১. ‘The Iqbal Masih Award’ কোনো ক্ষেত্রে প্রদান করা হয়?
ক. পরিবেশ সংরক্ষণ
খ. শিশুশ্রম দূরীকরণ
গ. নারী নির্যাতন প্রতিরোধ
ঘ. প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা
উত্তর: খ. শিশুশ্রম দূরীকরণ
২. ‘চুকনগর গণহত্যা’ সংঘটিত হয়—
ক. ২০ আগস্ট ১৯৭১ সালে
খ. ২০ মে ১৯৭১ সালে
গ. ২০ জুন ১৯৭১ সালে
ঘ. ২০ মে ১৯৭১ সালে
উত্তর: ঘ. ২০ মে ১৯৭১ সালে (ডুমুরিয়া, খুলনায়)
৩.

সাবরাং ট্যুরিজম পার্ক কোথায় অবস্থিত?
ক. টেকনাফ
খ. কক্সবাজার
গ. সেন্ট মার্টিন
ঘ. শ্রীমঙ্গল
উত্তর: ক. টেকনাফ
৪. অপারেশন সিঁদুরের পর ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে কী নামে একটি যৌথ সামরিক মহড়া সম্পন্ন করা হয়েছে?
ক. বজ্র প্রহার
খ. তিস্তা প্রহর
গ. সূর্য কিরণ
ঘ. অজেয় ওয়ারিয়র্স
উত্তর: খ. তিস্তা প্রহর
৫. সম্প্রতি গাজা উপত্যকায় ইজরায়েলের নতুন বৃহৎ সামরিক অভিযানের নাম—
ক. অপারেশন গিডিয়নস চ্যারিয়ট
খ. অপারেশন ব্রেকিং ডন
গ. অপারেশন আয়রন সোর্ড
ঘ. অপারেশন গার্ডিয়ান অব দ্য ওয়ালস
উত্তর: ক. অপারেশন গিডিয়নস চ্যারিয়ট
৬. সম্প্রতি ইসলামপন্থী রাজনৈতিক সংগঠন ‘মুসলিম ব্রাদারহুড’কে নিষিদ্ধ ঘোষণা করেছে—
ক. মিসর
খ. জর্ডান
গ. সিরিয়া
ঘ. লেবানন
উত্তর: খ. জর্ডান
৭. ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB)’ কোনো আঞ্চলিক সংগঠন কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক?
ক. ASEAN
খ. SAARC
গ. BRICS
ঘ. BIMSTEC
উত্তর: গ. BRICS
৮. ভাসানচর কোনো জেলায় অবস্থিত?
ক. কক্সবাজার
খ. চট্টগ্রাম
গ. নোয়াখালী
ঘ. পটুয়াখালী
উত্তর: গ. নোয়াখালী
৯. ডোকলাম ত্রিমুখী সীমান্ত সংযুক্ত করেছে—
ক. ভারত, পাকিস্তান ও চীন
খ. ভারত, চীন ও ভুটান
গ. ভারত, চীন ও নেপাল
ঘ. ভারত, পাকিস্তান ও আফগানিস্তান
উত্তর: খ. ভারত, চীন ও ভুটান
১০. বাংলাদেশের প্রথম জিআই পণ্য—
ক. মসলিন
খ. ইলিশ মাছ
গ. নকশিকাঁথা
ঘ. জামদানি শাড়ি
উত্তর: ঘ. জামদানি শাড়ি
১১. নিচের কোনটি নারীবাদী আন্দোলনের সঙ্গে সম্পর্কিত?
ক. ফোর এ মুভমেন্ট
খ. ফোর বি মুভমেন্ট
গ. ফোর সি মুভমেন্ট
ঘ. ফোর ডি মুভমেন্ট
উত্তর: খ. ফোর বি মুভমেন্ট
১২. জুলাই গণ–অভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কতজন ছাত্র শহীদ হয়েছেন?
ক. ১ জন
খ. ২ জন
গ. ৩ জন
ঘ. ৪ জন
উত্তর: খ. ২ জন
১৩. বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক—
ক. মুন
খ. লাবণ্য
গ. অপরাজিতা
ঘ. সঞ্চিতা
উত্তর: গ. অপরাজিতা
১৪. অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন?
ক. ৭৯তম
খ. ৭৮তম
গ. ৭৭তম
ঘ. ৮০তম
উত্তর: ক. ৭৯তম
১৫. আসিম মুনির পাকিস্তানের ইতিহাসে কততম ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি পেয়েছেন?
ক. ১ম
খ. ২য়
গ. ৩য়
ঘ. ৪র্থ
উত্তর: খ. ২য়

আরও পড়ুনএক দিনে ১৪টি চাকরির পরীক্ষা, কী করবেন পরীক্ষার্থীরা৪ ঘণ্টা আগেআরও পড়ুনকে এই বৈভব তানেজা, টেসলার সিএফও আয়ে পেছনে ফেলেছেন সুন্দর পিচাই-সত্য নাদেলাকেও১ ঘণ্টা আগেআরও পড়ুনঅপারেশন বুনিয়ান-উন-মারসুস–তাহরির স্কয়ার–পিপল’স অ্যাকশন পার্টি কী, জেনে নিন বিস্তারিত১৫ মে ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ১৯৭১ স ল

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