পদ্মা নদী থেকে বালু উত্তোলন, দুই যুবকের কারাদণ্ড
Published: 7th, July 2025 GMT
কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের অপরাধে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে আরো দুজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
কারাদণ্ড পেয়েছেন বিপ্লব হোসেন (৩২) ও রিপন হোসেন (৩০)। তারা শিলাইদহের বাসিন্দা। অর্থদণ্ড পেয়েছেন মো. জিহাদ ও সেলিম রেজা।
রবিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম ও কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে জেল-জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। আদালত পরিচালনায় সহযোগিতা করেন ভূমি কার্যালয়ের নাজির শহিদুল ইসলাম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আদালত সূত্র জানিয়েছে, কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রাম ও কল্যাণপুর এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় প্রশাসন। এ সময় দুজনকে কারাদণ্ড ও দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়।
কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেছেন, “পদ্মা নদী থেকে বালু উত্তোলন করার অপরাধে দুজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপর দুজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।”
ঢাকা/কাঞ্চন/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর দ জনক উপজ ল
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন