মহাখালীর হোটেলের ঘটনা এবং বিএনপির প্রতি বার্তা
Published: 7th, July 2025 GMT
রাজধানীর মহাখালীতে হোটেল জাকারিয়াতে অতি সম্প্রতি যে ঘটনা ঘটে গেছে, এটি নিয়ে বিস্তর বিশ্লেষণ করার দরকার আছে। জাকারিয়া হোটেল একটি পুরোনো হোটেল ও দীর্ঘদিন ধরে তারা নিজেদের ব্যবসা সেখানে করে যাচ্ছে। এর আগে কখনো এমন ঘটনা ঘটতে দেখা যায়নি।
বনানী থানার যুবদলের আহ্বায়ক মনির হোসেন তাঁর দলবল নিয়ে যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করলেন! ভিডিওগুলো এরই মধ্যে পুরো দেশে ছড়িয়ে পড়েছে। পরিষ্কার দেখা যাচ্ছে, হোটেলে ভাঙচুর করা হচ্ছে, হোটেলের কর্মচারীদের ওপর আঘাত করা হচ্ছে। সেখানে কয়েকজন নারীও চরমভাবে আক্রান্ত হলেন। একটা নারকীয় পরিস্থিতি!
ঘটনাটা যে কারণেই ঘটে থাকুক, বিষয়টা হচ্ছে এটি ঘটেছে এবং দেশের মানুষ এ ঘটনার ভিডিও দেখেছে। এর ফলে আমরা কী দেখতে পেলাম?
যুবদলের ওই আহ্বায়ককে বহিষ্কার করা হয়েছে। কিন্তু বহিষ্কারই কি সবকিছু? আমরা তো অতীতের এমন অনেক ঘটনার কথা জানি, যাদের বহিষ্কার করা হয়েছে, তারা আবার স্বপদে ফিরে এসেছে। এখন কিছু যে এ ক্ষেত্রে ঘটবে না, এর কি কোনো নিশ্চয়তা আছে? তা ছাড়া ধারণা করি, বনানীসহ ঢাকার বেশির ভাগ মানুষই মনির হোসেনের নাম হয়তো জানত না। তারা জানত না, বনানীর যুবদলের আহ্বায়ক আসলে কে।
এ ঘটনা যে মনির হোসেনের নাম পুরো দেশে আরও বেশি করে ছড়িয়ে দিতে সাহায্য করেছে, সেটা বলাই যায়। এখন আমরা অনেকেই তাঁর নাম জানি। ভবিষ্যতে ফিরে এসে তিনি যে আরও ভয়ংকর কোনো ঘটনা ঘটাবেন না, এর কোনো নিশ্চয়তা কি আছে?
এটি সত্য যে বিএনপির মূল নেতৃত্ব এসব ঘটনার ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছেন। ওই আহ্বায়ককে বহিষ্কার করেছে। কিন্তু এটিও সত্য, ছাত্রলীগ, যুবলীগ ঠিক যে কায়দায় জবরদখল করত, সন্ত্রাসী, লুটপাট, টেন্ডারবাজি করত; এর কিছু নমুনা আমরা এখন দেখতে পাচ্ছি। খোদ ঢাকাতেই যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে স্থানীয় পর্যায়ে যে এমন ঘটনা নিয়মিত ঘটছে না, সেটা নিশ্চয় জোর দিয়ে বলা যাবে না।
বিএনপি কি আদৌ তাদের পুরো দলকে এক সুতোয় বাঁধতে পেরেছে? মূল নেতৃত্ব যা বলছে, স্থানীয় পর্যায়ে কি এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে? সেটি যদি না হয়, তাহলে কিন্তু জনমনে একটা শঙ্কার জন্ম দেবে। মানুষ ভাবতে শুরু করবে, কোথাও কোনো পরিবর্তন হচ্ছে না কিংবা হবে না। সোজা বাংলায় যাকে বলে, ‘যেই লাউ, সেই কদু!’বিএনপি কি আদৌ তাদের পুরো দলকে এক সুতোয় বাঁধতে পেরেছে? মূল নেতৃত্ব যা বলছে, স্থানীয় পর্যায়ে কি এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে? সেটি যদি না হয়, তাহলে কিন্তু জনমনে একটা শঙ্কার জন্ম দেবে। মানুষ ভাবতে শুরু করবে, কোথাও কোনো পরিবর্তন হচ্ছে না কিংবা হবে না। সোজা বাংলায় যাকে বলে, ‘যেই লাউ, সেই কদু!’
এই যে মহাখালীতে একটা ঘটনা ঘটেছে। অপরাধীদের কি গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে? বহিষ্কার করে বিএনপি আপাতত তার দায়িত্ব সেরেছে। কিন্তু মনির হোসেন তার দলবল নিয়ে যার করেছেন তা তো ফৌজদারি অপরাধ। সরকার এ ধরনের অপরাধীর বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে সেটা এক বড় প্রশ্ন। সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ তো অপরাধীদের আইনের আওতায় আনা। তাহলে তারা কেন করতে পারছে না?
কারণ আমরা সবাই হয়তো ব্যাপারটা জানি। বিগত ১১ মাসে জায়গায় জায়গায় মব-সন্ত্রাস যেমন আমরা দেখেছি, তেমনি দেখেছি অপরাধীদের থানা থেকে ছাড়িয়ে নিয়ে, এমনকি গলায় ফুলের মালা পরানো হয়েছে। হয়তো প্রেক্ষাপট ভিন্ন ছিল। দলও ভিন্ন ছিল। কিন্তু এসব তো ঘটেছে।
এটি তো পরিষ্কার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেদের মতো করে কাজ করতে পারছে না। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেই বরং এগিয়ে আসতে হবে। মনির হোসেনকে শুধু দল থেকে বহিষ্কার নয়, তাকে যেন আইনের আওতায় আনা হয় সেই উদ্যোগ নিয়ে বিএনপি নজির স্থাপন করতে পারত। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি সব চেয়ে বড় দল। তাদের প্রতি মানুষের যেমন প্রত্যাশা আছে, দল হিসেবে বিএনপিকেও সেই আস্থাটুকু অর্জন করতে হবে।
মনে রাখতে হবে, সামনে যখনই নির্বাচন হোক। সেই নির্বাচন যদি সুষ্ঠু হয়, মানুষ কিন্তু ভোট দিতে গিয়ে সবকিছু বিচার-বিবেচনা করবে। বিএনপির মূল নেতৃত্বের উচিত হবে দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ঘটনাগুলোকে ‘বিচ্ছিন্ন’ ঘটনা হিসেবে বিবেচনা না করে ঘটনাগুলোর পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেদিকে খেয়াল রাখা।
মানুষ হয়তো বিএনপিকে এবার সুযোগ দিতে পারে। কিন্তু দল হিসেবে বিএনপি কি সে সুযোগ নিতে আদৌ প্রস্তুত?
একটা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে। জুলাই-আগস্টের সংগ্রাম শুরু হয়েছিল কোটাবিরোধী আন্দোলন দিয়ে আর শেষ হয়েছে বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে। সেই বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য দল হিসেবে বিএনপি কতটুকু প্রস্তুত?
