ইদানীং শাকিব খানের বিপরীতে অভিনয়ের জন্য হাত বাড়ানো হচ্ছে ওপার বাংলার নায়িকাদের দিকে। এবারো তার ব্যতিক্রম নয়। আগামী বছরের ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা। এ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যেতে পারে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে। সিনেমাটির নায়িকা চূড়ান্ত না হলেও এই সম্ভাবনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির কাস্টিং নিয়ে প্রশ্ন তুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। এ অভিনেত্রী তার ফেসবুকে লেখেন, “এটা কি যৌথ প্রযোজনার সিনেমা? যদি শুধু বাংলাদেশের হয়, তাহলে আমাদের দেশে কি লিড ফিমেল রোল করার মতো কোনো শিল্পী নেই? কেন এমন কাস্টিং হচ্ছে?” 

দীপার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু চলছে যুক্তি-তর্ক, আলোচনা-সমালোচনা। হৃদয় সাহা লেখেন, “কলকাতাতেও তো অনেক অভিনেত্রী আছেন, তবু তাদের প্রোডাকশনে জয়া আহসান, নুসরাত ফারিয়াদের কেন নেওয়া হয়?” 

আরো পড়ুন:

ফের অ্যাকশন সিনেমায় শাকিব খান

বুবলীর ফোনে শাকিবের নাম্বার কী নামে সেভ করা আছে?

এমডি সুজন মল্লিক নামে একজন লেখেন, “শিল্পীদের কোনো দেশ হয় না, তারা সবার। বাংলাদেশের তুলনায় অনেক সময় কলকাতার অভিনেত্রীরা পরিণত ও প্রস্তুত থাকে। রাজ্জাক সাহেবও তো একসময় কলকাতায় কাজ করেছেন।” এমন অসংখ্য মন্তব্য জমা পড়েছে দীপা খন্দকারের কমেন্ট বক্সে।

তবে তথ্য যাচাই করে জানা গেছে, সিনেমার শিরোনাম বা নায়িকা—কোনোটিই এখনো চূড়ান্ত নয়। চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত বিতর্কে যুক্তি-পাল্টা যুক্তি চলবেই। তবে এ থেকে বোঝা যায়, দেশি সিনেমায় বিদেশি শিল্পী ব্যবহারের বিষয়টি এখনো দর্শক-শিল্পীদের আবেগ ও প্রশ্নের জায়গা হয়ে আছে।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

সিরিজ নির্ধারণী ম্যাচে অনিশ্চিত শান্ত, বিকল্প কে

ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ খেলবে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আবহাওয়া পূর্বাভাস বলছে, ম্যাচে বৃষ্টি বড় বাধা সৃষ্টি করতে পারে। ওই বাধা পেরিয়ে মাঠে বল গড়ালেও দলের সিনিয়র সদস্য নাজমুল হোসেন শান্তকে নাও পেরে পারে বাংলাদেশ দল। 

তিনি দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ঊরুর মাংসপেশির ইনজুরিতে পড়েন। ম্যাচের দিন অনুশীলনের সময় তার ফিটনেস পরীক্ষা হবে। ওই পরীক্ষায় পাস করতে পারলে খেলানো হতে পারে শান্তকে। তবে তার না খেলানোর সম্ভাবনা বেশি বলেই জানা গেছে। 

শান্তর ইনজুরি সম্পর্কে দলের একটি সূত্র জানিয়েছে, তার সম্পর্কে অনুশীলনের পরই কিছু বলা সম্ভব। নেটে তিনি কেমন করেন, ফিল্ডিংয়ে কেমন করেন, এসব দেখেই বলা সম্ভব। নেটে সোমবার ব্যাটিংয়ে নেমেছিলেন শান্ত। সেখানে তাকে সাবলীল মনে হয়নি। ফিজিও বায়েজিদও এমনটাই বলেছেন।  

শান্ত সিরিজ নির্ধারণী এই ম্যাচে খেলতে না পারলে তার জায়গায় দলে থাকা টপ অর্ডার ব্যাটার নাঈম শেখ সুযোগ পেতে পারেন। নাঈম ঘরোয়া ক্রিকেটে ভালো করায় ওয়ানডে দলে ডাক পেয়েছেন। তবে প্রথম দুই ম্যাচে একাদশে সুযোগ পাননি। 

কলম্বোর দুই ওয়ানডে ম্যাচে টপ অর্ডারের ব্যাটিংয়ের দায়িত্বে ছিলেন তানজিদ তামিম, পারভেজ ইমন ও নাজমুল শান্ত। এর মধ্যে তানজিদ প্রথম ম্যাচে এবং ইমন দ্বিতীয় ম্যাচে ফিফটি পেয়েছেন। যে কারণে তাদের ওপেনিংয়ে রেখে দেওয়ার সম্ভাবনা বেশি। শান্ত খেলতে না পারলে তিনে ব্যাটিং করবেন নাঈম।

সম্পর্কিত নিবন্ধ