নতুন একটি বছর, হিজরি ১৪৪৭ সনে ইসলামি ক্যালেন্ডারের প্রথম মাস মহররমে উপনীত হয়েছি আমরা। এই মাস আমাদের জন্য কেবল বছরের শুরু নয়; বরং আধ্যাত্মিক পুনর্জাগরণ ও জীবনের লক্ষ্য নির্ধারণের একটি সুযোগ।

গ্রেগরিয়ান ক্যালেন্ডারের জানুয়ারি বা ফেব্রুয়ারির মতো মাসগুলোয় ধর্মীয় তাৎপর্য না থাকলেও মহররম, রজব, রমজান বা জিলহজের মতো হিজরি মাসগুলো আমাদের ইমানের নানা অনুষঙ্গ স্মরণ করিয়ে দেয়।

সময় ১২ মাসে বিভক্ত, যার মধ্যে চারটি পবিত্র।সহিহ বুখারি, হাদিস: ৩,১৯৭কেন হিজরি ক্যালেন্ডারে পরিকল্পনা

বলা যায়, হিজরি ক্যালেন্ডার আমাদের জীবনকে আল্লাহর নির্ধারিত সময়ের সঙ্গে সংযুক্ত করে দেয়। হজরত মুহাম্মদ (সা.

) বলেন, ‘সময় ১২ মাসে বিভক্ত, যার মধ্যে চারটি পবিত্র।’ (সহিহ বুখারি, হাদিস: ৩,১৯৭)

মহররম এই পবিত্র মাসগুলোর একটি, যেখানে নেক আমলের প্রতিদান বহুগুণ বৃদ্ধি পায়। হিজরি ক্যালেন্ডার এভাবে আমাদের ইবাদতের মধ্য দিয়ে বিশ্বের ১৮০ কোটি মুসলিমের সঙ্গে একসুতায় গাঁথে।

হিজরি পরিকল্পনা এই জন্য দরকার। কেননা, এটা আমাদের বাগানের মালির মতো তাড়িত করবে। যিনি বীজ রোপণ করেন, যত্ন নেন ও ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা করেন। এই ‘মালির মানসিকতা’ আমাদের বলবে যে প্রতিটি ঋতুতে বৃদ্ধির নিজস্ব সময় আছে। তাই ঋতু অনুপাতে আমাদের কাজ করে যেতে হবে এবং ফলাফল থাকবে আল্লাহর হাতে।

আরও পড়ুনমুসলিম জীবনে হিজরি সালের গুরুত্ব৩০ আগস্ট ২০১৯হিজরি পরিকল্পনা এই জন্য দরকার। কেননা, এটা আমাদের বাগানের মালির মতো তাড়িত করবে। যিনি বীজ রোপণ করেন, যত্ন নেন ও ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা করেন।

ইবন আতাউল্লাহ বলেন, ‘প্রশংসনীয় পরিকল্পনা হলো, যা আল্লাহর সঙ্গে সম্পর্ক উন্নত করে। নিন্দনীয় পরিকল্পনা হলো, যা নিজের ইচ্ছা ও প্রবৃত্তির চারপাশে ঘোরে, আল্লাহর প্রতি, দায়িত্বের প্রতি উদাসীন থেকে।’ (ইবন আতাউল্লাহ, হিকাম, পৃ. ৪৫, দারুল ফিকর, ২০০৫)

আসুন, এবার সাতটি ধাপ নিয়ে আলাপ করা যাক।

১. একটি উচ্চাকাঙ্ক্ষী নিয়ত নির্ধারণ

বছরের শুরুতেই ‘উন্নত মনোবল’ ধারণ করবেন বলে নিয়ত করুন, যা আল্লাহকেন্দ্রিক, পরিবার ও সমাজের জন্য প্রভাবশালী কাজে উদ্দীপিত করবে এবং আল্লাহর ওপর নির্ভরশীল হতে আপনাকে সাহায্য করবে। যেমন ‘সন্তানদের আত্মবিশ্বাসী মুসলিম হিসেবে গড়ে তুলব’ বা ‘কোরআন হিফজ করব’। হজরত মুহাম্মদ (সা.) বলেন, ‘কাজ নিয়তের ওপর নির্ভরশীল।’ (সহিহ বুখারি, হাদিস: ১) এই নিয়তই হবে আপনার বছরের পথপ্রদর্শক।

