রাজধানীতে যাত্রীবেশে উঠে চালককে হাতুড়িপেটা করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে রাজধানীর কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অটোরিকশাচালক কবির মিয়াকে (৪৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে একজন রিকশাচালক কবির মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওই রিকশাচালকের কাছ থেকে খবর পেয়ে কবির মিয়ার ছেলে সাব্বির মিয়া আজ বৃহস্পতিবার ভোরে হাসপাতালে যান।

সাব্বির মিয়া প্রথম আলোকে বলেন, দিবাগত রাত দুইটার দিকে ফকিরাপুল এলাকা থেকে দুজন ব্যক্তি যাত্রীবেশে তাঁর বাবার সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। তাঁদের একজন কলাবাগানে নেমে যান। এরপর কলেজ গেটে পৌঁছালে অন্যজন অটোরিকশা থামাতে বলেন। এ সময় সেখানে থাকা ওই যাত্রীর কয়েকজন সহযোগী এগিয়ে আসেন। তাঁরা তাঁর বাবাকে হাতুড়ি দিয়ে আঘাত করেন। তিনি ঘাড়ে ও হাতে আঘাত পেয়েছেন।

সাব্বির মিয়ার অভিযোগ, যাত্রীবেশে থাকা ওই ব্যক্তি ও তাঁর সহযোগীরা তাঁর বাবার কাছ থেকে সিএনজিচালিত অটোরিকশা, প্রায় এক হাজার টাকা এবং মুঠোফোনের ব্যাটারি খুলে নিয়ে গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ পরিদর্শক মো.

ফারুক প্রথম আলোকে বলেন, কবির মিয়াকে চিকিৎসা শেষে আজ সকালে তাঁর স্বজনেরা হাসপাতাল থেকে বাসায় নিয়ে গেছেন।

অটোরিকশাচালক কবির মিয়া পরিবার নিয়ে রাজধানীর খিলগাঁও এলাকায় থাকেন। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে এখনো পুলিশে অভিযোগ জানানো হয়নি। সাব্বির মিয়া বলেন, মামলা করা হবে কি না, তা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃত্যু ৫

দেশে আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে মারা গেছেন ৫ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৬ জন।

রবিবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ৬২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ৫ দশমিক ৮০ শতাংশ। এর আগে শনিবার (২১ জুন) ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। মারা যায় দুজন। 

আরো পড়ুন:

কুমিল্লায় করোনায় একজনের মৃত্যু

করোনায় আরো ২ জনের মৃত্যু

নতুন করে ৩৬ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জনে। আর নতুন করে ৫ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১৫ জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনায় চলতি বছরে ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪৩৩ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ঢাকা/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • শাকিব খানকে নিয়ে বাঁধনের পোস্ট
  • মোসাদের সঙ্গে জড়িত থাকার দায়ে ইরানে আরও একজনের ফাঁসি 
  • ব্যাংক হিসাব জব্দের সংবাদে নাম বিভ্রাট, বিশেষ বার্তা দিলেন তিশা
  • সোহানকে না রাখার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
  • আমার নাম ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত: তিশা
  • আমার নাম ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ উদ্দেশ্যপ্রণোদিত: তিশা
  • কে ছিলেন ইমাম নববি
  • সুনামগঞ্জে সেনাবাহিনীর অভিযানে গোলাগুলি, একজনের মরদেহ উদ্ধার 
  • ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৯ জন
  • করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃত্যু ৫