আগের দলটার মতো বিএনপিও যদি একই রকম আচরণ করতে থাকে, তাহলে মানুষ কিন্তু নিজেদের বিকল্প খুঁজে নেবে। যুগে যুগে সেটাই হয়েছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে মূল নেতৃত্বকে এখনই দেশের সব পর্যায়ের নেতা-কর্মীদের এক ছাতায় আনতে হবে। কেউ যদি কোনো অপরাধ করে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে এবং সেই অপরাধী যেন আর কোনো দিন এই দলের সঙ্গে সম্পৃক্ত হতে না পারে।
বৈষম্যহীন সমাজ যদি সত্যিই প্রতিষ্ঠা করতে হয় আর বিএনপিকে যদি এ দেশের জনগণ সুযোগ দেয় রাষ্ট্র পরিচালনার জন্য। দেশের সব মত-পথের মানুষকে নিয়ে রাজনীতি করতে হবে। যেটা বিএনপির ৩১ দফার প্রথম দফা। দেশটা যেন শুধু বিএনপির নয়, সবার হয়। দেশের শেষ মানুষটাও যেন ভাবতে শিখে, বিপদে রাষ্ট্রই তার দেখভাল করবে।
আমিনুল ইসলাম প্রভাষক, এস্তোনিয়ান এন্ট্রাপ্রেনিউরশিপ ইউনিভার্সিটি
[email protected]
উৎস: Prothomalo
কীওয়ার্ড: মন র হ স ন ব এনপ র পর য য় র জন ত অপর ধ
এছাড়াও পড়ুন:
শত্রুতার জেরে সাত গরুকে বিষ প্রয়োগের অভিযোগ, মারা গেছে ৩টি
গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তিনটি গরু হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরো চারটি গরু অসুস্থ হয়ে পড়েছে। ফলে দুই কৃষক পরিবারের অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। গত শনিবার (১ নভেম্বর) মধ্যরাতে সদর উপজেলার সিংগারকুল পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
জেলা প্রাণিসম্পদ বিভাগ ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কীভাবে গরুগুলো মারা গেছে তা খতিয়ে দেখতে নমুনা সংগ্রহ করেছে প্রাণিসম্পদ বিভাগ। পুলিশ বলছে, তারা তদন্ত করে ব্যবস্থা নেবে।
আরো পড়ুন:
নামাজরত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ৩ পুলিশ আহত
গাইবান্ধায় ৩ জনকে পিটিয়ে হত্যা: মামলা দায়ের
এলাকাসাসী জানান, সিংগারকুল পূর্বপাড়া গ্রামের দুই ভাই মো. রাসুল গাজী ও হাসিব গাজী কৃষি কাজ করে সংসার চালান। তারা খামার করে কয়েকটি গরু লালন-পালন করছেন। শনিবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে গরুর গোঙানির শব্দ শুনে পাশের বাড়ির এক আত্মীয় ছুটে গিয়ে ঘুম থেকে ডেকে তোলেন দুই ভাইকে। তারা স্থানীয় পশু চিকিৎসককে খবর দেন। সকাল হওয়ার আগেই তিনটি গরু মারা যায়। একই গোয়াল ঘরে থাকা একটি বড় ষাঁড়, একটি বাছুর ও অপর গোয়ালে থাকা দুটি ষাঁড় এখনো অসুস্থ।
ক্ষতিগ্রস্থ কৃষক মো. রাসুল গাজী জানান, শত্রুতা করেই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাদের গরুগুলোকে হত্যা করা হয়েছে। রাতেই টের পেয়ে চিকিৎসার ব্যবস্থা করলেও বাঁচানো যায়নি গরুগুলো। দুই ভাইয়ের আরো চারটি গরু অসুস্থ রয়েছে। এতে তাদের অন্তত ৫-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় সদর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
কারা তাদের গরু হত্যা করেছেন এ বিষয়ে জানতে চাইলে রাসুল গাজী বলেন, “ঘর থেকে বের হয়ে কয়েকজনকে দৌঁড়ে যেতে দেখেছি। তাদের চেহারা দেখতে পারিনি। ফলে কাউকে চিনতে পারিনি।”
ক্ষতিগ্রস্ত কৃষক হাসিব গাজী বলেন, “কারো সঙ্গে আমাদের শত্রুতা থাকতেই পারে। এই অবলা পশুগুলো কার কী ক্ষতি করেছে। কোন অপরাধে এদের হত্যা করা হলো। আমরা সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
এলাকাবাসী মো. ইমদাদ শেখ বলেন, “গত শনিবার রাতে বৃষ্টি হয়। এই সুযোগে গরুগুলোকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”
গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সর্দার বলেন, “সিংগারকুল পূর্বপাড়া গ্রামে কয়েকটি গরুকে বিষ খাওয়ানো হয় এমন খবর পেয়ে সকালে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ঘটনাস্থলে যান। তিনি অসুস্থ গরুগুলোকে চিকিৎসা দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পয়জনজনিত কারণেই গরুগুলো মারা গেছে। মারা যাওয়া গরুর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই গরু তিনটির মৃত্যুর আসল কারণ জানা যাবে।”
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, “আমি ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে তদন্ত শুরু করি। মারা যাওয়া গোরুগুলোর নমুনা সংগ্রহ ঢাকায় পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/বাদল/মাসুদ