জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২২ সালের এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ ‘প্রিলিমিনারি টু মাস্টার্স’ পরীক্ষার আবেদন ফরম পূরণের যাবতীয় কার্যক্রম ২০ মে অনলাইনে শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি এবং অন্যান্য যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরে জানানো হবে।

আবেদন ফরম পূরণ, ফরম জমাদানের সময় ও নিয়ম—

১.

অনলাইনে আবেদন ফরম পূরণের শুরু ও শেষ তারিখ: ২০-০৫-২০২৫ থেকে ২২-০৬-২০২৫।

২.

আবেদন ফরম কলেজ কর্তৃক নিশ্চয়নের শেষ তারিখ: ২৩-০৬-২০২৫ থেকে ২৪-০৬-২০২৫, রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

৩.

পে-স্লিপ সংগ্রহ করে টাকা জমা দেওয়ার শেষ তারিখ: ২৫-০৬-২০২৫ থেকে ২৬-০৬-২০২৫, বিকেল ৪টা পর্যন্ত।

৪.

বিবরণী ফরম ও অন্যান্য কাগজপত্র জমাদান, সংরক্ষণ: আবেদন ফরম পূরণ করে পরীক্ষার্থীদের অনলাইনে এন্ট্রি করা বিবরণী ফরম, ইনকোর্স ও মাঠকর্ম নম্বরের মূল ম্যানুয়াল কপি ও প্রিন্ট কপির এক কপি বিষয়ওয়ারি আলাদাভাবে সিলগালা করে নিজ নিজ কলেজ বা বিভাগ (ফলাফল ঘোষণার পরের চার মাস পর্যন্ত) সংরক্ষণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার প্রয়োজন নেই।

*২০২১-২২ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফি

১.

এমএ, এমএসএস, এমবিএ সব পত্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর ক্ষেত্রে মোট ফি ২,৮৫০ ও ২,৮৫০ টাকা (প্রাইভেট)।

২.

এমএসসি সব পত্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর ক্ষেত্রে মোট ফি ২,৮৫০ টাকা।

৩.

লাইব্রেরি সায়েন্স বিষয়ের সব পত্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর ক্ষেত্রে মোট ফি ৩,১০০ টাকা।

৪.

গ্রেড উন্নয়ন, সিজিপিএ উন্নয়ন ও অকৃতকার্য পরীক্ষার্থীর ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত ফির অতিরিক্ত বিশেষ অন্তর্ভুক্তি ফি ১০০০ টাকা।

আরও পড়ুনচীনের মফকম বৃত্তি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, আইইএলটিএসে প্রয়োজন ৬২০ মে ২০২৫

৫.

শুধু মৌখিক বা ব্যবহারিক বা মাঠকর্ম পত্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর ক্ষেত্রে মোট ফি ১,১০০ টাকা।

*পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা ও প্রয়োজনীয় শর্ত

ক.

২০২১-২২ শিক্ষাবর্ষের নিয়মিত ও প্রাইভেট পরীক্ষার্থীরা ‘নিয়মিত পরীক্ষার্থী’ হিসেবে অংশগ্রহণ করতে পারবেন।

খ.

২০২০-২১ শিক্ষাবর্ষের যে পরীক্ষার্থীরা ২০২১ সালে পরীক্ষায় অংশগ্রহণ করেননি, তাঁরা ২০২২ সালের ‘অনিয়মিত পরীক্ষার্থী’ হিসেবে সব পত্রের বা কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

গ.

২০২০-২১ শিক্ষাবর্ষের যে পরীক্ষার্থীরা ২০২১ সালের পরীক্ষায় অংশগ্রহণ করে এক বা একাধিক পত্রে ‘F’ গ্রেড পেয়ে অকৃতকার্য হয়েছেন, তাঁরা ২০২২ সালের পরীক্ষায় সেসব পত্রে ‘অনিয়মিত পরীক্ষার্থী’ হিসেবে অংশগ্রহণ করতে পারবেন।

ঘ.

২০২১ সালের পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণ করে যে পরীক্ষার্থীরা ‘C+’, ‘C’ এবং ‘D’ গ্রেড প্রাপ্ত কোর্সের গ্রেড উন্নয়নের লক্ষ্যে সর্বোচ্চ দুটি পত্রে অংশগ্রহণ করতে পারবেন। এই পরীক্ষার্থীরা ২০২২ সালের পরীক্ষায় উত্তীর্ণ হলে মানোন্নয়ন বা গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের আর কোনো সুযোগ থাকবে না।

ঙ.

রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লিখিত ‘পত্র কোড’ ব্যতীত অন্য কোনো পত্র কোডে পরীক্ষায় অংশ গ্রহণ করা যাবে না।

চ.

শুধু ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক বা একাধিক কোর্সে ‘F’ গ্রেড প্রাপ্ত (অকৃতকার্য) পরীক্ষার্থীদের বিশেষ বিবেচনায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট পাঁচ হাজার টাকা ‘বিশেষ ফি’ প্রদান সাপেক্ষে আবেদন ফরম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

ছ.

