চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার নতুন দায়িত্ব নিয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড। টার্মিনালটি পরিচালনার জন্য বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর রোববার রাত ১২টা ১ মিনিটে অর্থাৎ সোমবার প্রথম প্রহরে এই দায়িত্ব নেয় জাহাজ মেরামতের এই প্রতিষ্ঠান। প্রথমবারের মতো বন্দরে টার্মিনাল পরিচালনায় যুক্ত হলো চিটাগাং ড্রাইডক।

বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরে দায়িত্ব পালন করে অভিজ্ঞতা অর্জন করেছেন, নৌবাহিনীর এমন কর্মকর্তারা নিউমুরিং টার্মিনাল পরিচালনায় যুক্ত হয়েছেন। তবে জাহাজ থেকে কনটেইনার ওঠানো–নামানোর গ্যান্ট্রি ক্রেনসহ যন্ত্রপাতি পরিচালনায় রয়েছেন সাইফ পাওয়ারটেকের কর্মীরা, যাঁরা এখন ড্রাইডকের কর্মী হিসেবে কাজ করছেন। একইভাবে বন্দরের তালিকাভুক্ত যেসব শ্রমিক সাইফ পাওয়ারটেকের আওতায় কাজ করতেন, তাঁরাও এখন ড্রাইডকের আওতায় কাজ করছেন। তবে টার্মিনালটির তথ্যপ্রযুক্তি খাতে নৌবাহিনীর কর্মকর্তারা দায়িত্ব নিয়েছেন।

জানতে চাইলে চট্টগ্রাম বন্দরসচিব মো.

ওমর ফারুক প্রথম আলোকে জানান, নিউমুরিং টার্মিনালের পরিচালন কার্যক্রম আগে যেভাবে চলছিল, এখন সেভাবে চলছে। সাইফ পাওয়ারটেকের যাঁরা কর্মী ছিলেন, তাঁরা এখন ড্রাইডকের কর্মী হিসেবে কাজ করছেন। নতুন ব্যবস্থাপনায় টার্মিনালটি ভালোভাবে চলছে বলে তিনি জানান।

# চট্টগ্রাম বন্দর # গত রোববার রাত ১২টা ১ মিনিট থেকে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক টার্মিনালটি পরিচালনা শুরু করেছে।

জাহাজ থেকে কনটেইনার ওঠানো–নামানোর জন্য চট্টগ্রাম বন্দরে চারটি টার্মিনাল রয়েছে। নিউমুরিং টার্মিনাল ছাড়াও বাকি তিনটি হলো জেনারেল কার্গো বাথ বা জিসিবি, চিটাগং কনটেইনার টার্মিনাল বা সিসিটি ও আরএসজিটি চিটাগং। এর মধ্যে সবচেয়ে বড় নিউমুরিং টার্মিনাল। টার্মিনালটিতে জাহাজ থেকে কনটেইনার ওঠানো–নামানোর অত্যাধুনিক ১৪টি গ্যান্ট্রি ক্রেন রয়েছে। একসঙ্গে পাঁচটি জাহাজ ভেড়ানো যায় এই টার্মিনালে। এর মধ্যে চারটি সমুদ্রগামী ও একটি অভ্যন্তরীণ নদীপথে চলাচল করা ছোট জাহাজ।

চিটাগং ড্রাইডক টার্মিনালটি পরিচালনার দায়িত্ব নেওয়ার পর গতকাল প্রতিষ্ঠানটিতে কর্মরত নৌবাহিনীর সদস্যদের নিউমুরিং টার্মিনালে কনটেইনার ওঠানো–নামানোর কাজ তদারক করতে দেখা যায়। টার্মিনালটি দিন–রাত ২৪ ঘণ্টা সচল থাকে। এ জন্য প্রতি পালায় (আট ঘণ্টা) চিটাগং ড্রাইডকের একজন উর্ধ্বতন কর্মকর্তা পরিচালনা কাজ সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। তবে ড্রাইডকের ঠিক কতজন টার্মিনালটি পরিচালনায় যুক্ত হয়েছেন, তা জানা যায়নি।

