প্রীতি ম্যাচ খেলার জন্য ইউরোপের সাতটি দেশকে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আবার বাংলাদেশকে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিল শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত তেমন কিছুই হচ্ছে না। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী–শমিত সোমদের জন্য প্রীতি ম্যাচ খেলতে নেপালকেই ঠিক করেছে বাফুফে। বাংলাদেশের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলার দিনক্ষণের কথা আজ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন।

আরও পড়ুনফেরার রাতে হাতিরঝিলে আলোকচ্ছটার মাঝে মেয়েরা, কিন্তু পুরস্কারের আলো কোথায়১০ ঘণ্টা আগে

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে ৬ ও ৯ সেপ্টেম্বর। বাংলাদেশ ও নেপাল দুই দেশই এশিয়ান কাপের বাছাইপর্বকে সামনে রেখে ম্যাচ দুটি খেলবে। এই মুহূর্তে ফিফা র‌্যাঙ্কিংয়ে নেপাল ১৭৫ নম্বরে আছে আর বাংলাদেশ ১৮৩ নম্বরে। এখন পর্যন্ত নেপালের সঙ্গে ২৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ১৪ জয়ের বিপরীতে বাংলাদেশের হার ৯টিতে, পাঁচটি ম্যাচ হয়েছে ড্র।  

অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে বাংলাদেশের.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মাদকাসক্ত চিকিৎসায় নিরাময় কেন্দ্রের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমকে আরও কার্যকর করতে ‘মাদকাসক্ত চিকিৎসায় নিরাময় কেন্দ্রের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায় ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কেন্দ্রের পরিচালক মোঃ কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ বাহাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাইকোলজিস্ট কাজী রুম্পা এবং ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক মোঃ আওলাদ হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রের পরিচালক মোঃ তানভীর আরেফিন রনি। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিচালক গোলাম কিবরিয়া, মোঃ তানভীর, মোঃ জনি, ফ্রীডম লাইফ নিরাময় কেন্দ্রের জাফর ও সানী, জে.আর নিরাময় কেন্দ্রের রিয়াদ হোসেন সানী, কচিসহ বিভিন্ন নিরাময় কেন্দ্রের প্রতিনিধিরা এবং বিভিন্ন রিকোভারী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সেমিনারে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন এবং সমাজে তাদের স্বাভাবিক বিষয়ে ফিরে আসার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে সুস্থতার ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে ৫ জনকে বেইজ প্রদান এবং ১৫ জনকে সুস্থতার সনদ প্রদান করা হয়।
 

সম্পর্কিত নিবন্ধ