বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ঘোষিত শ্রীলঙ্কার ১৭ সদস্যের দল যেন পুরনোদের প্রত্যাবর্তন আর নতুনদের উত্থানের মিশেল। দলের হাল ধরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার দাসুন শানাকা ও পেসার চামিকা করুণারত্নে। দুজনেই দলে ফিরেছেন সংক্ষিপ্ত ফরম্যাটে অনুপস্থিতির পর। সঙ্গে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন উদীয়মান পেসার এসান মালিঙ্কা।

আগামী ১০ জুলাই পাল্লেকেলেতে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ১৩ জুলাই ডাম্বুলা ও ১৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ছয় মাস আগের নিউ জিল্যান্ড সিরিজের পর দল থেকে ছিটকে পড়া দাসুন শানাকা আবার ফিরেছেন নেতৃত্বের ভিন্ন ভূমিকায়। এবার দায়িত্বে থাকবেন চারিথ আশালঙ্কা। তবে শানাকার মাঠের অভিজ্ঞতা দলকে দেবে বাড়তি ভরসা। চামিকা করুণারত্নেও দলে ফিরে পেস আক্রমণে যুক্ত করবেন প্রয়োজনীয় বৈচিত্র্য।

আরো পড়ুন:

লারার প্রতি শ্রদ্ধায় ৩৩৭ রানে থেমে গেলেন মুল্ডার

দলে একাধিক অলরাউন্ডার চান সাইফউদ্দিন

দলে আরেক ফিরতি তারকা দুনিথ ভেল্লালাগে। তরুণ এই স্পিনিং অলরাউন্ডার আবারও সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণের।

ডানহাতি পেসার এসান মালিঙ্কা প্রথমবারের মতো জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি দলে। বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স তাকে এনে দিয়েছে এই সুযোগ।

এবারের দল থেকে বাদ পড়েছেন ভানুকা রাজাপক্ষে, আসিথা ফার্নান্দো ও চামিকা বিক্রমাসিংহে। তাদের জায়গায় বিবেচনায় এসেছে ফর্ম, ফিটনেস ও টিম কনফিগারেশনের বিষয়টি।

বাকি দলে তেমন চমক নেই। ব্যাটিং লাইনআপে আছেন পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুশল পেরেরা ও কুশল মেন্ডিস। অভিজ্ঞ দিনেশ চান্দিমালও রয়েছেন দলে। অলরাউন্ড বিভাগে থাকছেন কামিন্দু মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

বোলিং বিভাগে ভরসা মাথিশা পাথিরানা, বিনুরা ফার্নান্দো, মহেশ থিকসানা ও জেফরে ভ্যান্ডারসের ওপর।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড:
চারিথা আশালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিস্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, জেফরে ভ্যান্ডারসে, চামিকা করুণারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো, এসান মালিঙ্কা। 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ইরান-ইসরায়েল সংঘাতের পর প্রথমবারের মতো জনসমক্ষে খামেনি

ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক সংঘাত শুরুর পর এই প্রথমবারের মতো জনসমক্ষে এসেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গতকাল শনিবার তেহরানে ইমাম খোমেইনি মসজিদে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে দেখা গেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, খামেনি মসজিদে আসা ব্যক্তিদের অভ্যর্থনা জানাচ্ছেন। তিনি শীর্ষ ধর্মীয় নেতা মাহমুদ কারিমিকে ইরানি দেশাত্মবোধক গান ‘ও ইরান’ গাইতে উদ্বুদ্ধ করছিলেন।

সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলাকালে তাঁকে একটি রেকর্ড করা ভিডিও বার্তায় সর্বশেষ দেখা গিয়েছিল। তখন গুঞ্জন উঠেছিল, তিনি বাংকারে আত্মগোপনে আছেন। ওই সংঘাতে ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন সেনা কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানী নিহত হন।

গত ১৩ জুন ইসরায়েল হঠাৎ করে ইরানের পরমাণু ও সেনাঘাঁটিতে হামলা করে। এরপর ইরানও পাল্টাহামলা চালায় ইসরায়েলের দিকে। ২২ জুন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রও সংঘাতে জড়িয়ে পড়ে। ১২৫টি সামরিক বিমান ব্যবহার করে তারা ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এ সংঘাত ১২ দিন ধরে চলেছে। ইরানের বিচার বিভাগ জানিয়েছে, ১২ দিনের এই সংঘাতে ৯ শতাধিক মানুষ নিহত হয়েছেন।

আরও পড়ুনখামেনিকে একহাত নিলেন ট্রাম্প, ইরানে আবারও হামলার হুমকি২৮ জুন ২০২৫

গতকাল খামেনির প্রকাশ্যে আসার বিষয়টি ছিল ইরানি সংবাদমাধ্যমের প্রধান খবর। তাঁর অনুসারীরা টেলিভিশনে তাঁকে দেখে আনন্দ প্রকাশ করছেন—এমন দৃশ্যও দেখা গেছে।

এর আগে ২৬ জুন প্রচারিত এক রেকর্ড করা ভাষণে খামেনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইরান ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না।

আরও পড়ুন সহযোগিতা স্থগিত করার পর ইরান ছাড়লেন আইএইএর পরিদর্শকেরা১৮ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • ঋতুপর্ণাদের জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের ৫০ লাখ টাকা পুরস্কার
  • টেস্ট অধিনায়কত্বের অভিষেকে সর্বোচ্চ ইনিংস, মুল্ডারের নামটি মনে রাখুন
  • ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথমবার জনসম্মুখে খামেনি
  • ইরান-ইসরায়েল সংঘাতের পর প্রথমবারের মতো জনসমক্ষে খামেনি
  • ঋতুপর্ণাদের উদযাপনের ম্যাচ