আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এর বিচারকক্ষে ডিজিটালপ্রযুক্তি স্থাপনের কাজ শেষ হয়েছে। এর ফলে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে বিচার কার্যক্রম সরাসরি কিংবা ধারণ করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ‍্যমে প্রচার করা যাবে।

ট্রাইব্যুনালের বিচারকক্ষে প্রযুক্তি স্থাপনের বিষয়টি আজ মঙ্গলবার দুপুরে ফেসবুকে পোস্টের মাধ্যমে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ফেসবুক পোস্টে বিচারকক্ষের ছবি ও ভিডিও দিয়েছেন তিনি।

চিফ প্রসিকিউটর ফেসবুকে লিখেছেন, ‘জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন‍্য কোর্টরুম ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে। ট্রায়ালের যেকোনো পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যম কিংবা সামাজিক মাধ‍্যমে প্রচারিত হতে পারবে।’

গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে ট্রাইব্যুনালে। পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে সংঘটিত গুম, খুনসহ মানবতাবিরোধী অপরাধের বিচারও এই ট্রাইব্যুনালে হচ্ছে। তবে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার এখন বেশি গুরুত্ব পাচ্ছে ট্রাইব্যুনালে। বিচার কার্যক্রমকে আরও গতিশীল করতে ৮ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এখন পর্যন্ত দুটি মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এই দুটি তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। নিয়ম অনুযায়ী, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রথমে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর চিফ প্রসিকিউটর সেই তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করেন এবং আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আকারে ট্রাইব্যুনালে দাখিল করেন। শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হতে পারে ট্রাইব্যুনালে।

যে দুটি মামলায় তদন্তের কাজ শেষ করে প্রতিবেদন দিয়েছে তদন্ত সংস্থা, তার একটিতে আসামি করা হয়েছে গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে। অন্য মামলাটি চাঁনখারপুলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায়। এ মামলার তদন্ত প্রতিবেদনে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার (ডিএমপি) হাবিবুর রহমানসহ আটজনকে আসামি করা হয়েছে।

বিচারে স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য ট্রাইব্যুনালের বিচারকক্ষে ক্যামেরা ও সাউন্ডসিস্টেম স্থাপনসহ সব ধরনের ডিজিটালাইজেশনের কাজ সম্পন্ন হয়েছে বলে সাংবাদিকদের জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তিনি বলেন, সাধারণ মানুষ, যাঁরা ট্রাইব্যুনালে আসতে পারেন না, তাঁরাও যেন যাঁর যাঁর অবস্থানে থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম দেখতে পারেন।

এই প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন–১৯৭৩ এর সংশোধন আনা হয় ২০২৪ সালে। এর মধ্যে একটি সংশোধনী ছিল—যে বিচারকাজ চলবে তা সামাজিক যোগাযোগমাধ্যম অথবা অন্য কোনো মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে ধারণ (রেকর্ড) করা যাবে এবং সম্প্রচার (ব্রডকাস্ট) করা যাবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিচার কার্যক্রম সরাসরি ব্রডকাস্ট (সম্প্রচার) করা যাবে। অথবা বিচার কার্যক্রম ধারণ করে পরবর্তী সময়ে তা ট্রাইব্যুনালের ওয়েবসাইটে প্রকাশ করা যাবে।

সাক্ষীদের নিরাপত্তার প্রসঙ্গে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, যদি ট্রাইব্যুনাল মনে করেন কোনো ক্ষেত্রে সাক্ষীর জন্য বিষয়টি হুমকি হতে পারে, তখন সেই সাক্ষীর শুধু বক্তব্য প্রচার করা হবে তাঁকে না দেখিয়ে। অথবা বিচারপ্রক্রিয়ার কোনো কার্যক্রমকে যদি ট্রাইব্যুনালের কাছে স্পর্শকাতর মনে হয়, তবে সেই অংশটুকু বাদ দিয়ে প্রচার করা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অপর ধ র ব চ র ব চ রকক ষ র ব চ রক

এছাড়াও পড়ুন:

যেসব এলাকায় আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না

ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বেশ কিছু এলাকায় সোমবার (৭ জুলাই) ১১ ঘণ্টা গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রবিবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এতে বলা হয়, ঢাকা ও নারায়ণগঞ্জের ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণী, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রিজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিক পাড়া ও কাউন্সিল এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস।

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