২. তিনটি ভাগে পরিকল্পনা

আপনার পরিকল্পনাকে তিন ভাগে ভাগ করুন—

ক) আধ্যাত্মিক: চরিত্র উন্নয়ন, ইবাদতের ধারাবাহিকতা ও ইসলামি জ্ঞানার্জন। যেমন নিয়ত করলেন যে এ বছর হাদিসে বর্ণিত সব কটি নফল রোজা রাখব। এখন রাখতে পারেন আশুরার রোজা।

খ) ব্যক্তিগত বা অর্থনৈতিক: স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, কর্মজীবন বা আর্থিক পরিকল্পনা। যেমন ভাবলেন যে অন্তত সপ্তাহে তিন দিন ব্যায়াম করবেন।

গ) সামাজিক: পরিবার, প্রতিবেশী ও বন্ধুত্বের সম্পর্ক জোরদার করা। যেমন ঠিক করলেন যে সপ্তাহে এক দিন পরিবারের সবাইকে নিয়ে পরামর্শ করবেন।

আরও পড়ুনহজরত উমর (রা.) হিজরি সন প্রবর্তন করেন০৬ জানুয়ারি ২০২৪৩. অভ্যাসে জোর দেওয়া

লক্ষ্য নির্ধারণ করার চেয়ে অভ্যাস গড়ে তুলতে মনোযোগী হন। এ মাসে তিন পারা কোরআন হিফজ করার পরিবর্তে বলুন, প্রতি সপ্তাহে এক পৃষ্ঠা হিফজ করবেন। মাসে একবার ম্যারাথন দৌড়ানোর পরিবর্তে ঠিক করুন, প্রতিদিন আধা ঘণ্টা হাঁটবেন। দীর্ঘ ও গতিশীল এই পদ্ধতি আপনার ধারাবাহিকতা নিশ্চিত করবে।

ইবন আতাউল্লাহ বলেন, ‘প্রশংসনীয় পরিকল্পনা হলো, যা আল্লাহর সঙ্গে সম্পর্ক উন্নত করে। নিন্দনীয় পরিকল্পনা হলো, যা নিজের ইচ্ছা ও প্রবৃত্তির চারপাশে ঘোরে, আল্লাহর প্রতি, দায়িত্বের প্রতি উদাসীন থেকে।’ ইবন আতাউল্লাহ, হিকাম, পৃ. ৪৫৪. নির্দিষ্ট দোয়া তৈরি

প্রতিটি কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে সেই কাজের নির্দিষ্ট নাম ধরে ধরে সময় বের করে দোয়া করুন। যেমন ‘আল্লাহ, আমাকে এই বছর সুরা–বাকারা হিফজ করতে সাহায্য করুন।’ কোরআনে বলা হয়েছে, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা মুমিন, আয়াত: ৬০)

দোয়া কবুলের যে সময় ও দিনক্ষণ আছে, যেমন মাগরিবের আগে, জুমার দিনের আগের রাতে, আরাফার দিন, রমজান, শবে কদরসহ কোনো মর্যাদাপূর্ণ সময়ে যেন দোয়াগুলো স্মরণ করতে ভুল না হয়, সেদিকে লক্ষ রাখুন। প্রয়োজনে এই দোয়াগুলো লিখে রাখুন।

৫. জ্ঞান ও দক্ষতা অর্জনের পরিকল্পনা

যে কাজেরই নিয়ত করেছেন, তার জন্য কী কী জ্ঞান ও দক্ষতা প্রয়োজন, তা চিহ্নিত করুন। জিজ্ঞাসা করুন, কোন জ্ঞান প্রয়োজন? কোন দক্ষতা উন্নয়ন করতে হবে? কে আমাকে গাইড করতে পারে? যেমন বই লেখার জন্য লেখার কোর্সে ভর্তি হন। জ্ঞানের জন্য দক্ষতা অর্জন করা জ্ঞানেরই অংশ।

প্রতিটি কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে সেই কাজের নির্দিষ্ট নাম ধরে ধরে সময় বের করে দোয়া করুন। যেমন ‘আল্লাহ, আমাকে এই বছর সুরা–বাকারা হিফজ করতে সাহায্য করুন।’৬. পর্যালোচনার আবহ তৈরি

