সন এখন ‘কিংবদন্তি’, ১৭ বছর পর টটেনহামের ঘরে ট্রফি
Published: 22nd, May 2025 GMT
বেচারা হ্যারি কেইন!
টটেনহামে ১৪ বছরের ক্যারিয়ারে নিজেকে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে প্রতিষ্ঠা করলেও শিরোপা জেতা হয়নি। মনের দুঃখে উত্তর লন্ডনের ক্লাবটি ছেড়ে যোগ দেন বায়ার্ন মিউনিখে। সেখানে এ মৌসুমে অবশেষে বুন্দেসলিগা শিরোপার দেখা পান। তখন অনেকেই মজা করে বলেছিলেন, বুন্দেসলিগা ট্রফি দেখতে তো শিল্ডের মতো, কেইন তাই চ্যাম্পিয়ন হয়েছেন বটে কিন্তু শিরোপা জয়ের অপেক্ষা কাটেনি। কেইন ব্যাপারটা সিরিয়াসলি নিলে কাল রাতে টটেনহামকে দেখে তাঁর আনন্দের পাশাপাশি একটু দুঃখও লাগার কথা—হাজার হোক, ইউরোপা লিগের ট্রফি নিয়ে তো আর অমন মজা করার সুযোগ নেই!
আরও পড়ুনহতে চেয়েছিলেন ফুটবলার, হয়ে গেলেন জেমস বন্ড১ ঘণ্টা আগেবিলবাওয়ের সান মামেসে কাল রাতে ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ১৭ বছরের শিরোপাখরা ঘুচিয়েছে টটেনহাম। ২০০৮ সালে লিগ কাপ জয়ের পর এটাই প্রথম শিরোপা টটেনহামের। ইউরোপের মঞ্চে ক্লাবটি শিরোপা জিতল ৪১ বছর পর—সর্বশেষ জিতেছিল ১৯৮৪ সালে এই ইউরোপা লিগেরই পূর্ববর্তী সংস্করণ উয়েফা কাপ।
৪২ মিনিটে ফরোয়ার্ড ব্রেনান জনসনের করা গোলটি গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য। শেষ বাঁশি বাজার পর টটেনহামের দক্ষিণ কোরিয়ান অধিনায়ক সন হিউং-মিন ট্রফি বুঝে নেওয়ার সময় খেলোয়াড় এবং গ্যালারিতে সমর্থকদের উল্লাস ছিল দেখার মতো। ১০ বছর আগে ক্লাবটিতে যোগ দেওয়ার পর স্পার্সদের হয়ে এটা সনেরও প্রথম শিরোপা জয়।
শুধু তাই নয়, অ্যাঞ্জ পোস্তেকোগলু অস্ট্রেলিয়ার কোচ থাকতে ২০১৫ সালে এশিয়ান কাপ ফাইনালে ওশেনিয়ার দলটির কাছে হেরেছিল সনের দক্ষিণ কোরিয়া। ম্যাচ শেষে মাঠেই কান্নায় ভেঙে পড়া সনকে সান্ত্বনা দিয়েছিলেন পোস্তেকোগলু। নিয়তির কী লীলা, অস্ট্রেলিয়ান এ কোচের হাত ধরেই টটেনহামে শিরোপা জিতলেন সন, যেটা তাঁর ক্লাব ক্যারিয়ারে প্রথম শিরোপাও। দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ২০১৮ সালে এশিয়ান গেমস জিতেছেন সন, যেটা এত দিন ছিল তাঁর ক্যারিয়ারের একমাত্র শিরোপা।
আরও পড়ুনআনচেলত্তির ব্রাজিল দলে ফিরতে কতটা প্রস্তুত নেইমার৯ ঘণ্টা আগেমৌসুমের শুরুতে সন বলেছিলেন, টটেনহামের কিংবদন্তি হতে চান। কিন্তু তেমন কিছু হতে পারবেন সেটি তাঁর মনে হয়নি। কাল রাতে শিরোপা জয়ের পর সনকে প্রসঙ্গটি মনে করিয়ে দিতে কোরিয়ান এ ফরোয়ার্ড বলেছেন, ‘ঠিক আছে, আমি কিংবদন্তি। কেন নয়? শুধু আজকের জন্য তো! ১৭ বছর ধরে এটা কেউ করতে পারেনি। অসাধারণ কিছু খেলোয়াড়দের কল্যাণে আজ (কাল রাতে) সেই দিনটা চলেই এল। আজ বলতে পারি যে আমি এই ক্লাবের কিংবদন্তি।’
প্রিমিয়ার লিগে এক ম্যাচ হাতে রেখে টেবিলে ১৭তম অবস্থানে থাকায় পোস্তেকোগলুর চাকরি নিয়ে টানাটানি শুরুর গুঞ্জন শোনা যাচ্ছে ব্রিটিশ সংবাদমাধ্যমে। ইউরোপা লিগ জিতে টটেনহামকে চ্যাম্পিয়নস লিগে তোলার পর পোস্তেকোগলুকে নিয়ে এই গুঞ্জন একটু হলেও থামার কথা। পোস্তেকোগলুর এ নিয়ে মানসিকতা হলো ‘যাই ঘটুক দেখা যাবে।’
টটেনহাম কোচ হিসেবে নিজের দ্বিতীয় মৌসুম ও শততম ম্যাচে ক্লাবটিকে ট্রফি এনে দিয়ে একটি বিষয় স্মরণও করিয়ে দিয়েছেন পোস্তেকোগলু। সেল্টিক, ইয়োকোহামা এফ.
এক ম্যাচ হাতে রেখে লিগ টেবিলে ১৬তম অবস্থানে থাকা ইউনাইটেডের অবস্থা আরও খারাপ। ১৯৭৩-৭৪ মৌসুমের পর এটাই তাদের সবচেয়ে বাজে মৌসুম। আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় দেখা যাবে না ক্লাবটিকে, যেটা ১৯৯০ সালের পর দ্বিতীয়বারের মতো। হতাশ ক্লাবটির কোচ রুবেন আমোরিম সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বোর্ড এবং সমর্থকেরা যদি মনে করেন আমি যোগ্য ব্যক্তি নই তাহলে পরের দিনই আমি চলে যাব এবং ক্ষতিপূরণ নিয়ে কোনো বলব না।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন