প্রাইডসিস আইটি লিমিটেডের তৈরি ‘প্রাইডইআরপি’ সফটওয়্যার ব্যবহার করবে দেশের অন্যতম হস্তশিল্প প্রতিষ্ঠান কারুপণ্য রংপুর লিমিটেড। এ জন্য সম্প্রতি প্রাইডসিস আইটি লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। চুক্তির আওতায় ‘প্রাইডইআরপি’ সফটওয়্যারের মাধ্যমে কারুপণ্য রংপুর লিমিটেডের উৎপাদনপ্রক্রিয়া, ইনভেন্টরি, সম্পদ পরিকল্পনা থেকে শুরু করে ব্যবস্থাপনা কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কারুপণ্য রংপুর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম, প্রাইডসিস আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার ইকবালসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাইডসিস আইটি লিমিটেড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাইডইআরপি সফটওয়্যার এরই মধ্যে বিশ্বের ১০টি দেশের ৪ শতাধিক প্রতিষ্ঠানে ব্যবহার করছে। সফটওয়্যারটি এত দিন উৎপাদন, রপ্তানি, ট্রেডিং ও সেবা খাতে ব্যবহার করা হলেও এ চুক্তির আওতায় হস্তশিল্পভিত্তিক শিল্পে প্রথমবারের মতো ব্যবহার করা হবে।

এ বিষয়ে মনোয়ার ইকবাল বলেন, ‘কারুপণ্য রংপুর লিমিটেডের মতো আধুনিক, বিশ্বমানের রপ্তানিমুখী প্রতিষ্ঠানকে প্রাইডইআরপি প্ল্যাটফর্মে যুক্ত করতে পেরে আমরা গর্বিত। হস্তশিল্প খাতের এই প্রযুক্তিনির্ভর রূপান্তরের ফলে কারুপণ্য রংপুর লিমিটেডের পরিচালন দক্ষতা বাড়াবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র কর সফটওয় য র

এছাড়াও পড়ুন:

বেসরকারি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ

বেসরকারি সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পদে অভিজ্ঞ ও যোগ্য কর্মী নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে।

নিয়োগপ্রাপ্তরা ওয়েব ও মোবাইল ভিত্তিক সফটওয়্যার, ডেটাবেজ পরিচালনা, রিপোর্টিং ব্যবস্থা ও কম্পিউটার প্রোগ্রাম তৈরির কাজে নিয়োজিত হবেন। সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য ৫ বছর এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর, ন্যূনতম CGPA ৩.০০।

চাকরির স্থান প্রশিকার সদর দপ্তর, ঢাকা, বয়সসীমা ৩৫ বছর, এবং ৬ মাসের প্রোবেশন পিরিয়ড রয়েছে।

আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৫, আবেদন ফি ৫০০ টাকা। প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি জমা দিতে হবে।

একনজরে

পদ: সিনিয়র ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার

সংখ্যা: ২

যোগ্যতা: কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর, CGPA ৩.০০+

অভিজ্ঞতা: ৫ বছর (সিনিয়র), ২ বছর (সফটওয়্যার ইঞ্জিনিয়ার)

বয়স: ৩৫ বছর

আরও পড়ুনটিআইবিতে চুক্তিভিত্তিক নিয়োগ, নেবে ১২৫ জন৩ ঘণ্টা আগে

চাকরির স্থান: সদর দপ্তর, ঢাকা

আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৫

আবেদন ফি: ৫০০ টাকা

যোগাযোগ: ডিরেক্টর, মানবসম্পদ বিভাগ, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রশিকা ভবন, মিরপুর-২, ঢাকা। ই–মেইল: [email protected]

আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • বেসরকারি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