নিয়মিত পর্যালোচনা আমাদের পরিকল্পনাকে জীবন্ত রাখবে। সাপ্তাহিক, মাসিক ও ত্রৈমাসিক পর্যালোচনার দিন ও তারিখ ঠিক করুন। মহররম থেকে রবিউল আউয়াল পর্যন্ত প্রথম তিন মাসে অগ্রগতি মূল্যায়ন করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, কী কাজ হয়েছে? কী পরিবর্তন দরকার? আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে।’ (সুরা রাদ, আয়াত: ১১)

আরও পড়ুনহিজরি সন গণনা শুরু হয় যেভাবে১০ এপ্রিল ২০২৫৭. প্রকৃত তাওয়াক্কুলের চর্চা

ফলাফলের ওপর নির্ভর না করে আল্লাহর ওপর ভরসা করুন। আপনার কাজ বীজ রোপণ, সেচ ও যত্ন নেওয়া; ফলাফল আল্লাহর হাতে। নবীজি (সা.) বলেন, ‘তোমরা যদি আল্লাহর ওপর যথাযথ তাওয়াক্কুল করো, তিনি তোমাদের রিজিক দেবেন, যেমন পাখিদের দেন।’ (সুনান তিরমিজি, হাদিস: ২,৩৪৪)

কখনো আল্লাহ আপনার পরিকল্পনা অনুযায়ী ফল দেবেন, কখনো সেভাবে দেবেন না, কিন্তু নিশ্চয় তার চেয়ে উত্তম কিছু দেবেন, কখনো দেবেন ধৈর্যের শিক্ষা।

বছরব্যাপী তিনটি সাধারণ ভুল এড়িয়ে চলুন

১. অতিরিক্ত প্রতিশ্রুতি নিজের ওপর চাপাবেন না; বরং অল্প কাজ নিষ্ঠার সঙ্গে করা ভালো।

২. আপনার বয়স ভুলে যাবেন না। নতুন সন্তান এলে বা বয়স্ক পিতামাতার দায়িত্ব থাকলে পরিকল্পনা তাদের সঙ্গে সামঞ্জস্য রেখে করুন।

৩. অন্যের স্বপ্নের পেছনে ছুটবেন না। আপনার নিয়ত আপনার হৃদয়কে উদ্দীপ্ত করবে, অন্যকে প্রভাবিত করবে না।

তোমরা যদি আল্লাহর ওপর যথাযথ তাওয়াক্কুল করো, তিনি তোমাদের রিজিক দেবেন, যেমন পাখিদের দেন।সুনান তিরমিজি, হাদিস: ২,৩৪৪

যা করবেন, করার নিয়ত করছেন, তা এই সপ্তাহেই ঠিক করুন। এখনো মাসের শুরু। দুই থেকে তিন ঘণ্টা সময় নিন। উচ্চাকাঙ্ক্ষী নিয়তটি নির্ধারণ করুন। তারপর তিনটি ভাগে পরিকল্পনা করে অভ্যাস তৈরি করুন। প্রথম তিন মাসের (মহররম থেকে রবিউল আউয়াল) জন্য ছোট ছোট ভাগ করে তিন থেকে পাঁচটি প্রকল্প বেছে নিন। প্রতিটি কাজের দোয়া লিখুন। পর্যালোচনার দিনক্ষণ ঠিক করুন।

হিজরি ক্যালেন্ডার অনুসারে করা এই পরিকল্পনা যেন আমাদের জীবনকে ইবাদতে রূপান্তরিত করে। আল্লাহ আমাদের জীবনে বরকত দিন এবং আমাদের নিয়তকে কবুল করুন। আমিন।

সূত্র: প্রোডাক্টিভ মুসলিম ডটকম

আরও পড়ুনহিজরি কালপঞ্জি: ইসলামি পরিচয়ের ধারণা২৩ মে ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম দ র জ ঠ ক কর ন আল ল হ ন র পর র জন য আপন র ত করব র ওপর করব ন ফল ফল

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে ডেকে নিয়ে হত্যার দুই ঘটনাকে গণপিটুনি বলছে পুলিশ, স্থানীয়রা কী বলছে

