ঝড় উঠে। সেই ঘটনা পর্যালোচনা শেষে বাফুফের শৃঙ্খলা কমিটি জড়িত ব্যক্তিদের শাস্তি দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বাফুফে সেই শাস্তির বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। রেফারি নয়নকে মারধরের ঘটনায় সিটি ক্লাবকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ক্লাবের গোলকিপার শাহ আলম ও চার ফুটবলার মাসুম মিয়া, মিজানুর রহমান, আশরাফুল ইসলামকে এক বছরের জন্য বাফুফে আয়োজিত সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছে।

জড়িত ব্যক্তিদের শাস্তি হওয়ায় খুশি নয়ন। ১৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এই রেফারি আজ প্রথম আলোকে বলেছেন, ‘হ্যাঁ, বিচার পেয়েছি। এভাবে শাস্তি হলে রেফারিদের জন্য ভালো। আমরা তো মানুষ, আমাদেরও ভুল হতে পারে। যদিও আমার সিদ্ধান্তে ভুল ছিল না। আর কোনো রেফারি যদি ভুলও করেন তাঁকে এভাবে মারা উচিত নয়।’

ঘটনার সূত্রপাত এক পেনাল্টিকে ঘিরে। সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমি ম্যাচে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সিটি ক্লাবের বিপক্ষে পেনাল্টি দিয়েছিলেন রেফারি নয়ন। সেই পেনাল্টি থেকে গোল করে ম্যাচে ১-১ সমতা আনে এলিট একাডেমি।

সমতার পর অতিরিক্ত সময়ের আরও দুই মিনিটের খেলা মাঠে গড়ায়। সেই দুই মিনিট শেষে রেফারি নয়ন ম্যাচ শেষের বাঁশি বাজাতেই কিছু লোক মাঠে ঢুকে তাঁকে কিল-ঘুষি মারতে থাকেন।

আরও পড়ুনঢাকার মাঠে রেফারিরা কেন অনিরাপদ১৩ মে ২০২৫

যদিও সিটি ক্লাবের টিম ম্যানেজার আমির হোসেন বলছিলেন ভিন্ন কথা, ‘দেখুন রেফারি যেটা পেনাল্টি দিয়েছেন, সেটা কিছুতেই পেনাল্টি হতে পারে না। এরপর তিনি যা করেছেন, সেটাও তো মেনে নেওয়া যায় না। ম্যাচ শেষ হওয়ার আগেই বাঁশি বাজিয়ে দেন। এটা কেমন কথা!’

রেফারি লাঞ্ছিত হওয়ার আরও কয়েকটি ঘটনা গত বুধবারের সভায় পর্যালোচনা করে বাফুফের শৃঙ্খলা কমিটি। এরপর বিভিন্ন মেয়াদ ও ধারা অনুযায়ী দেওয়া হয় শাস্তি। যার মধ্যে, শৃঙ্খলাভঙ্গের জন্য ওয়ারী ক্লাব ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৫০ হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দুই ক্লাবের কয়েকজন খেলোয়াড়কেও শাস্তি দিয়েছে শৃঙ্খলা কমিটি।

আরও পড়ুনম্যাচ কমিশনারকে ধাক্কা মেরে ৬ মাস নিষিদ্ধ সাদ৩ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • ফেসবুকে প্রতারণা: ৮৫ ভরি স্বর্ণালংকারসহ ৩ জন গ্রেপ্তার
  • ৫ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ হারল ‘এ’ দল
  • নিউজিল্যান্ড ‘এ’ দলের কাছে হার, সোহানদের ৩ ওভারের দুঃখ
  • রাঙামাটিতে ভেঙে ফেলা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য
  • বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে বাসায় দাওয়াত দিলেন তথ্য উপদেষ্টা
  • ডিএমসি মোড়ে ঢাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের চেষ্টা
  • এবার ডিএমসি মোড়ে ঢাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের চেষ্টা
  • ভারত-পাকিস্তান সংঘাতে কার কত লাভ-ক্ষতি হলো
  • মারধরের শিকার রেফারি নয়ন বললেন, ‘বিচার পেয়েছি’