১. ‘The Iqbal Masih Award’ কোনো ক্ষেত্রে প্রদান করা হয়?
ক. পরিবেশ সংরক্ষণ
খ. শিশুশ্রম দূরীকরণ
গ. নারী নির্যাতন প্রতিরোধ
ঘ. প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা
উত্তর: খ. শিশুশ্রম দূরীকরণ
২. ‘চুকনগর গণহত্যা’ সংঘটিত হয়—
ক. ২০ আগস্ট ১৯৭১ সালে
খ. ২০ মে ১৯৭১ সালে
গ. ২০ জুন ১৯৭১ সালে
ঘ. ২০ মে ১৯৭১ সালে
উত্তর: ঘ. ২০ মে ১৯৭১ সালে (ডুমুরিয়া, খুলনায়)
৩.

সাবরাং ট্যুরিজম পার্ক কোথায় অবস্থিত?
ক. টেকনাফ
খ. কক্সবাজার
গ. সেন্ট মার্টিন
ঘ. শ্রীমঙ্গল
উত্তর: ক. টেকনাফ
৪. অপারেশন সিঁদুরের পর ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে কী নামে একটি যৌথ সামরিক মহড়া সম্পন্ন করা হয়েছে?
ক. বজ্র প্রহার
খ. তিস্তা প্রহর
গ. সূর্য কিরণ
ঘ. অজেয় ওয়ারিয়র্স
উত্তর: খ. তিস্তা প্রহর
৫. সম্প্রতি গাজা উপত্যকায় ইজরায়েলের নতুন বৃহৎ সামরিক অভিযানের নাম—
ক. অপারেশন গিডিয়নস চ্যারিয়ট
খ. অপারেশন ব্রেকিং ডন
গ. অপারেশন আয়রন সোর্ড
ঘ. অপারেশন গার্ডিয়ান অব দ্য ওয়ালস
উত্তর: ক. অপারেশন গিডিয়নস চ্যারিয়ট
৬. সম্প্রতি ইসলামপন্থী রাজনৈতিক সংগঠন ‘মুসলিম ব্রাদারহুড’কে নিষিদ্ধ ঘোষণা করেছে—
ক. মিসর
খ. জর্ডান
গ. সিরিয়া
ঘ. লেবানন
উত্তর: খ. জর্ডান
৭. ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB)’ কোনো আঞ্চলিক সংগঠন কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক?
ক. ASEAN
খ. SAARC
গ. BRICS
ঘ. BIMSTEC
উত্তর: গ. BRICS
৮. ভাসানচর কোনো জেলায় অবস্থিত?
ক. কক্সবাজার
খ. চট্টগ্রাম
গ. নোয়াখালী
ঘ. পটুয়াখালী
উত্তর: গ. নোয়াখালী
৯. ডোকলাম ত্রিমুখী সীমান্ত সংযুক্ত করেছে—
ক. ভারত, পাকিস্তান ও চীন
খ. ভারত, চীন ও ভুটান
গ. ভারত, চীন ও নেপাল
ঘ. ভারত, পাকিস্তান ও আফগানিস্তান
উত্তর: খ. ভারত, চীন ও ভুটান
১০. বাংলাদেশের প্রথম জিআই পণ্য—
ক. মসলিন
খ. ইলিশ মাছ
গ. নকশিকাঁথা
ঘ. জামদানি শাড়ি
উত্তর: ঘ. জামদানি শাড়ি
১১. নিচের কোনটি নারীবাদী আন্দোলনের সঙ্গে সম্পর্কিত?
ক. ফোর এ মুভমেন্ট
খ. ফোর বি মুভমেন্ট
গ. ফোর সি মুভমেন্ট
ঘ. ফোর ডি মুভমেন্ট
উত্তর: খ. ফোর বি মুভমেন্ট
১২. জুলাই গণ–অভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কতজন ছাত্র শহীদ হয়েছেন?
ক. ১ জন
খ. ২ জন
গ. ৩ জন
ঘ. ৪ জন
উত্তর: খ. ২ জন
১৩. বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক—
ক. মুন
খ. লাবণ্য
গ. অপরাজিতা
ঘ. সঞ্চিতা
উত্তর: গ. অপরাজিতা
১৪. অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন?
ক. ৭৯তম
খ. ৭৮তম
গ. ৭৭তম
ঘ. ৮০তম
উত্তর: ক. ৭৯তম
১৫. আসিম মুনির পাকিস্তানের ইতিহাসে কততম ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি পেয়েছেন?
ক. ১ম
খ. ২য়
গ. ৩য়
ঘ. ৪র্থ
উত্তর: খ. ২য়