একই দিনে, একই জায়গায় হত্যাকাণ্ডের দুটি ঘটনা। একটি ঘটেছে ভোরে, আরেকটি সকালে।

ঘটনাস্থল রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকার হাক্কার পাড়ে। তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৫।

প্রথম ঘটনায় দুই যুবককে ঘুম থেকে উঠিয়ে রাস্তায় নিয়ে পেটানো হয়। ঘটনাস্থলেই মারা যান একজন।

দ্বিতীয় ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, দুই যুবককে রাস্তা থেকে তুলে নিয়ে পেটানো হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনার পাশাপাশি পিটিয়ে হত্যার দুটি ঘটনারই একাধিক ভিডিও ফুটেজ প্রথম আলো পেয়েছে। যারা পিটিয়ে হত্যা করছে, ভিডিও ফুটেজে তাদের চেহারা স্পষ্ট।

প্রত্যক্ষদর্শী, ঘটনাস্থলের আশপাশের মানুষ ও ভুক্তভোগীদের স্বজনদের সঙ্গে কথা বলে হত্যাকাণ্ডে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ১০ জনের পরিচয় বের করেছে প্রথম আলো। পরিকল্পিত এই দুই হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে পুলিশ বিষয়টি গণপিটুনি বলে প্রচার করেছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।

নিহত দুই যুবক হলেন মো. সুজন ওরফে বাবুল ও মো. হানিফ। আর আহত দুজন হলেন মো. শরীফ ও ফয়সাল। ঘটনার পর নিহত দুই যুবকের স্বজনেরা মোহাম্মদপুর থানায় গিয়ে পুলিশকে ভিডিও ফুটেজ দেখালেও মামলা নিতে চায়নি। পরে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করতে পরামর্শ দেয়। এতে পরিবার রাজি হয়নি। পরে আদালতে মামলা করতে আবেদন করেছে দুই পরিবার।

পুলিশ বলছে, নিহত দুজন ছিনতাইকারী ছিলেন। তাঁদের বিরুদ্ধে থানায় ছিনতাইয়ের মামলা রয়েছে। আহত দুজন এখন ছিনতাইয়ের মামলায় কারাগারে আছেন। নিহত ও আহত ব্যক্তিরা ঢাকা উদ্যান এলাকায় কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের অন্যতম প্রধান জনি ওরফে ‘রক্তচোষা’ জনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে ছিনতাই-ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ২৭টি মামলা রয়েছে।

প্রত্যক্ষদর্শী, ঘটনাস্থলের আশপাশের মানুষ ও ভুক্তভোগীদের স্বজনদের সঙ্গে কথা বলে হত্যাকাণ্ডে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ১০ জনের পরিচয় বের করেছে প্রথম আলো। পরিকল্পিত এই দুই হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে পুলিশ বিষয়টি গণপিটুনি বলে প্রচার করেছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।

স্থানীয় একাধিক দোকানি জানান, ওই চারজন সেদিন ছিনতাই করতে গিয়ে ধরা পড়েননি। কয়েকজন মিলে তাঁদের ধরে এনে পিটিয়েছে। এতে দুজনের মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে এলাকার আধিপত্য বিস্তারের বিষয়টি।

ঘটনার ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং প্রথম আলোর অনুসন্ধানে বেরিয়ে এসেছে, মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকার হাক্কার পাড়ে ১০ সেপ্টেম্বর ভোরে ও সকালে গণপিটুনির কোনো ঘটনাই ঘটেনি। দুটি হত্যাকাণ্ডই হয়েছে পরিকল্পিতভাবে। এই দুটি হত্যাকাণ্ডে স্থানীয় ওয়ার্ড (১০০ নম্বর সাংগঠনিক ওয়ার্ড) বিএনপির সহছাত্রবিষয়ক সম্পাদক আক্তার হোসেনের সংশ্লিষ্টতা রয়েছে। তাঁকে ভিডিও ফুটেজে দেখা গেছে।

গত ৫ অক্টোবর নবীনগর হাউজিংয়ের ১২ নম্বর সড়কে আক্তার হোসেনের বাসায় যান এই প্রতিবেদক। বাসার দরজার বাইরে থাকা কলিং বেল একাধিকবার চাপার পরও ভেতর থেকে কেউ সাড়া দেননি। পরে তাঁর মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করেন এই প্রতিবেদক। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়। সর্বশেষ গতকাল রোববার রাত আটটার দিকেও তাঁর মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হয়। তখনো ফোন বন্ধ পাওয়া যায়।

