তরুণ সমাজ জাতির আশা হয়ে উঠেছে
Published: 7th, July 2025 GMT
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার (৮ জুলাই) সকালে।
সভায় সভাপতির বক্তব্যে মুহাম্মাদ শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের তরুণ সমাজ জাতির আশা হয়ে উঠেছে। ২৪ জুলাইয়ের আন্দোলন ছিলো দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে তাদের সচেতন অবস্থান।
তিনি বলেন, জুলাই কেবল আবেগ নয়, এটি আমাদের ছাত্র ও জনগণের স্বৈরতন্ত্রবিরোধী সংগ্রাম এবং রাষ্ট্র সংস্কারের জন্য দেওয়া রক্তের প্রতীক। যারা আজ এই দিনের গুরুত্বকে অবমূল্যায়ন করছে, তারা প্রকৃতপক্ষে বিশ্বাসঘাতকতা করছে।
শফিকুল ইসলাম জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দল হিসেবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, যেখানে শত শত নেতাকর্মী আহত হয়েছেন এবং অনেকেই শাহাদাত বরণ করেছেন। তাই জুলাই আমাদের জন্য একটি অঙ্গীকার, সেই অঙ্গীকার রক্ষায় আমরা রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি বলেন, বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচার জন্ম না নেয় সে লক্ষ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ মৌলিক রাষ্ট্র সংস্কারের দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত রয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ফতুল্লা থানার সহ-সভাপতি আলহাজ্ব আমান উল্লাহ, আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব শাহ জাহান বেপারী; সেক্রেটারি মুহাম্মাদ যোবায়ের হুসাইন; জয়েন্ট সেক্রেটারি মুহা.
সাধারণ সদস্যদের মধ্যে মুহা. দেলওয়ার, মুহা. আজিম উদ্দিন, ইউনুস গাজী উপস্থিত ছিলেন। সভা শেষে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং আগামীর কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র রহম ন ল ইসল ম হ স ইন
এছাড়াও পড়ুন:
হ্যাটট্রিক স্বীকৃতি অর্জন করলো ইউএস-বাংলা এয়ারলাইন্স
দেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা ইউএস‑বাংলা এয়ারলাইন্স ২০২৪ সালের জন্য ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার’ পুরস্কার লাভ করেছে। দেশের জনপ্রিয় ট্রাভেল পাক্ষিক সংবাদপত্র দি বাংলাদেশ মনিটর সংস্থাটিকে এই স্বীকৃতি দিয়েছে। এবার নিয়ে হ্যাটট্রিক, অর্থাৎ তৃতীয়বারের মতো এই সম্মান অর্জন করেছে ইউএস-বাংলা এয়ারলায়েন্স।
গত ৫ জুলাই রাজধানী ঢাকার সোনারগাঁও হোটেলে রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের কাছ থেকে এ স্বীকৃতি গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস-শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, জুরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, শেয়ার ট্রিপের প্রধান নির্বাহী সাদিয়া হকসহ অন্যান্য অতিথিরা।
এছাড়া বেস্ট ইন-ফ্লাইট সার্ভিস ও বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স ক্যাটাগরিতে গোল্ড, বেস্ট অন-টাইম পারফরমেন্স, বেস্ট এয়ারপোর্ট সার্ভিস ক্যাটাগরিতে সিলভার এবং মোস্ট কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইন ক্যাটাগরিতে ব্রোঞ্জ এ্যাওয়ার্ড পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। অতিথিদের কাছ থেকে বেস্ট ইন-ফ্লাইট সার্ভিস ও বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স ক্যাটাগরিতে গোল্ড পুরষ্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্স মহাব্যবস্থাপক-জনসংযোগ মো. কামরুল ইসলাম।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মনে করেন ‘ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতি সব ধরনের স্বীকৃতি যাত্রীদের আস্থার প্রতিদান। এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে ইউএস-বাংলা এয়ারলাইন্স উত্তরোত্তর আরও ভালো করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।’
উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০২৪, ২০২৩, ২০২২ ও ২০১৫ সালে বাংলাদেশ মনিটর কর্তৃক ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ পুরষ্কারে ভূষিত হয়েছিল। সংবাদ বিজ্ঞপ্তি