আমরা কখনও আপস করিনি, দেশ গঠনের এই যাত্রাতেও করব না: নাহিদ ইসলাম
Published: 7th, July 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা কখনও আপস করিনি, দেশ গঠনের এই যাত্রাতেও আমরা আপস করব না। আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করা হবে, যেখানে আপনার-আমার সকলের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির কথা থাকবে।’
দেশ গড়তে জুলাই পদযাত্রার সপ্তম দিনে আজ সোমবার দুপুরে নাটোরের স্বাধীনতা চত্বরে তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, দেশে মৌলিক সংস্কার প্রয়োজন। সংস্কারের মাধ্যমে এ দেশকে বৈষম্যহীন ও দুর্নীতি মুক্ত করতে হবে। এ দেশে থাকবে গণতন্ত্র, সমতা ও ইনসাফ। এটি তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা।
তিনি আরও বলেন, ‘রাষ্ট্রকে জুলাই ঘোষণাপত্র ও সনদ দিতে হবে। এ নিয়ে আমরা কোনো টালবাহানা মেনে নেব না। গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণঅভ্যুত্থানের যারা শহীদ হয়েছিলেন তাদের শহীদী মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে। সংবিধানে এর স্বীকৃতি থাকতে হবে।’
এ সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা.
উৎস: Samakal
কীওয়ার্ড: এনস প ন হ দ ইসল ম
এছাড়াও পড়ুন:
সিকৃবির প্রধান ফটকের নাম ‘জুলাই ৩৬’
২০২৪ সালের ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’কে স্মরণে রেখে নবনির্মিত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রধান ফটকের নামকরণ করা হয়েছে ‘জুলাই ৩৬ গেইট’। এই ফটকটি নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৩৬ লক্ষ টাকা।
শুক্রবার (৪ জুলাই) সকাল ১১টায় সিকৃবির প্রধান ফটকে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম ‘জুলাই ৩৬ গেইট’ এর নামফলক উন্মোচন করেন।
এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, বিভিন্ন অনুষদের ডিন, দপ্তর পরিচালক, হল প্রাধ্যক্ষ, রেজিস্ট্রার, দপ্তর প্রধানসহ শতাধিক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আরো পড়ুন:
শাবিপ্রবিতে ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
শাবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৭ জুলাই
এ সময় উপাচার্য বলেন, “নবনির্মিত ‘জুলাই ৩৬ গেইট’ আত্মত্যাগ ও একটি স্বপ্নের প্রতীক। যে স্বপ্নে ছিল একটি গণতাতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ। এই গেইটটির নাম ‘জুলাই ৩৬’ রাখা হয়েছে চব্বিশের জুলাইয়ের শহীদ ও আহত বীর সন্তানদের প্রতি সম্মান জানিয়ে। নামটির প্রতিটি অংশে নিহিত আছে স্মৃতি ও প্রতিজ্ঞা।”
তিনি আরও বলেন, “৩৬ জুলাই কেবল অতীতের একটি দিন নয়, এটি ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণা, যা অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং ন্যায়বিচারের জয়কে চিরস্মরণীয় করে রাখবে।”
অনুষ্ঠান শেষে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের পর মিষ্টি বিতরণ করা হয়।
ঢাকা/আইনুল/মেহেদী