মায়ের কোল থেকে ছিটকে পড়ে লরির চাপায় শিশুর মৃত্যু
Published: 7th, July 2025 GMT
চট্টগ্রামের মিরসরাইয়ে লরির ধাক্কায় আলিফা আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশায় মায়ের কোলে বসে বাড়ি ফিরছিল আলিফা। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে লরির চাকার নিচে পিষ্ট হয় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আজ সোমবার বিকেল পাঁচটায় চট্টগ্রামের মিরসরাই উপজেলা সদরের কলেজ রোডের মাথায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিফা আক্তার উপজেলার হাইতকান্দি ইউনিয়নের পশ্চিম হাইতকান্দি গ্রামের মো.
আলিফার দাদা শামসুল হুদা প্রথম আলোকে বলেন, আলিফার নানি অসুস্থ হলে তাঁকে চিকিৎসার জন্য উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান আলিফার মা। চিকিৎসা শেষে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে মিরসরাই কলেজ রোডের মাথায় নিয়ন্ত্রণ হারানো একটি লরি তাঁদের বহন করা সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে সড়কে ছিটকে রাস্তায় পড়ে যায় আলিফা। সে সময় লরিটির চাকার নিচে মাথা থেঁতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় শিশুকন্যাকে হারিয়ে আহাজারি করছেন আলিফার মা। পশ্চিম হাইতকান্দি গ্রামে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। এমন মৃত্যু মানতে পারছেন না কেউই। আজ আলিফার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বজনেরা।
এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কলেজ রোডের মাথায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে লরির চাপায় এক শিশুর মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই আমরা। সেখানে পৌঁছানোর আগেই শিশুটির লাশ নিয়ে যান তার পরিবারের সদস্যরা। লরি ও সিএনজিচালিত অটোরিকশা দুটি জব্দ করে হেফাজতে নিয়েছি আমরা। দুর্ঘটনার পর সিএনজিচালিত অটোরিকশার চালক সটকে পড়লেও লরির চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আল ফ র
এছাড়াও পড়ুন:
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসিকে প্রত্যাহার
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একই আদেশে আদালতে কর্মরত পুলিশ পরিদর্শক মোহাম্মদ সেলিমকে এ থানায় ওসির দায়িত্ব দেওয়া হয়।
পুলিশের একটি সূত্র জানায়, শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সদর দক্ষিণ উপজেলার মোস্তফা পুর এলাকায় জেলা ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের হয়। মিছিলের ছবি ও ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনা মুখে পড়েন ওসি রফিকুল ইসলাম। এর পর তাকে প্রত্যাহার করা হয়।
তবে আজ সোমবার রাতে জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান সমকালকে বলেন, ‘মিছিলকাণ্ডের সঙ্গে এ আদেশ কাকতালীয়ভাবে মিলে গেছে। তবে পরবর্তী বদলির জন্য ওসি রফিকুল ইসলামকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এমন আদেশ পুলিশের জন্য স্বাভাবিক।’
ওসি রফিকুল ইসলাম সমকালকে বলেন, ‘মিছিলকাণ্ডে আমার সরে যাওয়ার বিষয়টি সঠিক নয়। দোয়া করবেন।’
এর আগে গত বছরের সেপ্টেম্বরে ওসি রফিকুল ইসলাম সদর দক্ষিণ মডেল থানায় যোগদান করেন।