রাজধানীতে যাত্রীবেশে উঠে চালককে হাতুড়িপেটা করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে রাজধানীর কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অটোরিকশাচালক কবির মিয়াকে (৪৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে একজন রিকশাচালক কবির মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওই রিকশাচালকের কাছ থেকে খবর পেয়ে কবির মিয়ার ছেলে সাব্বির মিয়া আজ বৃহস্পতিবার ভোরে হাসপাতালে যান।

সাব্বির মিয়া প্রথম আলোকে বলেন, দিবাগত রাত দুইটার দিকে ফকিরাপুল এলাকা থেকে দুজন ব্যক্তি যাত্রীবেশে তাঁর বাবার সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। তাঁদের একজন কলাবাগানে নেমে যান। এরপর কলেজ গেটে পৌঁছালে অন্যজন অটোরিকশা থামাতে বলেন। এ সময় সেখানে থাকা ওই যাত্রীর কয়েকজন সহযোগী এগিয়ে আসেন। তাঁরা তাঁর বাবাকে হাতুড়ি দিয়ে আঘাত করেন। তিনি ঘাড়ে ও হাতে আঘাত পেয়েছেন।

সাব্বির মিয়ার অভিযোগ, যাত্রীবেশে থাকা ওই ব্যক্তি ও তাঁর সহযোগীরা তাঁর বাবার কাছ থেকে সিএনজিচালিত অটোরিকশা, প্রায় এক হাজার টাকা এবং মুঠোফোনের ব্যাটারি খুলে নিয়ে গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ পরিদর্শক মো.

ফারুক প্রথম আলোকে বলেন, কবির মিয়াকে চিকিৎসা শেষে আজ সকালে তাঁর স্বজনেরা হাসপাতাল থেকে বাসায় নিয়ে গেছেন।

অটোরিকশাচালক কবির মিয়া পরিবার নিয়ে রাজধানীর খিলগাঁও এলাকায় থাকেন। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে এখনো পুলিশে অভিযোগ জানানো হয়নি। সাব্বির মিয়া বলেন, মামলা করা হবে কি না, তা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে ইহুদি জাদুঘরে গুলিবর্ষণ, ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি ইহুদি জাদুঘরের বাইরে বন্দুক হামলায় ইসরায়েলি দূতাবাসের দুজন কর্মী নিহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ক্যাপিটাল ইহুদি জাদুঘরের একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী বন্দুক হামলার শিকার হন। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এই হামলা উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে বলে মনে করা হচ্ছে। 

স্থানীয় সময় বুধবার রাত ৯:০৫ মিনিটে তৃতীয় এবং এফ স্ট্রিটস এনডব্লিউ-এর কাছাকাছি গুলি চালানোর ঘটনা ঘটে, ওই এলাকায় এফবিআইয়ের ওয়াশিংটন ফিল্ড অফিসসহ অসংখ্য পর্যটন স্থান, জাদুঘর এবং সরকারি ভবন রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গুলি চালানোর সময় ইসরায়েলি দূতাবাসের একাধিক কর্মী জাদুঘরের অনুষ্ঠানে ছিলেন।

বিস্তারিত আসছে..

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • অবরোধের সঙ্গে যোগ হয়েছে বৃষ্টি, ঢাকায় তীব্র যানজট
  • গোয়েন্দা ‘মির্জা’ হয়ে আসছেন মোশাররফ করিম
  • পদ্মার বালুমহাল দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৭, নিখোঁজ ১
  • ওয়াশিংটনে বন্দুক হামলায় নিহত ২ দূতাবাস কর্মীর নাম জানাল ইস
  • ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা
  • ওয়াশিংটন ডিসিতে গুলিতে দুই ইসরায়েলি দূতাবাস কর্মী নিহত
  • আমি শুধু হৃদয়ভাঙা নই, ক্ষুব্ধ, লজ্জিত: বাঁধন
  • যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে হত্যা
  • যুক্তরাষ্ট্রে ইহুদি জাদুঘরে গুলিবর্ষণ, ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত