পদ্মায় তীব্র ভাঙন, নদীগর্ভে তীর রক্ষা বাঁধের ১৫০ মিটার
Published: 7th, July 2025 GMT
শরীয়তপুরের জাজিরার মাঝির ঘাট এলাকায় পদ্মার নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। তীর রক্ষা বাঁধের ১৫০ মিটার অংশ ধসে পড়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে পাঁচটি বসতঘর ও ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙনের হাত থেকে বাঁচতে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ১৫টি স্থাপনা।
সোমবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৪টায় হঠাৎ ভাঙন দেখা দেয় জাজিরার মাঝির ঘাট এলাকায়। নিমিষেই নদীর গর্ভে চলে যায় আটটি স্থাপনা। এর পরেই ভাঙন থেকে রক্ষায় ঘর ও মালামাল সরিয়ে নিতে থাকেন তীরবর্তী মানুষ।
এর আগেও অন্তত দুই বার বাঁধটি ভাঙনের শিকার হয়। পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় ১১০ কোটি টাকা ব্যয়ে ২০১২-২০১৩ অর্থবছরে নির্মাণ করা হয় দুই কিলোমিটার তীর রক্ষা বাঁধ।
ঢাকা/আকাশ/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আতশি কাচের নিচে বাংলাদেশ ক্রিকেট দল
‘সোহান (নুরুল হাসান) দলের সেরা উইকেটকিপার। সে দলে ছিল, তার কোনো ইনজুরিও ছিল না, তারপরও সে কেন উইকেটকিপিং করল না? সিদ্ধান্তটা কার, এটা আমাদের জানা দরকার।’
গত মাসের শুরুতে শারজায় অনুষ্ঠিত আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের প্রসঙ্গ টেনে প্রথম আলোকে কাল কথাটা বলেছেন বিসিবির এমন একজন পরিচালক, জাতীয় দল–সংশ্লিষ্ট বিষয়ে যাঁকে এখন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।
শুধু ওপরের বিষয়টিই নয়, গত এক বছরের মধ্যে বাংলাদেশ দলের খেলা আন্তর্জাতিক ম্যাচের প্রতিটি আলোচিত সিদ্ধান্ত বা ঘটনাই পর্যালোচনা করে দেখা হবে বলে জানিয়েছে বিসিবির একাধিক দায়িত্বশীল সূত্র। এসব নিয়ে কথা বলা হবে দলের সংশ্লিষ্টদের সঙ্গে।
আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি–টোয়েন্টিতেই দলে থেকেও নুরুল উইকেটকিপিং করেননি কেন, সে প্রশ্নের উত্তর অবশ্য এরই মধ্যে মিলেছে। তবে জাকেরকে দিয়ে কিপিং করানোর সিদ্ধান্তটা দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের বলে অভিযোগের যে তির, সেটি ছোড়া হচ্ছে ভুল লক্ষ্যের দিকে। সিদ্ধান্তটা আসলে ছিল লিটন দাস চোটে পড়ায় টি–টোয়েন্টি সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া জাকেরের নিজেরই।
আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে জাকের আলীর উইকেটকিপিং নিয়ে প্রশ্ন উঠেছে