৯ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামায় সম্পদের ঘোষণায় অসত্য তথ্য প্রদান করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরু‌দ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর আওতায় আইনি ব্যবস্থা নি‌তে চি‌ঠি দি‌য়ে‌ছে দুর্নী‌তি দমন ক‌মিশন।

একইস‌ঙ্গে এই অ‌ভি‌যোগ আম‌লে নি‌য়ে এ পর্যন্ত সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ‌বৈধভাবে সম্পদ অর্জ‌নের বিষ‌য়ে অনুসন্ধা‌নের সিদ্ধান্ত নি‌য়ে‌ছে দুদক।

বৃহস্প‌তিবার দুদ‌কের ডেপু‌টি ডাই‌রেক্টর আকতারুল ইসলাম এ তথ‌্য জানান।

ই‌সি বরাব‌রে পাঠা‌নো চি‌ঠি‌তে দুদক জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী দাখিল করা হয়। উক্ত সম্পদ বিবরণী যাচাইকালে ১৯-১১-২০০৮ খ্রিঃ তারিখে নির্বাচন কমিশনে তাঁর দাখিলকৃত হলফনামা পর্যালোচনা করা হয়। প্রাপ্ত তথ্য পর্যালোচনায় দেখা যায় যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বাংলাদেশ নির্বাচন কমিশনে হলফনামার মাধ্যমে দাখিলকৃত পরিসম্পদ ও দায়ের বিবরণীতে তাঁর নিজ নামে অর্জিত কৃষি জমির পরিমাণ ৬.

৫০ একর উল্লেখ করেছেন। তন্মধ্যে ক্রয়কৃত জমির অর্জনকালীন আর্থিক মূল্য দেখানো হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা। কিন্তু সমসাময়িক সময়ে তাঁর কর্তৃক দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইকালে প্রাক তথ্যানুযায়ী শেখ হাসিনা ওয়াজেদের নিজ নামে অর্জিত ২৮.৪১১ একর জমির তথ্য পাওয়া যায়। তন্মধ্যে তাঁর ক্রয়কৃত জমির মূল্য ৩৩ লাখ ৬৬ হাজার ১০ টাকা। তদনুযায়ী তিনি হলফনামায় ২১.৯১ একর জমির তথ্য গোপন করেছেন এবং ক্রয়কৃত জমির মূল্য ৩১ লাখ ৯১ হাজার দশ টাকা কম দেখানোর মাধ্যমে হলফনামায় অসত্য তথ্য প্রদান করেছেন।

এছাড়া তিনি মাগুরা-১ আসনের তৎকালীন সংসদ সদস্য প্রফেসর ডা. মোহাম্মদ সিরাজুল আকবরের সংসদ সদস্য পদের শুল্কমুক্ত কোটা ব্যবহার করে বেনামে ২ লাখ ৩০ হাজার ইউরো মূল্যে (গাড়ি আমদানির এলসির বিপরীতে ব্যাংক হতে পরিশোধিত মোট ১ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা) একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি আমদানি করে নিজ আবাসিক ঠিকানায়  (সুধা সদন, বাড়ী নং-৫৪, রোড নং-৫, ধানমন্ডি) ব্যবহার করে গাড়িটি রেজিষ্ট্রেশন (ঢাকা মেট্রো-ঘ-১১-৬৩৬৪) করেন এবং নিজে তা ব্যবহার করেন। 

প্রফেসর ডা. মোহাম্মদ সিরাজুল আকবরের আয়কর নথিতে কিংবা নবম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বাংলাদেশ নির্বাচন কমিশনে দাখিলকৃত তার হলফনামায় আলোচ্য গাড়িটির বিষয়ে কোন তথ্য উল্লেখ করেননি এবং তিনি কখনো তা ব্যবহারও করেননি মর্মে জানা গে‌ছে।

এমতাবস্থায়, কমিশন কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক বর্ণিত তথ্যাদির আলোকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের বিরুদ্ধে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২’- এর আওতায় হলফনামায় অসত্য তথ্য প্রদানের বিষয়ে আইনানুগ প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণে দুদ‌কের পক্ষ থে‌কে অনুরোধ করা হ‌য়ে‌ছে।

দুদক জানায়,  যে‌হেতু হলফনামায় মিথ‌্যা ঘোষণা দেয়ার বিষয়‌টির ব‌্যাপা‌রে আই‌নি ব‌্যবস্থা নেওয়ার এখ‌তিয়ার নির্বাচন ক‌মিশ‌নের। সে‌হেতু ব‌র্ণিত ত‌থ্যের উপর আই‌নি ব‌্যবস্থা নি‌তে দুদক হ‌তে নির্বাচন ক‌মিশ‌নে প্রের‌ণের সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে। 

একইসঙ্গে অ‌ভি‌যোগ সং‌শ্লিষ্ট সা‌বেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্ঞাত আয় ব‌হির্ভূত সম্পদ বিষ‌য়ে প্রাপ্ত তথ‌্য ২০০৮ সা‌লে বিধায় বর্তমান অবস্থা পর্যন্ত বিস্তা‌রিত অনুসন্ধা‌নের সিদ্ধান্ত নেয় দুদক। প্রাপ্ত ত‌থ্যের আ‌লো‌কে পুর্ণাঙ্গ প্রতি‌বেদন সা‌পে‌ক্ষে পরবর্ত‌ী সিদ্ধান্ত নে‌বে ক‌মিশন।

 

ঢাকা/নঈমুদ্দীন// 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হলফন ম য় দ খ লক ত ব যবহ র ব বরণ যবস থ

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