বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন টি-২০ দলের সাবেক অধিনায়ক দাশুন শানাকা। এছাড়া চামিকা করুনারত্নেকে ফেরানো হয়েছে টি-২০ দলে। 

লঙ্কানদের টি-২০ দলের বাকি সদস্যরা অনুমিতভাবে দলে জায়গা পেয়েছেন। টপ অর্ডার ব্যাটার পাথুন নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো ও কুশল পেরেরা আছেন দলে। কুশল মেন্ডিসের সঙ্গে দিনেশ চান্দিমালও আছেন টি-২০ দলে। টি-২০ বিশেষজ্ঞ পেসার মাথিশা পাথিরানা ও বিনুমা ফার্নান্দোকে নেওয়া হয়েছে। 

এছাড় ওয়ানিন্দু হাসারাঙ্গা, জেফরে ভ্যান্ডারসে দলে জায়গা পেয়েছেন। বাংলাদেশ ও শ্রীলঙ্কা মঙ্গলবার সিরিজের শেষ ওয়ানডে খেলবে। এরপর ১০ জুলাই থেকে টি-২০ সিরিজ শুরু হবে। প্রথম টি-২০ হবে পাল্লেকেলে, দ্বিতীয়টি ১৩ জুলাই ডাম্বুলা ও শেষ টি-২০ ১৬ জুলাই প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে গড়াবে। 

শ্রীলঙ্কার টি-২০ দল: চারিথা আশালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিস্কা ফার্নান্দো, দাশুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, জেফরে ভ্যান্ডারসে, চামিকা করুণারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো, এসান মালিঙ্কা। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ট ২০ স র জ ২০ দল

এছাড়াও পড়ুন:

তিন রূপে হৃতিক, ফিরতে পারেন রেখা-প্রিয়াঙ্কা-প্রীতিও

ভারতীয় সুপারহিরো ঘরানায় নতুন সিনেমার ‘কৃষ-৪’। ‘ওয়ার ২’-এর পর যদি কোনও ছবি নিয়ে হৃতিক রোশনের ফ্যানদের উত্তেজনা তুঙ্গে থাকে, তবে সেটা ‘কৃষ ৪’। আর এবার চমকের শেষ নেই!

এই সিনেমা দিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার কামব্যাকের খবর যখন ভক্তদের উল্লাস চরমে, সেখানে এবার আরও বড় খবর সামনে এসেছে। এই সিনেমায় নাকি থাকছেন প্রীতি জিনতা এবং বর্ষীয়ান অভিনেত্রী রেখাও! অর্থাৎ ‘কই মিল গেয়া’ ও ‘কৃষ’ এর ফিরিয়ে আনতে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে।

ভারতীয় গণমাধ্যম সূত্র জানা গেছে, এই ছবিতে হৃতিক রোশন অভিনয় করবেন তিনটি ভিন্ন চরিত্রে। টাইম ট্র্যাভেলের মাধ্যমে অতীত ও ভবিষ্যতের বিভিন্ন সময়ে কৃষকে দেখা যাবে ভয়ঙ্কর এক শত্রুর মোকাবিলা করতে।

সবচেয়ে বড় টুইস্ট হল—এই ছবির পরিচালনায় থাকছেন স্বয়ং হৃতিক রোশন। ‘কৃষ ৪’ হবে তার ডিরেক্টোরিয়াল ডেবিউ। গল্পে টাইম ট্র্যাভেল থাকছে, যা বলিউডে একদম নতুন ও অভিনব কনসেপ্ট হতে চলেছে।

ইতিমধ্যে মুম্বইয়ের ইয়াশরাজ ফিল্মস স্টুডিওতে শুরু হয়েছে জোরকদমে প্রি-প্রোডাকশনের কাজ। ভিএফএক্স টিম ব্যস্ত ছবির প্রি-ভিজুয়ালাইজেশন নিয়ে, আর হৃতিক নিজে আদিত্য চোপড়া ও তার রাইটার্স টিমের সঙ্গে স্ক্রিপ্টে শেষ মুহূর্তের কাজ। ২০২৬ সালের প্রথম কোয়ার্টারে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা প্রবল।

হৃতিক এখন ব্যস্ত তার পরবর্তী অ্যাকশন থ্রিলার ‘ওয়ার ২’–এর প্রচারে। ছবিতে তার সঙ্গে ভিলেনের চরিত্রে রয়েছেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর এবং গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন গর্ভবতী অভিনেত্রী কিয়ারা আদভানি। সূত্র: দ্য ওয়াল।

সম্পর্কিত নিবন্ধ