পুলিশ বলছে, নিহত দুজন ছিনতাইকারী ছিলেন। তাঁদের বিরুদ্ধে থানায় ছিনতাইয়ের মামলা রয়েছে। আহত দুজন এখন ছিনতাইয়ের মামলায় কারাগারে আছেন।

আক্তার হোসেনের ব্যবহার করা আরেকটি মুঠোফোন নম্বর গত রাত ১১টার দিকে নবীনগর হাউজিংয়ের স্থানীয় একাধিক বাসিন্দা সূত্রে পাওয়া যায়। এই নম্বরে যোগাযোগের চেষ্টা করে প্রথম আলো। কিন্তু রিং হলেও তিনি ফোন ধরেননি। পরে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে এবং মুঠোফোনে খুদে বার্তা (হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে বক্তব্য জানতে) পাঠানো হয়। কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্র ও স্থানীয় একাধিক দোকানি জানান, গত বছরের ৫ আগস্টের পর নবীনগর হাউজিং ও ঢাকা উদ্যান এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি ঠেকাতে নবীনগর হাউজিং এলাকায় স্থানীয়ভাবে একটি ‘টহল টিম’ গঠন করা হয়। আক্তার এই টহল টিমের প্রধান। দুটি হত্যাকাণ্ডে যাঁরা অংশ নিয়েছেন, তাঁরা এই টহল দলের সদস্য।

বিএনপি নেতা জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, গণপিটুনিতে নিহত দুজন ফ্যাসিস্টের দোসর বলে তিনি শুনেছেন। আর যদি গণপিটুনির ঘটনা না হয়, তবে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনগত ব্যবস্থা নিক।

ভিডিও ফুটেজ দেখে হত্যার সঙ্গে জড়িত আরও যাঁদের চিহ্নিত করেছেন স্থানীয় লোকজন, তাঁরা হলেন নবীনগর পশ্চিম ইউনিট বিএনপির সভাপতি মো. হাসনাইন, সদস্য মো. মালেক, সদস্য মো. জহিরুল, নবীনগর হাউজিংয়ের নৈশপ্রহরী হাবিবুর রহমান, ওই এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন, নুরু, শাহীন, চা-দোকানি জহিরুল ওরফে জাহিদ ও আল আমিন। তাঁরা ১০০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা জামাল উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। বিএনপির সাংগঠনিক এই ওয়ার্ডের মধ্যে নবীনগর হাউজিং, চন্দ্রিমা হাউজিং, ঢাকা উদ্যান হাউজিং, একতা হাউজিং, তুরাগ হাউজিং, শ্যামলি হাউজিং (দ্বিতীয় প্রকল্প) ও নবোদয় হাউজিং রয়েছে।

বিএনপি নেতা জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, গণপিটুনিতে নিহত দুজন ফ্যাসিস্টের দোসর বলে তিনি শুনেছেন। আর যদি গণপিটুনির ঘটনা না হয়, তবে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনগত ব্যবস্থা নিক।

ভিডিও ফুটেজে আক্তার, হাসনাইন, মালেকসহ কয়েকজনকে লাঠি-রড দিয়ে পেটাতে দেখা গেছে, তাঁরা আপনার অনুসারী বলে অভিযোগ রয়েছে—এ বিষয়ে জানতে চাইলে জামাল উদ্দিন বলেন, তাঁরা বিএনপির মিছিল-মিটিংয়ে যান। যে কেউ মিছিল–মিটিংয়ে যেতে পারেন।

ঘুম থেকে ডেকে তুলে হত্যা

১০ সেপ্টেম্বর ভোরের ঘটনায় নিহত যুবক সুজন ওরফে বাবুলের বাসা ঢাকা উদ্যান এলাকায়। এ ঘটনায় আহত শরীফের বাসা চন্দ্রিমা হাউজিং এলাকায়। এই দুজন ৯ সেপ্টেম্বর রাতে নবীনগর হাউজিংয়ে সাদিক অ্যাগ্রোর খামারে যান। রাতে সেখানে খামারের কর্মী মনির আলীর সঙ্গে একই কক্ষে ঘুমান। ভোর চারটার পর সেখান থেকে মালেক, হাবিবুরসহ কয়েকজন তাঁদের ধরে নিয়ে যায়। এ সময় খামারের ভেতরেই মনির আলীকে মারধর করা হয়।