নিউমুরিং টার্মিনালটি ২০০৭ সালের ১৬ মে থেকে আংশিক এবং ২০১৫ সাল থেকে পুরোপুরি পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক। টার্মিনালটি নতুন ব্যবস্থাপনায় যাওয়ার পর এখন প্রতিষ্ঠানটির হাতে রয়েছে শুধু সিসিটি টার্মিনালের পরিচালনার ভার। জানতে চাইলে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন সোমবার প্রথম আলোকে বলেন, ‘রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে আমরা চিটাগং ড্রাইডককে টার্মিনালটির পরিচালনার ভার বুঝিয়ে দিয়েছি। সরকারের নির্দেশে টার্মিনালটি পরিচালনায় আমরা প্রতিষ্ঠানটিকে পূর্ণ সহযোগিতা করে যাচ্ছি, যাতে এক মিনিটও পরিচালন কার্যক্রম বন্ধ না থাকে।’

চট্টগ্রাম বন্দরের বৃহৎ এই টার্মিনাল নির্মিত হয় ২০০৭ সালে। টার্মিনালটি নির্মাণ ও যন্ত্রপাতি সংযোজনে বন্দর কর্তৃপক্ষ ধাপে ধাপে মোট ২ হাজার ৭১২ কোটি টাকা বিনিয়োগ করেছে। বন্দরের আমদানি-রপ্তানি কনটেইনারের সিংহভাগ এই টার্মিনাল দিয়ে পরিবহন হয়।

আওয়ামী লীগের শাসনামলে নিউমুরিং কনটেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বর্তমান অন্তর্বর্তী সরকার সেই প্রক্রিয়া এগিয়ে নিয়েছে। এ নিয়ে শ্রমিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে সমালোচনা আছে। বিশ্বব্যাংকের সহযোগী ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) এই টার্মিনালে ট্রানজেকশন অ্যাডভাইজার বা বাংলাদেশ সরকারের পক্ষে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। প্রকল্পের সময়সীমা অনুযায়ী, আগামী নভেম্বর মাসে এই চুক্তি হবে। সেই চুক্তির আগপর্যন্ত টার্মিনালের পরিচালনার ভার থাকতে পারে চিটাগং ড্রাইডকের হাতে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এই ট র ম ন ল ড র ইডক র ক জ করছ র কর ম করছ ন

এছাড়াও পড়ুন:

রাকসু নির্বাচন: মন্নুজান হলে ভিপি সুমাইয়া, জিএস তন্নী

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টায় মন্নুজান হল কেন্দ্র ও হল সংসদের ফল ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম।

আরো পড়ুন:

রাকসু নির্বাচন: ভিপি, জিএস, এজিএস পদে ১ কেন্দ্রে এগিয়ে যারা

রাকসু নির্বাচনের ফল আসতে ১৫ ঘণ্টা লাগতে পারে: রাবি উপাচার্য

মন্নুজান হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন সুমাইয়া জাহান। তিনি পেয়েছেন ১ হাজার ৫৫টি ভোট। জিএস নির্বাচিত হয়েছেন তাসমিয়া জাহান তন্নী, যার ভোট ৯১২টি। এজিএস পদে সাবিনা ইয়াসমিন পেয়েছেন ১ হাজার ৫টি ভোট।

কেন্দ্রীয় সংসদে মন্নুজান হল কেন্দ্রে এগিয়ে যারা

এ কেন্দ্রে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীর চেয়ে চার গুণ বেশি ভোট পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী।

ছাত্রশিবিরের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ মন্নুজান হল কেন্দ্রে ভোট পেয়েছেন ৯৭২টি। আর ছাত্রদলের প্রার্থী শেখ নূর উদ্দিন আবির পেয়েছেন ২৩৬টি ভোট। স্বতন্ত্র প্রার্থী তাসিন খান পেয়েছেন ১৭৩টি ভোট।

এই হলে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার পেয়েছেন ৮৪১টি ভোট। শিবিরের ফাহিম রেজা ৪৯৫টি ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। আর ৮৯টি ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী নাফিউল ইসলাম জীবন।

এজিএস পদে শিবিরের সালমান সাব্বির পেয়েছেন ৫৫৩টি ভোট। ছাত্রদলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৭৮টি ভোট।

নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন, দ্বীপ মাহবুব (৪৭৮), তামান্না আক্তার (৪৫৯), ইমতিয়াজুল হক জালালী (৪০১) ও হাবিবুর রহমান (৩৬১)।

সিনেট প্রতিনিধি পদে এ হলে জুয়েল রানা ১২০টি, আরিফুল ইসলাম ১১৮টি, রাহুল আগারওয়াল ১১২টি, সাজ্জাদ হোসেন ৯৯টি ও জুনাইদ ৮৬টি ভোট পেয়েছেন।

ঢাকা/কেয়া/ফাহিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