‘প্রথম’ জয়ের ভেন্যুতেই কী প্রথম সিরিজ জয়?
Published: 7th, July 2025 GMT
এবার সিরিজ জয়ের মিশন। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ সিরিজ ১-১ এ সমতা। আগামীকাল তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে দুই দলের সিরিজ নির্ধারণী ম্যাচ।
শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ তিনটি ওয়ানডে ম্যাচ জিতেছে। প্রথম জিতেছিল ২০১৩ সালে পাল্লেকেল্লেতে। পরেরটা ২০১৭ সালে ডাম্বুলাতে। প্রথম জয়ের ভেন্যুতেই আগামীকাল দুই বছর পর মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এবারের মিশনটা সিরিজ জয়ের।
প্রথম ওয়ানডেতে বাজেভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ১৬ রানে জয় পায়। সেই জয়ের সুখস্মৃতি নিয়ে ক্যান্ডিতে এসেছে মেহেদী হাসান মিরাজ অ্যান্ড কোং।
আরো পড়ুন:
সুযোগ পেয়েও লারার ৪০০ রানের রেকর্ড ভাঙা হলো না মুল্ডারের
ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন অধিনায়ক মুল্ডার
২০২৩ সালে পাল্লেকেল্লেতে একটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। দ্বিপক্ষীয় সেই ম্যাচে ৫ উইকেটে ম্যাচ হেরেছিল। মিশ্র অভিজ্ঞতা থাকা এই মাঠে এবার কী সিরিজ জিততে পারবে? যদি জিততে পারে তা হবে বাংলাদেশের শ্রীলঙ্কার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড।
পিছিয়ে থেকে সিরিজ জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। সেটা অবশ্য বাংলাদেশের চরম সুসময়ে। ২০১৫ বিশ্বকাপের পর বাংলাদেশ যখন ঘরের মাঠে পাকিস্তান, ভারতকে সিরিজ হারাল তখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সিরিজ জিতেছিল। ২-১ ব্যবধানে জয় পাওয়া সেই সিরিজের প্রথম ম্যাচটি হেরে গিয়েছিল। পরবর্তীতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ জিতে বাংলাদেশ নিশ্চিত করে ওয়ানডে সিরিজ।
এবার কী পারবে? কলম্বো দুই ওয়ানডেতে তেমন রান হয়নি। তবে পাল্লেকেল্লের উইকেট রান প্রসবা। তবে পেস ও বাউন্সি ট্র্যাকও থাকে। স্পিনাররা তেমন সুবিধা পান না। তবে গোমট আবহাওয়া থাকলে স্পিনাররা বাড়তি সুবিধা পান।
বৃষ্টি সিরিজ নির্ধারণী ম্যাচে বাগড়া দিতে পারে। ক্যান্ডিতে শেষ পাঁচদিনই বৃষ্টি পড়েছে। পাল্লেকেল্লেতে শেষ ওয়ানডে বৃষ্টিতে পণ্ড হয়। আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচের ভাগ্যে কী লিখা আছে তা সময়ই বলে দেবে।
বাংলাদেশ আগামীকাল ওয়ানডে ক্রিকেটের ৪৪৯তম ম্যাচ খেলতে মাঠে নামছে। ১৬১ ম্যাচে জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। হেরেছে ২৭৭ ম্যাচ। জয়ের সংখ্যা নাকি পরাজয়ের বোঝা ভারী হবে আগামীকাল?
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স র জ জয় র আগ ম ক ল প রথম
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় শয়নকক্ষ থেকে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার
কুমিল্লায় মিলন আক্তার (৫৪) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নগরীর উত্তর রেসকোর্সের কাঠেরপুল এলাকায় নিজ শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিলন আক্তারের বাড়ি বুড়িচং উপজেলার নিমসার (শিকারপুর) গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে কাঠেরপুল এলাকায় মজুমদার ভিলার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
স্থানীয় সূত্র জানায়, প্রায় ১৫ বছর আগে মিলন আক্তারের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে। এরপর থেকে তিনি একাই থাকতেন। সম্প্রতি তার মা চিকিৎসার জন্য নোয়াখালী যান। ফলে গত কয়েকদিন ধরে তিনি বাসায় একাই ছিলেন।
নিহতের তিন মেয়ের একজন ইউরোপে স্বামীর সঙ্গে বসবাস করেন। একজন নোয়াখালীতে ও ছোট মেয়ে তানজিনা আক্তার থাকেন রেসকোর্স এলাকারই একটি ভাড়া বাসায়।
তানজিনা জানান, গতকাল থেকে মিলন আক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। শুক্রবার সন্ধ্যায় মায়ের বাসায় আসেন। দরজা খুলে ভেতরে ঢুকে মাকে না পেয়ে খাটের নিচে তাকান। এ সময় রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।
কোতোয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।”
ঢাকা/রুবেল/রাজীব