উল্লেখ্য, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে ব্যর্থ হলে অথবা অংশগ্রহণ করে পুনরায় অকৃতকার্য হলে অথবা ফরম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ না করলে পরবর্তী সময়ে তাঁরা কোনো অবস্থাতেই পরের বছর পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে আবেদন করতে পারবেন না।

আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: মানবিক শাখা—মডেল টেস্ট-২০৪ মে ২০২৫যে পাঠ্যসূচিতে পরীক্ষা হবে

১. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গ্রেডিং পদ্ধতির পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২. জাতীয় বিশ্ববিদ্যালয় প্রণীত ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে কার্যকর সিলেবাস অনুযায়ী ২০২২ সালের এমএ, এমএসএস,

এমবিএ, এমএসসি, এম মিউজ প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হবে।

*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.nu.ac.bd/admissions

আরও পড়ুনএসএসসি–এইচএসসির বোর্ডসেরাদের ১০ ও ২৫ হাজার টাকা দেবে সরকার, যেভাবে আবেদন ১৯ মে ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ র থ র ক ষ ত র স ল র পর ক ষ শ ক ষ বর ষ র ২০২২ স ল র পর ক ষ য প রব ন এমব এ

এছাড়াও পড়ুন:

‘হেনী কলেজের টেঁয়া লই চুদুরবুদুর চইলত নঅ’ স্লোগানটি কেন আবার প্রাসঙ্গিক

ফেনী কলেজের ফটক দিয়ে ঢুকতেই লম্বা মাঠ। মাঠের একদিকে অনার্স ভবনের পাশে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন শিক্ষার্থী। সম্প্রতি কলেজটির শিক্ষার্থীদের ফি বাড়ানো হয়েছে। এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ক্ষোভ-অসন্তোষের বিষয়টি জানতেই কলেজে আসা। আড্ডারত শিক্ষার্থীদের কাছে ফি বৃদ্ধি নিয়ে প্রশ্ন করলে একজন বললেন, ‘আমাদের কলেজের একটি স্লোগান নিয়ে সবাই হাসাহাসি করে। কিন্তু এখন এটাই আমাদের বাস্তবতা। দীর্ঘ দিনের লুটপাটের কারণে কলেজের ফান্ডের(তহবিল) অবস্থা খারাপ। তাই বাড়তি ফি চাপানো হয়েছে শিক্ষার্থীদের ওপর।’

‘হেনী কলেজের টেঁয়া লই চুদুরবুদুর চইলতো নঅ’— জনপ্রিয় এই স্লোগানটি কথা শেষে যোগ করে কিছুক্ষণ হাসলেন মুহাইমিন তাজিম নামের ওই তরুণ। কলেজের গণিত বিভাগের এই শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কও। তাঁর কথার সঙ্গে একমত হলেন সেখানে বসে থাকা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তাঁদের কথা, ফেনী কলেজের নানা অনিয়ম দুর্নীতি সীমা ছাড়িয়ে যাওয়ায় স্লোগানটি আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

গত ২৫ সেপ্টেম্বর ফেনী কলেজে শিক্ষার্থীদের সঙ্গে আলাপ হয়। তাঁরা জানালেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় নানা খাতে দুর্নীতির কারণে বর্তমান শিক্ষার্থীদের ওপর বাড়তি ফি এর বোঝা চেপেছে। লুটপাটের কারণে কলেজের তহবিল সংকট পূরণ করতে বর্তমান অধ্যক্ষ শিক্ষার্থী প্রতি নতুন করে ১০০ টাকা ফি বাড়িয়েছেন।

কলেজটিতে চলতি বছর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে মানবিক ও ব্যবসায় শিক্ষার্থীর শাখায় ছাত্রদের ২ হাজার ৬৮০ টাকা, ছাত্রীদের ২ হাজার ৫৬০ টাকা এবং বিজ্ঞান শাখার ছাত্রদের ২ হাজার ৭৮০ ও ছাত্রীদের ২ হাজার ৬৬০ টাকা হারে ফি দিয়ে ভর্তি হতে হয়েছে। বিগত বছরের এই ফি ১০০ টাকা বেশি।

