উইন্ডোজে নিরাপত্তাত্রুটি, নিরাপদ থাকতে যা করতে হবে
Published: 7th, July 2025 GMT
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নিরাপত্তাব্যবস্থাকে পাশ কাটিয়ে ক্ষতিকর জাভাস্ক্রিপ্ট যুক্তের নতুন এক পদ্ধতি শনাক্ত করেছেন সাইবার নিরাপত্তা গবেষক এমআর ডক্স। ‘ফাইলফিক্স’ নামে পরিচিত এ পদ্ধতিতে ব্যবহারকারীদের অজান্তেই কম্পিউটারে ক্ষতিকর জাভাস্ক্রিপ্ট যুক্ত করে বিভিন্ন তথ্য সংগ্রহ করা সম্ভব।
গবেষকের তথ্যমতে, ফাইলফিক্স মূলত ইতিপূর্ব শনাক্ত হওয়া ক্লিকফিক্স পদ্ধতির নতুন রূপ। ক্লিকফিক্স পদ্ধতিতে ব্যবহারকারীকে একটি ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে একটি পাওয়ারশেল কমান্ড কপি করে ফাইল এক্সপ্লোরারের ঠিকানায় পেস্ট করতে বলা হয়। ব্যবহারকারী তা করলেই কমান্ডটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়, যা ব্যবহারকারীর অজান্তেই উইন্ডোজে কোড যুক্ত করে। তবে ফাইলফিক্স পদ্ধতিতে ব্যবহারকারীকে কি-বোর্ডের কন্ট্রোল ও এস একসঙ্গে চেপে ‘ওয়েবপেজ কমপ্লিট’ ফরম্যাটে ফাইলের নাম পরিবর্তন করে ডটএইচটিএ এক্সটেনশন যুক্ত করতে বলা হয়। নির্দেশমতো কাজ করলেই এমএসএইচটিএডটইএক্সই নামের প্রোগ্রামের মাধ্যমে কোনো সতর্কবার্তা ছাড়াই নতুন জাভাস্ক্রিপ্ট স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। এর ফলে ক্ষতিকর কোড যুক্ত করে সহজেই সাইবার হামলা চালানো সম্ভব।
এ ধরনের সাইবার হামলার সবচেয়ে জটিল অংশ হলো ব্যবহারকারীদের ওয়েবপেজ সংরক্ষণ করে ডটএইচটিএ এক্সটেনশনের মাধ্যমে নতুন নাম রাখতে প্ররোচিত করা হয়। এ ধরনের আক্রমণ ঠেকাতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে এমএসএইচটিএডটইএক্সই ফাইল মুছে ফেলতে বা নিষ্ক্রিয় করে রাখতে হবে।
সূত্র: ব্লিপং কম্পিউটার
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নেত্রকোনায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
নেত্রকোনার মদনে ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া ঘাটুয়া গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজ করতেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তফা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৫) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তিনি কখনো বাড়িতে থাকতেন, কখনো বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন।
গতকাল সন্ধ্যার পর সাজ্জাদ বাড়িতে ফেরেন। রাতের খাবার শেষে মোস্তফা মিয়া নিজ ঘরে শুয়ে পড়লে হঠাৎ সাজ্জাদ ঘরে ঢুকে লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান মোস্তফা মিয়া।
খবর পেয়ে স্থানীয় লোকজন সাজ্জাদকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মোস্তফা মিয়ার লাশ উদ্ধার করে এবং সাজ্জাদকে থানায় নিয়ে যায়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ বলেন, সাজ্জাদ মানসিক ভারসাম্যহীন বলে পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন। তাঁকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ আজ রোববার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।