প্রাইডসিস আইটির তৈরি ইআরপি সফটওয়্যার ব্যবহার করবে কারুপণ্য রংপুর
Published: 7th, July 2025 GMT
প্রাইডসিস আইটি লিমিটেডের তৈরি ‘প্রাইডইআরপি’ সফটওয়্যার ব্যবহার করবে দেশের অন্যতম হস্তশিল্প প্রতিষ্ঠান কারুপণ্য রংপুর লিমিটেড। এ জন্য সম্প্রতি প্রাইডসিস আইটি লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। চুক্তির আওতায় ‘প্রাইডইআরপি’ সফটওয়্যারের মাধ্যমে কারুপণ্য রংপুর লিমিটেডের উৎপাদনপ্রক্রিয়া, ইনভেন্টরি, সম্পদ পরিকল্পনা থেকে শুরু করে ব্যবস্থাপনা কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কারুপণ্য রংপুর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম, প্রাইডসিস আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার ইকবালসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাইডসিস আইটি লিমিটেড।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাইডইআরপি সফটওয়্যার এরই মধ্যে বিশ্বের ১০টি দেশের ৪ শতাধিক প্রতিষ্ঠানে ব্যবহার করছে। সফটওয়্যারটি এত দিন উৎপাদন, রপ্তানি, ট্রেডিং ও সেবা খাতে ব্যবহার করা হলেও এ চুক্তির আওতায় হস্তশিল্পভিত্তিক শিল্পে প্রথমবারের মতো ব্যবহার করা হবে।
এ বিষয়ে মনোয়ার ইকবাল বলেন, ‘কারুপণ্য রংপুর লিমিটেডের মতো আধুনিক, বিশ্বমানের রপ্তানিমুখী প্রতিষ্ঠানকে প্রাইডইআরপি প্ল্যাটফর্মে যুক্ত করতে পেরে আমরা গর্বিত। হস্তশিল্প খাতের এই প্রযুক্তিনির্ভর রূপান্তরের ফলে কারুপণ্য রংপুর লিমিটেডের পরিচালন দক্ষতা বাড়াবে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র কর সফটওয় য র
এছাড়াও পড়ুন:
টেকনোনেক্সট সফটওয়্যারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও বিজনেস এনালিস্ট নিয়
ইউএস-বাংলা গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেডে জরুরিভিত্তিতে শতাধিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও বিজনেস এনালিস্ট নিয়োগ করা হবে।
প্রাসঙ্গিক শিক্ষাগত পটভূমিসহ ডোমেইনের তালিকা:
১. হোটেল বুকিং প্ল্যাটফর্ম
২. ই-কমার্স প্ল্যাটফর্ম (B2B এবং B2C)
৩. রিটেইল সফটওয়্যার
৪. হোম সার্ভিসেস প্ল্যাটফর্ম
৫. রিয়েল এস্টেট পোর্টাল
৬. লজিস্টিকস ম্যানেজমেন্ট সিস্টেম
৭. ডিজিটাল গোল্ড প্ল্যাটফর্ম (ক্রয়, বিক্রয়, সঞ্চয়)
৮. রেমিট্যান্স সফটওয়্যার
৯. অনলাইন স্টক ট্রেডিং প্ল্যাটফর্ম
১০. পেমেন্ট গেটওয়ে সিস্টেম (PSO/PSP)
১১. অ্যাকাউন্টিং এবং MIS সফটওয়্যার
১২. এইচআর ম্যানেজমেন্ট সফটওয়্যার
১৩. অনলাইন ফার্মেসি (B2B এবং B2C)
১৪. ডিজিটাল ইন্স্যুরেন্স প্ল্যাটফর্ম
১৫. হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার
১৬. এগ্রিটেক পোর্টাল
পদের নাম: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার/ সফটওয়্যার ইঞ্জিনিয়ার
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে স্নাতক (বিএসসি)/ তথ্য প্রযুক্তি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক
অভিজ্ঞতা: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। সফটওয়্যার ইঞ্জিনিয়ার ২-৪ বছরের অভিজ্ঞতা
পদের নাম: সিনিয়র বিজনেস এনালিস্ট
শিক্ষাগত যোগ্যতা: পদ: কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনা, পরিসংখ্যান, মার্কেটিং, ফিন্যান্স, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রে অন্য যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা
পদের নাম: বিজনেস এনালিস্ট
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনা, পরিসংখ্যান, মার্কেটিং, ফিন্যান্স, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রে অন্য যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা: সফটওয়্যার ইঞ্জিনিয়ার অভিজ্ঞতার প্রয়োজন নেই
১ থেকে ১১ নাম্বার ডোমেইন লিস্টের জন্য মার্কেটিং, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনা, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রে অন্য যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি।
১২ নাম্বার ডোমেইন লিস্টের জন্য মানব সম্পদে স্নাতক ডিগ্রি, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখা
১৩ নং ডোমেইন লিস্ট এর জন্য-বিজ্ঞাপন, ফার্মেসি অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি
১৪ নাম্বার ডোমেইন লিস্টের জন্য বিজ্ঞাপন, ব্যাংকিং এবং বীমা অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি
১৫ নাম্বার ডোমেইন লিস্টের জন্য বিজ্ঞাপন, হাসপাতাল ব্যবস্থাপনা অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি
১৬ নাম্বার ডোমেইন লিস্টের জন্য কৃষি, পশুচিকিৎসা অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি
চাকরির অবস্থা: পূর্ণকালীন
কর্মক্ষেত্র: অফিসে কর্মরত
কর্মক্ষেত্র: ঢাকা
সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও সফট ওয়্যার ইঞ্জিনিয়ার এর জন্য এপ্লিকেশন লিংক:
https://forms.gle/xCqWEuf6n4PhPseHA
সিনিয়র বিজনেস এনালিস্ট এর জন্য এপ্লিকেশন লিংক:
https://forms.gle/Fax2bDPKHbjjzEwQ8
বিজনেস এনালিস্ট এর জন্য এপ্লিকেশন লিংক:
https://forms.gle/9R5sXxFxpy1VcaSp9
আপনি কেন টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেডে যোগ দিবেন?
প্রতিযোগিতামূলক বেতন (দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে)
ব্রেকফাস্ট এবং লাঞ্চ সম্পূর্ণ ফ্রি
বার্ষিক বেতন পর্যালোচনা (পারফরমেন্স-ভিত্তিক)
উৎসব বোনাস: প্রতি বছর ২টি
স্বাস্থ্য বীমা (পারিবারিক কভারেজ)
শিক্ষাবান্ধব পরিবেশ
সপ্তাহান্তে ছুটি: শুক্র এবং শনিবার
ছুটির নীতি (অর্জিত, অসুস্থ এবং নৈমিত্তিক ছুটি ইত্যাদি)
তারা//