জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, ‘এনবিআরের কর্মকর্তাদের ভয়ের কিছু নেই। যারা অনেক বড় আকারে সীমা লঙ্ঘন করেছে, সেটি ভিন্নভাবে দেখা হবে। সাধারণভাবে কারও কোনো ভয়ের কারণ নেই।’

আজ সোমবার ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সম্প্রতি এনবিআরের আন্দোলন–পরবর্তী সময়ে অবসর, বরখাস্ত, বদলি ইত্যাদি প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ‘অভয় দেওয়ার জন্য এখানে (ঢাকা কাস্টমস হাউস) এসেছি। প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করে, নিজের কাজ ঠিকভাবে সম্পন্ন করে, তাহলে তাদের ভয়ের কোনো কারণ আছে বলে আমি মনে করি না। যারা অনেক বড় আকারে সীমা লঙ্ঘন করেছে, সেটি ভিন্নভাবে দেখা হবে।’

আন্দোলন প্রত্যাহারের পর বেশ কয়েকজন কর্মকর্তাকে অবসর, বদলি, বরখাস্ত প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত। আন্দোলন ওই কয়েকজনে করেনি, অনেকে করেছে। সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।’

গত সপ্তাহে সব মিলিয়ে এনবিআরের দুজন সদস্যসহ ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। তাদের অধিকাংশই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আন্দোলন প্রত্যাহারের পরের এই পর্যন্ত তিনজন সদস্য ও একজন কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। কাজ বন্ধ রাখার দায়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিদায়ী অর্থবছরে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। চূড়ান্ত হিসেবে এর পরিমাণ কিছুটা বাড়বে বলে জানান তিনি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত

এছাড়াও পড়ুন:

যে ৭টি কারণে ধোনিকে আপনার মনে রাখতেই হবে

আজ ধোনির ৪৪তম জন্মদিন। এই দিনে ধোনিকে মানুষ কেন মনে রাখবে, এমন সাতটি কারণ খোঁজার চেষ্টা করা যেতে পারে।

মহেন্দ্র সিং ধোনিকে আপনি কেন মনে রাখবেন?

কেউ এই প্রশ্ন করলে আপনিও একটা পাল্টা প্রশ্নও ছুড়ে দিতে পারেন—তাঁকে ভুলব কীভাবে? কাউকে ভালোবাসলে সমর্থকেরা তাঁকে কারণে বা অকারণে মনে করবেনই! তবে কিছু ক্রিকেটার এমন, যাঁদের আপনি মনে করতে বাধ্য। হতে পারে সেটি রেকর্ডের কারণে কিংবা তিনি এক বর্ণাঢ্য চরিত্র বলে।

ধোনি আসলে কোন শ্রেণির? নাকি এসব মিলে যা দাঁড়ায়, সেটাই ধোনি। যাঁকে মানুষ ভালোবাসে, যিনি মাঠে ব্যাটসম্যান বা অধিনায়ক হিসেবে একের পর এক কীর্তি আর রেকর্ড গড়েন...সব মিলিয়ে হয়ে ওঠেন দুর্দান্ত একটা চরিত্র।

তবু ধোনিকে মানুষ কেন মনে রাখবে, এমন সাতটি কারণ খোঁজার চেষ্টা করা যেতে পারে। সংখ্যাটা কেন ৭, সেটি নিশ্চয়ই জানেন! ধোনির জন্ম ৭ তারিখ, সেটি ছিল সপ্তাহের সপ্তম দিন। মাসের সিরিয়ালে জুলাইও সপ্তম। সালটা ছিল ১৯৮১। ৮ থেকে ১ বিয়োগ করলে হয় ৭। এসব কারণেই ধোনি ‘সাতাচ্ছন্ন।’ জার্সি নম্বর ৭। আর সেটি অন্য কেউ পরতেও পারবেন না।  তিনি অবসর নেওয়ার পর ভারত ৭ নম্বর জার্সি অবসরে পাঠিয়েছে। তাই কারণ খুঁজতে গিয়ে সাতকে আর দূরে সরিয়ে রেখে কী হবে!

যিনি সব জিতিয়েছেন

২০০৭ সালে তরুণ দল নিয়ে জিতেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর ২০১১ সালে ঘরের মাঠে পাহাড়সম চাপ নিয়ে ধোনি ভারতকে ওয়ানডে বিশ্বকাপও জেতান। সেই বিশ্বকাপের ফাইনালে ম্যাচসেরাও হন ক্যাপ্টেন কুল।

২০০৭ টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পর ধোনি

সম্পর্কিত নিবন্ধ

  • যে ৭টি কারণে ধোনিকে আপনার মনে রাখতেই হবে