রাজধানীর কলেজগেট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার কাছ থেকে নগদ টাকাসহ অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা যাত্রী সেজে রিকশায় উঠে এ  ঘটনা ঘটায়। পরে আহত চালক কবির হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ব্যক্তির ছেলে মো.

সাব্বির সাংবাদিকদের জানান, রাতে ফকিরাপুল থেকে যাত্রী নিয়ে রওনা দেন কবির। একজন যাত্রী কলাবাগানে নামলেও অপর যাত্রী কলেজগেট এলাকায় গাড়ি থামাতে বলেন। সেখানে পৌঁছালে কয়েকজন কবিরকে ধরে একটি পিকআপ ভ্যানে তুলে হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে। পরে তার কাছ থেকে প্রায় ১ হাজার টাকা, মোবাইল ফোন ও অটোরিকশার ব্যাটারি খুলে নেয়। একপর্যায়ে কবিরকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে অটোরিকশাটিও নিয়ে চলে যায় দুর্বৃত্তরা। খিলগাঁও এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন কবির। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, চিকিৎসা শেষে সকালে বাসায় ফিরেছেন কবির মিয়া।

উৎস: Samakal

কীওয়ার্ড: ছ নত ই

এছাড়াও পড়ুন:

ইরানে প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

তেহরানের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করা হয়েছে। 

রোববার তেহরান দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞ‌প্তিতে বলা হয়, ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাস ইমার্জেন্সি হটলাইন স্থাপন করেছে। ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকদের নিম্নোক্ত মোবাইলফোন নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপসহ সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
+ ৯৮৯৯০৮৫৭৭৩৬৮ ও  +৯৮৯১২২০৬৫৭৪৫।

সম্পর্কিত নিবন্ধ