এবার সিরিজ জয়ের মিশন। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ সিরিজ ১-১ এ সমতা। আগামীকাল তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে দুই দলের সিরিজ নির্ধারণী ম্যাচ।

শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ তিনটি ওয়ানডে ম্যাচ জিতেছে। প্রথম জিতেছিল ২০১৩ সালে পাল্লেকেল্লেতে। পরেরটা ২০১৭ সালে ডাম্বুলাতে। প্রথম জয়ের ভেন্যুতেই আগামীকাল দুই বছর পর মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এবারের মিশনটা সিরিজ জয়ের।

প্রথম ওয়ানডেতে বাজেভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ১৬ রানে জয় পায়। সেই জয়ের সুখস্মৃতি নিয়ে ক্যান্ডিতে এসেছে মেহেদী হাসান মিরাজ অ্যান্ড কোং।

আরো পড়ুন:

সুযোগ পেয়েও লারার ৪০০ রানের রেকর্ড ভাঙা হলো না মুল্ডারের

ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন অধিনায়ক মুল্ডার

২০২৩ সালে পাল্লেকেল্লেতে একটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। দ্বিপক্ষীয় সেই ম্যাচে ৫ উইকেটে ম্যাচ হেরেছিল। মিশ্র অভিজ্ঞতা থাকা এই মাঠে এবার কী সিরিজ জিততে পারবে? যদি জিততে পারে তা হবে বাংলাদেশের শ্রীলঙ্কার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড।

পিছিয়ে থেকে সিরিজ জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। সেটা অবশ্য বাংলাদেশের চরম সুসময়ে। ২০১৫ বিশ্বকাপের পর বাংলাদেশ যখন ঘরের মাঠে পাকিস্তান, ভারতকে সিরিজ হারাল তখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সিরিজ জিতেছিল। ২-১ ব্যবধানে জয় পাওয়া সেই সিরিজের প্রথম ম্যাচটি হেরে গিয়েছিল। পরবর্তীতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ জিতে বাংলাদেশ নিশ্চিত করে ওয়ানডে সিরিজ। 
এবার কী পারবে? কলম্বো দুই ওয়ানডেতে তেমন রান হয়নি। তবে পাল্লেকেল্লের উইকেট রান প্রসবা। তবে পেস ও বাউন্সি ট্র্যাকও থাকে। স্পিনাররা তেমন সুবিধা পান না। তবে গোমট আবহাওয়া থাকলে স্পিনাররা বাড়তি সুবিধা পান।

বৃষ্টি সিরিজ নির্ধারণী ম্যাচে বাগড়া দিতে পারে। ক্যান্ডিতে শেষ পাঁচদিনই বৃষ্টি পড়েছে। পাল্লেকেল্লেতে শেষ ওয়ানডে বৃষ্টিতে পণ্ড হয়। আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচের ভাগ্যে কী লিখা আছে তা সময়ই বলে দেবে।

বাংলাদেশ আগামীকাল ওয়ানডে ক্রিকেটের ৪৪৯তম ম্যাচ খেলতে মাঠে নামছে। ১৬১ ম্যাচে জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। হেরেছে ২৭৭ ম্যাচ। জয়ের সংখ্যা নাকি পরাজয়ের বোঝা ভারী হবে আগামীকাল?

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স র জ জয় র আগ ম ক ল প রথম

এছাড়াও পড়ুন:

নানি নয়, নীনা

অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’ শুরু থেকেই দর্শকের ভালোবাসা পেয়ে এসেছে। সদ্য মুক্তি পাওয়া চতুর্থ মৌসুমও ব্যতিক্রম নয়। এই সিরিজের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছে অনেক চরিত্র। তেমনই একজন অভিনেত্রী নীনা গুপ্তা। সিরিজে মঞ্জু দেবীর চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে পাকা জায়গা করে নিয়েছেন তিনি।
প্রথম আলোর সঙ্গে সম্প্রতি আলাপচারিতায় বলেন, ‘আজ সারা দেশ আমাকে “পঞ্চায়েত” সিরিজের কারণেই চেনে। শহর-গ্রাম যেখানে যাই, সবাই এই সিরিজের কথা বলেন। সত্যি কথা বলতে, “বাধাই হো” সিনেমার সময়ও এত ভালোবাসা পাইনি।’

নীনা গুপ্তা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