ফি বৃদ্ধির যে কারণ দেখাল কর্তৃপক্ষ

চলতি বছরের ১০ এপ্রিল কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের ফি বৃদ্ধি করা হয়। সভায় ‘অত্যাবশ্যকীয় নিরাপত্তা ফান্ড’ ৬৫০ টাকা স্থলে ৭৫০ টাকা করার সিদ্ধান্ত গৃহীত হয়। যুক্তি হিসেবে বলা হয়, কলেজের কর্মচারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বেতন ও বোনাস মিলিয়ে কর্মচারীদের পেছনে বছরে ব্যয় হয় ৭১ লাখ ৮৯ হাজার টাকা। এই খাতে নতুন আরও আটজন কর্মচারী নিয়োগ দেওয়ায় বছর শেষে খরচ দাঁড়াচ্ছে ৭৩ লাখ ৯৩ হাজার টাকা। তৃতীয়, চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতন-বোনাস ছাড়াও এই খাত থেকে টাকা ব্যয় করা হয় ভূমিসংক্রান্ত মামলার উকিলের ফি, কলেজ আঙিনার পরিষ্কার-পরিচ্ছন্নতায়। গড়ে বছরে ব্যয় দাঁড়াচ্ছে প্রায় ৮০ লাখ টাকা। কিন্তু এই খাতে শিক্ষার্থীদের থেকে বছরে আদায় হচ্ছে ১ কোটি ৩৫ লাখ টাকা।

ফেনী কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আবু হেনা আবদুল আউয়ালের সঙ্গে কলেজের নানা অনিয়ম নিয়ে কথা হচ্ছিল। তিনি বলেন, ফেনী কলেজ নিয়ে জনপ্রিয় হওয়া স্লোগানের একটা ইতিহাস আছে। ১৯২২ সালে প্রতিষ্ঠিত এই কলেজে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলায় স্থানান্তরিত হয়। সেখানকার স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে কলেজের অর্থ নিয়ে বিবাদ তৈরি হলে ছাত্ররা এমন স্লোগান দেয়। আর্থিক অনিয়মের প্রতিবাদ থেকেই এই স্লোগানের জন্ম। এই পরিস্থিতিতে স্লোগানটি ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

উৎসব-অনুষ্ঠানের অতিরিক্ত ব্যয়

কলেজের বিবিধ খাতের টাকা থেকে উৎসব ও অনুষ্ঠানের আয়োজনের বিধান থাকলেও নিরাপত্তা খাত থেকে টাকা নিয়ে উৎসবে খরচ করা হয়েছে। কলেজের নথিপত্র বিশ্লেষণ করে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যয় করা হয় ১ লাখ ৩৮ হাজার ৪২৮ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে ২ লাখ ২০ হাজার ৩০৪ টাকা। তবে বিগত কয়েক বছরের তুলনায় এ বছর ব্যয় কমেছে। ২০২৪-২৫ অর্থবছরে এই খাতে ব্যয় হয় ৪৮ হাজার ১৫৪ টাকা।

২০২৪ সালে শহীদ বুদ্ধিজীবী দিবসে ব্যয় হয় ৪৮ হাজার ১৫৪ টাকা। তার আগের দুই বছর ২০২৩ সালে হয় ১ লাখ ২৯ হাজার ৯০৬ টাকা। ২০২২ সালে হয় ১ লাখ ১৪ হাজার ৮১১ টাকা।

বিগত কয়েক বছরে সরকারি দিবস কিংবা উৎসবে অস্বাভাবিক এমন খরচের পেছনে দুর্নীতিই মূল কারণ বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানিয়েছেন। কলেজের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস কিংবা শহীদ দিবস দিবসগুলো সরকারি ছুটি হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি তেমন থাকত না। রোভার স্কাউট, বিএনসিসি, অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীসহ সব মিলিয়ে গড়ে উপস্থিতি থাকত দুই শতাধিক। এত অল্পসংখ্যক শিক্ষার্থীর জন্য খরচ লাখ টাকা ছাড়িয়ে যাওয়া অস্বাভাবিক বলে মনে করেন তাঁরা।

শতবর্ষ পুরোনো এই কলেজে বিভিন্ন বিভাগে ১৮ হাজার শিক্ষার্থী রয়েছে। ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ ও অসন্তোষ রয়েছে শিক্ষার্থীদের মধ্যে

সম্পর্কিত নিবন্ধ

  • নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালে নার্সারি শ্রেণিতে ভর্তি
  • ওডেসার মেয়রের ইউক্রেনীয় নাগরিকত্ব বাতিল করলেন জেলেনস্কি
  • ‘হেনী কলেজের টেঁয়া লই চুদুরবুদুর চইলত নঅ’ স্লোগানটি কেন আবার প্রাসঙ্গিক
  • বক্স অফিসে ‘কানতারা টু’ ঝড়: কে কত টাকা পারিশ্রমিক নিলেন?
  • বেক্সিমকোসহ সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
  • বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর সেবা চালু হচ্ছে, খরচ হাজারে সাড়ে ৮ টাকা
  • সালমান শাহর মৃত্যু: রিভিশন মামলার শুনানি শেষ, আদেশ ২০ অক্টোবর
  • লুসাইলের মঞ্চে মুখোমুখি মেসির আর্জেন্টিনা ও ইয়ামালের স্পেন
  • সেদিন আর্জেন্টিনার জয় প্রাপ্য ছিল, বললেন এমবাপ্পে
  • দেশের প্রথম বৈদ্যুতিক গাড়ির কারখানা উৎপাদনে যেতে পারছে না