গত ৫ অক্টোবর ওই খামারে গেলে একাধিক কর্মী প্রথম আলোকে এ তথ্য জানান। তাঁরা বলেন, ঘটনার পরদিন মনির ভয়ে চাকরি ছেড়ে চলে যান।

খামারের ব্যবস্থাপক নেছারউদ্দিন প্রথম আলোকে বলেন, মনির পাঁচ বছর ধরে এখানে কাজ করতেন। সুজনের মৃত্যুর পর মনির চলে গেছেন। কারণ হিসেবে বলেছেন, এখানে তিনি নিরাপদ নন। তবে বিস্তারিত কিছু বলেননি। মনিরের কোনো খোঁজ তিনি দিতে পারেননি।

সুজন ও শরীফকে যেখানে পেটানো হয়, তার কাছেই টিনের একটি ঘরে থাকেন এক নারী (নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ করা হলো না)। তিনি প্রথম আলোকে বলেন, ঘটনার দিন ভোরে চিৎকার শুনে ঘর থেকে বের হন। দেখেন, দুই যুবককে কয়েকজন পেটাচ্ছেন। তাঁদের বাঁচাতে কেউ এগিয়ে আসেননি।

নিহত সুজনের বাবা জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তিনি বলেন, কীভাবে সুজনকে পিটিয়ে মারা হয়েছে, সেটি সবাই দেখেছে। আক্তার হোসেনের লোকজন তাঁর ছেলেকে সাদিক অ্যাগ্রোর খামার থেকে ধরে এনে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনার পুরো ভিডিও আছে। খবর পেয়ে তিনি সেদিন ঘটনাস্থলে ছুটে যান। গিয়ে দেখেন, তাঁর ছেলেকে রাস্তার পাশের গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। ছেলে তখন আর বেঁচে ছিলেন না।

জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার ভিডিও পুলিশকে দেওয়া হয়েছে। অথচ মামলা নিল না। সুজন অবিবাহিত ছিলেন বলেও জানান তিনি।

নুপুর আক্তার বলেন, ফয়সাল ও হানিফকে রাস্তা থেকে তুলে নিয়ে যান আক্তার হোসেন (ওয়ার্ড বিএনপি নেতা) ও তাঁর লোকজন। তাঁর স্বামী ফয়সাল এবং হানিফ অপরাধী হলে আইন বিচার করবে। কিন্তু পিটিয়ে মারবে কেন?

রাস্তা থেকে তুলে এনে পিটিয়ে হত্যা

১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ছয়টার দিকে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকার হাক্কার পাড়ে মো. ফয়সাল ও মো. হানিফ নামের আরও দুই যুবককে পেটানো হয়। এ ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ফয়সালকে পাঁচজন এবং হানিফকে তিনজন মিলে পেটাচ্ছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে, পেটানোর সময় হানিফ হাতজোড় করে মাফ চাইছেন।

ফয়সালের স্ত্রী নুপুর আক্তার প্রথম আলোকে বলেন, যেখানে হানিফ ও ফয়সালকে পেটানো হয়, তার কাছেই তাঁদের বাসা। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। তিনি ঘটনাস্থলে যাওয়ার পর ফয়সালকে মারধর করা বন্ধ করা হয়। তবে হানিফকে তখনো পেটানো হচ্ছিল। একপর্যায়ে হানিফের মৃত্যু হয়। তিনি বলেন, যারা সেদিন পিটিয়েছে, এলাকার সবাই তাদের চেনে।

নুপুর আক্তার বলেন, ফয়সাল ও হানিফকে রাস্তা থেকে তুলে নিয়ে যান আক্তার হোসেন (ওয়ার্ড বিএনপি নেতা) ও তাঁর লোকজন। তাঁর স্বামী ফয়সাল এবং হানিফ অপরাধী হলে আইন বিচার করবে। কিন্তু পিটিয়ে মারবে কেন?

