‘লাইফ ইন আ মেট্রো’ ছবির ১৮ বছর পার হয়ে গেছে। অনুরাগ বসুর এ ছবি আজও দর্শকের হৃদয়জুড়ে আছে। গত শুক্রবার মুক্তি পেয়েছে এই ছবির সিকুয়েল ‘মেট্রো...ইন দিনোঁ’। প্রেম, বিরহ, সম্পর্কের টানাপোড়েন, পরকীয়া, উচ্চাকাঙ্ক্ষা—এ সবকিছু নিয়ে অনুরাগ বসুর এই মিউজিক্যাল প্রেমের ছবি। এবারের ‘মেট্রো’–ও ধীরে ধীরে মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছে। বক্স অফিসের ট্র্যাকে ‘মেট্রো’–র গতি ক্রমে বাড়ছে।
‘মেট্রো.
‘মেট্রো...ইন দিনোঁ’ বক্স অফিসের খাতা খুলেছিল মাত্র ৩ দশমিক ৫ কোটি রুপি আয় করে। তবে মুক্তির দ্বিতীয় দিন গত শনিবার ‘মেট্রো’–র গতি কিছুটা বেড়েছে। ছবিটি এদিন ৬ কোটি রুপি মতো ব্যবসা করেছে। গতকাল রোববার এই গতি আরও বেড়ে গেছে। ‘মেট্রো...ইন দিনোঁ’ এদিন নিজেদের ঝুলিতে পুরেছে ৭ দশমিক ৫ কোটি রুপি। গত তিন দিনে রোমান্টিক মিউজিক্যাল এই ছবি ভারতীয় বক্স অফিস থেকে ১৬ দশমিক ৭৫ কোটি রুপি আয় করেছে।
‘মেট্রো...ইন দিনো’ সিনেমায় আদিত্য রায় কাপুর ও সারা আলী খান। ছবি: এক্স থেকেউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শুঁটকিপল্লির ব্যস্ত সময়
২ / ৮টুকরি থেকে মাছগুলো ঢালা হচ্ছে