মঙ্গল গ্রহ নিয়ে ইউরোপীয় মহাকাশ সংস্থার নতুন পরিকল্পনা
Published: 7th, July 2025 GMT
লাল রঙের মঙ্গল গ্রহ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। তাই দীর্ঘদিন ধরে মঙ্গল গ্রহকে প্রাণধারণের উপযোগী করতে গবেষণা করছেন বিজ্ঞানীরা। শুধু বিজ্ঞানীরাই নন, মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপনের জন্য কাজ করছেন স্পেসএক্স, টেসলাসহ খুদে ব্লগ লেখার সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। আগামী দশকের মধ্যে মঙ্গল গ্রহে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসাও। এবার আগামী ১৫ বছরের মধ্যে মঙ্গল গ্রহে যেতে চায় ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইসা)। এরই মধ্যে মঙ্গল গ্রহে মানববসতি স্থাপনের একটি উচ্চাভিলাষী পরিকল্পনাও প্রকাশ করেছে সংস্থাটি।
ইউরোপীয় মহাকাশ সংস্থার পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৫ বছরের মধ্যে মঙ্গল গ্রহে স্বনির্ভর আবাসস্থল তৈরির পাশাপাশি এআই প্রযুক্তি কাজে লাগিয়ে বিভিন্ন ফসল উৎপাদন করা হবে। এ পরিকল্পনা বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ থাকলেও ইউরোপের বিভিন্ন দেশের সহযোগিতা ও প্রযুক্তিগত অগ্রগতির কাজে লাগিয়ে মঙ্গল গ্রহে থাকার স্বপ্ন পূরণ করা হবে।
ইউরোপীয় মহাকাশ সংস্থার মহাপরিচালক জোসেফ অ্যাশবাচার জানিয়েছেন, নতুন এ পরিকল্পনা পৃথিবীর কক্ষপথ ও তার বাইরে ইউরোপের স্থিতিশীল উপস্থিতি গড়ে তোলার রোডম্যাপের অংশ। প্রযুক্তি ২০৪০ শীর্ষক এই পরিকল্পনায় মহাকাশে মরূদ্যান তৈরি করতে চায় ইউরোপীয় মহাকাশ সংস্থা। মঙ্গল গ্রহের মরূদ্যানে থাকবে স্বায়ত্তশাসিত এআই সিস্টেম, রোবোটিক সহকারীসহ স্মার্ট সেন্সরযুক্ত শহর। বিদ্যুৎ উৎপাদন ও বর্জ্য পুনর্ব্যবহারের প্রযুক্তি থাকবে সেখানে। নিয়ন্ত্রিত গ্রিনহাউস মডিউলের মাধ্যমে উৎপাদন করা হবে আলু, ধান ও পাতাযুক্ত শাকসবজি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউর প য
এছাড়াও পড়ুন:
জায়েদ ভাই মেয়েদের ফেভারিট: নুসরাত ফারিয়া
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মানেই গ্ল্যামার, মেধা আর মজার মিশ্রণ। দুই বাংলায় সমানতালে কাজের পাশাপাশি গানেও বাজিমাত করেছেন। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ভিন্ন কারণে। চিত্রনায়ক জায়েদ খানের টক শোতে অতিথি হয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানা সম্মেলনে অংশ নেন ফারিয়া। গালা নাইটে নিজের ঝলমলে পারফরম্যান্সে মাতিয়ে তোলেন সবাইকে। সেই সফরের মজার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে সহকর্মী জায়েদ খানের গোপন তথ্য ফাঁস করেন এই অভিনেত্রী।
আরো পড়ুন:
গ্রেপ্তারের পর প্রথম মুখ খুললেন নুসরাত ফারিয়া
বিয়ে ভাঙার পর হতাশা কাটাতে ওষুধ খেতেন নুসরাত ফারিয়া
ফারিয়া বলেন, “জায়েদ ভাই মিষ্টি মনের মানুষ। দিন দিন তো অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন! এত ওয়ার্কআউট করছেন যে, এখন বাংলাদেশের অর্ধেক মেয়েরই ফেভারিট উনি!”
জায়েদ খানের প্রশংসা করে ফারিয়া বলেন, “আগে তো ছিলেনই, এখন অনেক ফিট হয়ে গেছেন। ওনার সাথে কাজ করা মানে সারাক্ষণ হাসিখুশি থাকা। কারো মন খারাপ থাকলেও উনার সাথে কথা বললেই ভালো হয়ে যায়।”
কানাডা সফরের আরেক টুকরো গল্পও জানান ফারিয়া। তার ভাষায়, “একদিন উনি বললেন, ‘চলো মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে শুটটা করে ফেলি।’ আমি ভাবলাম মজা করছেন, কিন্তু উনি সত্যিই শুট শুরু করলেন। ওই ফান পার্টগুলো কিন্তু আপনাদের দেখানো হয়নি, এডিটেই কেটে দিয়েছে!”
ঢাকা/রাহাত/শান্ত