ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, আশা মির্জা ফখরুলের
Published: 7th, July 2025 GMT
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে। তিনি বলেন, ‘আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ–জাতি গণতন্ত্রে ফিরে যাবে। জনগণের যে গণতন্ত্রের অধিকার, সেটা প্রতিষ্ঠিত হবে। যেটাকে আমরা বলি রাইট ট্র্যাক, দেশ সেখানে উঠবে বলে মনে করি।’
আজ সোমবার সকাল ১০টায় সিলেটের হজরত শাহজালাল (রহ.
মাজার জিয়ারত শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলা ১১টার দিকে সিলেট নগরের পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত দোয়া ও আলোচনা সভায় যোগ দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই-সংগ্রাম করেছি। প্রায় ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের কয়েক হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় ১ হাজার ৭০০–এর ওপরে মানুষকে গুম করা হয়েছে। সিলেটের অত্যন্ত সাহসী নেতা ইলিয়াস আলীও গুম হয়েছেন। তারপর জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে।’
বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘ইতিমধ্যে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের যে বৈঠক হয়েছে, সে বৈঠকে তো ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে।’
এর আগে সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকা থেকে সিলেটগামী একটি ফ্লাইটে মির্জা ফখরুল সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তাঁর সফরসঙ্গীদের মধ্যে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল মাহমুদ টুকু, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী প্রমুখ।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মির্জা ফখরুলকে স্বাগত জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী প্রথম আলোকে বলেন, বেলা দুইটায় দলের মহাসচিব নগরের একটি হোটেলে জুলাই-আগস্টে সিলেট জেলায় শহীদ বীর সন্তানদের পরিারের সদস্যদের সম্মাননা অনুষ্ঠানে যোগ দেবেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কর্মস্থলে ৮ ঘণ্টা শিফট দাবি করা দীপিকাকে খোঁচা দিলেন রাশমিকা?
শারীরিক ও মানসিক চাপ থেকে মুক্তি পেতে বলিউডের অনেকে যখন ৮ ঘণ্টার বেশি কাজ করবেন জানিয়েছেন, ঠিক তখনই রাশমিকা মান্দানার মুখে শোনা গেল ভিন্ন কথা। জানালেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে ১২ ঘণ্টার কাজ করতে প্রস্তুত এই অভিনেত্রী। রাশমিকার কথায়, কাউকে খুশি করতে নয়, সিনেমার স্বার্থেই তাঁর এই সিদ্ধান্ত।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন থেকে জানা গেছে, পেশা এবং ব্যক্তিজীবনের যথাযথ ভারসাম্য রক্ষা করতে কাজের সময় বেঁধে দেওয়ার দাবি জানিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মা হওয়ার পর নিজের উজ্জ্বল ক্যারিয়ার নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না তিনি। চাইছেন ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে সামঞ্জস্য নিয়ে আসতে। সে কারণে বিগ বাজেটের সিনেমা থেকে বাদ পড়ার বিষয়টিও সহজভাবে মেনে নিয়েছেন। তবে নির্দিষ্ট সময় কাজের কথা বলে দীপিকা যে দাবি তুলেছেন, তা নিঃসন্দেহে বড় চর্চার বিষয়।
অনেকেই তাঁর পাশে দাঁড়িয়ে সোচ্চার হয়েছেন। এবার কাজের বিষয়ে সময় বেঁধে দেওয়া নিয়ে মুখ খুলেছেন দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সদ্য বলিউডে আসা অভিনেত্রী রাশমিকা মান্দানা। অকপটে বলেছেন, ‘৮ কেন, সিনেমার স্বার্থে ১২ ঘণ্টাও কাজ করতে পারি।’
রাশমিকার এমন মন্তব্যে অবাক হয়েছেন অনেকেই। নেটিজেনদের অনেকে বলছেন, রাশমিকা তাঁর এই কথার মধ্য দিয়ে আসলে দীপিকাকেই খোঁচা দিয়েছেন। কারণ একটাই, যে নির্মাতা তাঁর ‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকাকে বাদ দিয়েছেন, সেই সন্দীপ রেড্ডি বঙ্গার সঙ্গে রাশমিকার সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। বঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করে বলিউডে নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন রাশমিকা। সে কারণে অভিনেত্রী যে দীপিকা-বঙ্গার বাগ্যুদ্ধে নির্মাতার পক্ষে যাবেন, এটি অনেকের অনুমান ছিল।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, সন্দীপ রেড্ডি বঙ্গার আপকামিং সিনেমা ‘স্পিরিট’-এ নায়িকা চরিত্রে কাজ করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। কিন্তু মেয়ে দুয়ার জন্মের পর কাজে ফিরে দীপিকা জানান, তিনি ৮ ঘণ্টার বেশি শুটিং করবেন না। এই মুহূর্তে তাঁর কাছে মেয়েকে বড় করাই অগ্রাধিকার। তা মানতে নারাজ পরিচালক ও টিম। ফলে এই প্রজেক্ট থেক বাদ পড়তে হয় দীপিকাকে। তাঁর জায়গায় বেছে নেওয়া হয়েছে বলিউডের আরেক নজরকাড়া উঠতি অভিনেত্রী তৃপ্তি ডিমরিকে।
এদিকে দীপিকার দাবি এখন বলিউডের সবচেয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। যেখানে অংশ নিয়েছেন রাশমিকাও। তবে ৮ ঘণ্টা কাজের সমর্থনে নয়, বরং সমালোচনায়। তাঁর বক্তব্য, ‘পুরো দেশ এই নিয়ে আলোচনা করছে। যে চাই বলুক আমি মনে করি, যে কাজের জন্য পরিচিতি, মানুষের ভালোবাসা পাওয়া, দর্শকমনে প্রত্যাশা তৈরি করা, সেটি পরিকল্পনামাফিক শেষ করা উচিত।’