ইসলাম ধর্ম গ্রহণ করেছেন প্রাক্তন পর্নো তারকা রে লিল ব্ল্যাক। জাপানিজ এই নাগরিকের আসল নাম কাই আসাকুরা। গত বছর মালয়েশিয়াতে গিয়ে ধর্মান্তরিত হন আলোচিত এই তারকা। এখন পুরোপুরি ইসলামী রীতি অনুযায়ী জীবনযাপন করছেন। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
ইয়াহু ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ সালের মাঝামাঝি সময়ে মালয়েশিয়া ভ্রমণে যান রে লিল ব্ল্যাক। মূলত, অবসরযাপন, দেশটির সমৃদ্ধ সংস্কৃতি এবং বিখ্যাত সব খাবার উপভোগ করার জন্য তার এই ভ্রমণ ছিল। আধ্যাত্মিক কোনো রূপান্তরের পরিকল্পনা তার ছিল না। কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল।
কুয়ালালামপুরে অবস্থান করার সময়ে লিলের পুরোনো এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেন, যে এর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বিশ্বাস, উদ্দেশ্য এবং অভ্যন্তরীণ শান্তি সম্পর্কে আলাপচারিতার পর ইসলামের প্রতি লিলের আগ্রহ বাড়ে। ভারসাম্য, ধৈর্য এবং সৃষ্টিকর্তার সঙ্গে সরাসরি সংযোগের বিষয়ে ইসলামের শক্তি দেখে মুগ্ধ হন এই তারকা।
আরো পড়ুন:
সময় দিতে না পারলে পদ আটকে রেখে লাভ কী, প্রশ্ন অমিত হাসানের
শাকিবের নায়িকা নির্বাচন নিয়ে দীপার প্রশ্ন, চলছে বিতর্ক
এরপর লিলের বন্ধু মালয়েশিয়ার পুত্রাজায়ার একটি মসজিদে আমন্ত্রণ জানান তাকে। মসজিদে পা রাখার সঙ্গে সঙ্গে প্রার্থনার গভীরতা ও প্রার্থনাকারীদের প্রশান্তি দেখে মুগ্ধ হন লিল। পরে লিল এই অভিজ্ঞতাকে ‘অপ্রতিরোধ্য’ কিন্তু ‘শান্তিপূর্ণ’ বলে বর্ণনা করেন, যা এর আগে কখনো তার হয়নি। মূলত, এই মুহূর্তটি লিলের হৃদয়ে ইসলাম নিয়ে কৌতূহলের বীজ বপন করে, যা তাকে ধর্ম সম্পর্কে আরো জানতে আগ্রহী করে তুলে।
সিঙ্গাপুরভিত্তিক পডকাস্টে সাক্ষাৎকার দিয়েছেন রে লিল ব্ল্যাক। জাপানের নাগরিক হলেও ব্যাংককে বসবাস করছেন। মালয়েশিয়া ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে এ আলাপচারিতায় রে লিল ব্ল্যাক বলেন, “কুয়ালালামপুর ভ্রমণে গিয়ে প্রথমবার হিজাব পরি। সারা দিন হিজাব পরেছিলাম। কারণ আমি চাইছিলাম, মসজিদ পরিদর্শন করতে এবং মুসলমানদের সঙ্গে সাক্ষাৎ করতে।”
মালয়েশিয়া ভ্রমণকে জীবনের টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেছেন রে লিল ব্ল্যাক।
ইসলাম ধর্ম গ্রহণের পর মানুষের সমর্থন যেমন পেয়েছেন, তেমনি তিক্ত সমালোচনার মুখেও পড়েছেন রে লিল ব্ল্যাক। তবে নিজের অবস্থানে অবিচল থেকে ইসলামী শিক্ষা অনুশীলন, ধর্মীয় ক্লাসে যোগদান এবং বিশ্বাস সম্পর্কে বোধগম্যতা গভীর করছেন। সমালোচকদের উদ্দেশে রে লিল ব্ল্যাক বলেন, “সৃষ্টিকর্তার সঙ্গে তার সম্পর্ক একটি ব্যক্তিগত বিষয়।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র কর ছ ন ভ রমণ
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৬ অক্টোবর ২০২৫)
নারী ওয়ানডে বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের এটি পঞ্চম ম্যাচ।
নারী ওয়ানডে বিশ্বকাপবাংলাদেশ-অস্ট্রেলিয়া
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
ওয়ার্ল্ড ট্যুর
বেলা ২-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২