চট্টগ্রামের মিরসরাইয়ে লরির ধাক্কায় আলিফা আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশায় মায়ের কোলে বসে বাড়ি ফিরছিল আলিফা। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে লরির চাকার নিচে পিষ্ট হয় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আজ সোমবার বিকেল পাঁচটায় চট্টগ্রামের মিরসরাই উপজেলা সদরের কলেজ রোডের মাথায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফা আক্তার উপজেলার হাইতকান্দি ইউনিয়নের পশ্চিম হাইতকান্দি গ্রামের মো.

ফেরদৌসের মেয়ে। সে পশ্চিম হাইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

আলিফার দাদা শামসুল হুদা প্রথম আলোকে বলেন, আলিফার নানি অসুস্থ হলে তাঁকে চিকিৎসার জন্য উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান আলিফার মা। চিকিৎসা শেষে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে মিরসরাই কলেজ রোডের মাথায় নিয়ন্ত্রণ হারানো একটি লরি তাঁদের বহন করা সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে সড়কে ছিটকে রাস্তায় পড়ে যায় আলিফা। সে সময় লরিটির চাকার নিচে মাথা থেঁতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় শিশুকন্যাকে হারিয়ে আহাজারি করছেন আলিফার মা। পশ্চিম হাইতকান্দি গ্রামে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। এমন মৃত্যু মানতে পারছেন না কেউই। আজ আলিফার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বজনেরা।

এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কলেজ রোডের মাথায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে লরির চাপায় এক শিশুর মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই আমরা। সেখানে পৌঁছানোর আগেই শিশুটির লাশ নিয়ে যান তার পরিবারের সদস্যরা। লরি ও সিএনজিচালিত অটোরিকশা দুটি জব্দ করে হেফাজতে নিয়েছি আমরা। দুর্ঘটনার পর সিএনজিচালিত অটোরিকশার চালক সটকে পড়লেও লরির চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আল ফ র

এছাড়াও পড়ুন:

আওয়ামী লীগ বাদে ৫০ দলকে ইসির চিঠি

বার্ষিক আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন দিতে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগকে চিঠি দেয়নি সাংবিধানিক এ সংস্থাটি। সোমবার নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। 

গণমাধ্যমকে তিনি বলেন, বরাবরের মতো দলগুলোর কাছে নিরীক্ষা প্রতিবেদন চেয়ে চিঠি দিয়েছে ইসি সচিবালয়। ২০২৪ পঞ্জিকা বছরের হিসাব চেয়ে এবার ৫০টি নিবন্ধিত দলকে চিঠি দেওয়া হয়েছে। ইসির এ-সংক্রান্ত চিঠি দলগুলোর সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়। 

ইসি কর্মকর্তারা বলেন, নিবন্ধন স্থগিত থাকায় এবার আওয়ামী লীগের কাছে প্রতিবেদন চাওয়া হয়নি। ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর প্রথম বাদ পড়ল অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে টানা দেড় দশক ধরে ক্ষমতায় থাকা দলটি। অপরদিকে একযুগ পর নিবন্ধন পুনর্বহাল হওয়ায় বার্ষিক লেনদেনের তথ্য দিতে এবার জামায়াতে ইসলামীকে চিঠি দেওয়া হয়েছে।

বর্তমানে ইসিতে ৫০টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। একটির নিবন্ধন স্থগিত ও চারটির নিবন্ধন বাতিল রয়েছে। নিবন্ধিত দলগুলোর প্রতিবছর জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আর্থিক লেনদেনের প্রতিবেদন দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এবার দলগুলোকে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের হিসাব দিতে হবে চলতি ৩১ জুলাইয়ের মধ্যে।

স্বীকৃত চার্টার্ড অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা করে ইসিতে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে রাজনৈতিক দলগুলোর। আইন অনুযায়ী পরপর তিন বছর দলের আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