আরও পড়ুনএক দিনে ১৪টি চাকরির পরীক্ষা, কী করবেন পরীক্ষার্থীরা৪ ঘণ্টা আগেআরও পড়ুনকে এই বৈভব তানেজা, টেসলার সিএফও আয়ে পেছনে ফেলেছেন সুন্দর পিচাই-সত্য নাদেলাকেও১ ঘণ্টা আগেআরও পড়ুনঅপারেশন বুনিয়ান-উন-মারসুস–তাহরির স্কয়ার–পিপল’স অ্যাকশন পার্টি কী, জেনে নিন বিস্তারিত১৫ মে ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ১৯৭১ স ল

এছাড়াও পড়ুন:

ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৮২ ফিলিস্তিনির

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে কমপক্ষে আরও ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এদিন আহত হয়েছেন আরও অনেকে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

রোববার সারাদিন ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় অন্তত ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু এবং একাধিক পরিবারের সদস্য রয়েছেন বলে স্থানীয় সূত্র ও চিকিৎসাকর্মীরা জানিয়েছেন।

এর মধ্যে গাজার শেখ রাদওয়ান ও আল-নাসর এলাকায় দুইটি বাড়ি লক্ষ্য করে বোমা বর্ষণ করে ইসরায়েলি যুদ্ধবিমান। সেখানে বাস্তুচ্যুত বহু পরিবার আশ্রয় নিয়েছিল। এতে অন্তত ২৫ জন নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, অধিকাংশ মানুষ তখন ঘুমাচ্ছিলেন, যাদের অনেকেই ছিলেন শিশু ও নারী। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকেই আটকা পড়ে আছেন।

ওয়াদি গাজার দক্ষিণে এক ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করলে ৪ জন নিহত এবং ২৫ জন আহত হন। গাজা শহর ও মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে বেসামরিক মানুষদের ওপর হামলায় ৬ জন নিহত হন।

এদিকে মধ্যস্থতাকারী দেশ কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের দেওয়া যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য কাতারে প্রতিনিধিদল পাঠাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে আলোচনা চললেও গাজায় ইসরায়েলের হামলা থামেনি।

উত্তর গাজার আল-সাফতাওয়ি এলাকায় এক বেসামরিক গাড়িতে ড্রোন হামলায় তিন ভাই মারা যান। শেখ রাদওয়ানে এক আশ্রয়কেন্দ্রের তাঁবুতে ড্রোন হামলায় আরও ৩ জন নিহত হন। গাজার পশ্চিমের শাতি শরণার্থী শিবিরে, একটি স্কুলে আশ্রয় নেওয়া মানুষের ওপর বিমান হামলায় অন্তত ৭ জন নিহত হন, যাদের মধ্যে শিশুরাও রয়েছে।

আল-শিফা হাসপাতাল জানায়, নিহতদের মরদেহ খণ্ডবিখণ্ড অবস্থায় এসেছে এবং আহতদের সংখ্যা ছিল অনেক। খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় দুটি অস্থায়ী ত্রাণশিবিরে বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হন, যাদের মধ্যে শিশু ও এক গর্ভবতী নারী রয়েছেন।

আল আলবানী মসজিদের কাছে অপর এক ড্রোন হামলায় ৪টি মরদেহ উদ্ধার হয়, তাদের তিনজনই শিশু। গাজার আল-তুফাহ ও আল-দারাজ এলাকায় আবাসিক ভবনে বোমা হামলায় একাধিক ব্যক্তি নিহত হয়েছেন। নুসেইরাত শরণার্থী শিবিরে এক পরিবারের ৮ সদস্য ড্রোন হামলায় নিহত হয়েছেন, অন্য একটি হামলায় আরও ৩ জনের প্রাণ গেছে।

এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের অবরোধে খাদ্য ও পানি সংকটে থাকা মানুষজন যখন ত্রাণের আশায় লাইন দিচ্ছেন, তখনই এই হামলাগুলো চালানো হয়েছে।

যদিও আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে, তবুও ইসরায়েল গাজায় গণহত্যার ধারা অব্যাহত রেখেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত ৫৭ হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এমন অবস্থায় গত নভেম্বরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে আন্তর্জাতিক বিচার আদালতে।

সম্পর্কিত নিবন্ধ