বাস চাপায় শিশুর মৃত্যু, মা-বাবা গুরুতর আহত
Published: 7th, July 2025 GMT
শেরপুরের নকলায় বাস চাপায় শুভ্র (৭ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির মা-বাবাসহ পাঁচ জন। সোমবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পাইস্কা বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- শুভ্রর মা তন্দ্রা, বাবা প্রসেনজিৎ ও বাবলা মিয়া, ইমরান হোসেন এবং সেতু আহমেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ফুলপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে নকলা উপজেলা শহরের উদ্দেশে যাচ্ছিল। পথে শেরপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শুভ্রের মৃত্যু হয়। আহত হন পাঁচ জন। স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আরো পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, নিহত ১
পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.
নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করেছে। এ ঘটনায় নকলা থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/তারিকুল/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত উপজ ল
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।