গত ৫ অক্টোবর নবীনগর হাউজিং এলাকায় গিয়ে কথা হয় হানিফের বড় ভাইয়ের সঙ্গে। তাঁর নামও আক্তার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর ভাই ছিনতাইয়ে জড়িত থাকতে পারে। কিন্তু ধরে নিয়ে হত্যা করার অধিকার কারও নেই। হানিফ বারবার হাতজোড় করে জীবন ভিক্ষা চেয়েছিল। তাঁর কথা কেউ শোনেনি। এ ঘটনায় মামলা করতে থানায় গেলে থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) বলেছেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করতে। সব আসামিকে ভিডিওতে দেখা গেছে, এমন তথ্য জানালে ওসি বলেছেন, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা না করলে চলে যান। পরে তাঁরা আদালতে মামলার আবেদন করেন।

আক্তার হোসেন জানান, হানিফের দেড় মাস বয়সী মেয়ে আছে। মেয়েসহ হানিফের স্ত্রী এখন বরিশালের মেহেন্দীগঞ্জে থাকেন।

ধরে এনে হত্যা করা এবং ভিডিও ফুটেজেও দেখা গেছে গণপিটুনির ঘটনা ঘটেনি—এমন তথ্য তুলে ধরা হলে এসআই আক্তারুজ্জামান বলেন, ‘আমি বলছি না আপনার তথ্য সঠিক নয়। আমি সেদিন যা জানতে পেরেছি, সে তথ্যই উল্লেখ করেছি।’

হত্যার ঘটনাকে গণপিটুনি বলে প্রচার

গত ১০ সেপ্টেম্বর ঘটনার দিনই মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিকুল আহমেদ প্রথম আলোকে বলেছিলেন, ছিনতাই করতে গিয়ে ধরা পড়ার পর গণপিটুনিতে ওই দুজন নিহত হন।

ওসির সঙ্গে এ বিষয়ে ৫ অক্টোবর আবার কথা বলেছে প্রথম আলো। মোহাম্মদপুর থানায় নিজ কক্ষে বসে ওসি বলেন, নিহত ওই দুজন ছিলেন পেশাদার ছিনতাইকারী। তাঁদের মৃত্যুর পর এলাকায় শান্তি ফিরে এসেছে। ছিনতাই কমে গেছে। তাঁরা গণপিটুনিতেই নিহত হন।

গণপিটুনিতে নয়, পরিকল্পিতভাবে দুজনকে হত্যা করা হয়েছে—প্রত্যক্ষদর্শীদের বিবরণ, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ও ভিডিও ফুটেজেও বিষয়টি উঠে এসেছে, ওসিকে এ তথ্য জানানো হলে তিনি বলেন, তদন্তে এমন তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুজন ও হানিফের লাশ ১০ সেপ্টেম্বর ঘটনাস্থল থেকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান। তাঁর সঙ্গে গতকাল বিকেলে কথা বলেছে প্রথম আলো। তিনি বলেন, সেদিন তিনি ওই এলাকায় টহল টিমের দায়িত্ব পালন করেছিলেন। মুঠোফোনে সংবাদ পেয়ে তিনিই দুই দফায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, যাঁদের দুজন মারা গেছেন। তিনি দাবি করেন, সেদিন গণপিটুনির ঘটনাই ঘটেছিল।

ধরে এনে হত্যা করা এবং ভিডিও ফুটেজেও দেখা গেছে গণপিটুনির ঘটনা ঘটেনি—এমন তথ্য তুলে ধরা হলে এসআই আক্তারুজ্জামান বলেন, ‘আমি বলছি না আপনার তথ্য সঠিক নয়। আমি সেদিন যা জানতে পেরেছি, সে তথ্যই উল্লেখ করেছি।’

কোনো ফৌজদারি অপরাধের ক্ষেত্রে পুলিশকে অবশ্যই মামলা নিতে হবে বলে প্রথম আলোকে জানান মানবাধিকারকর্মী নূর খান। তিনি বলেন, হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তি বড় অপরাধী হলেও সেই হত্যাকাণ্ডের বিচার হতে হবে। আর হত্যাকাণ্ডকে গণপিটুনি হিসেবে পুলিশ প্রচার করে থাকলে কাজটি মোটেও ঠিক করেনি, এটি অপতৎপরতা।

সম্পর্কিত নিবন্ধ