আলো নিভে গেলে অনেকেই হারিয়ে যায়। কেউ কেউ আবার অন্ধকারের মধ্যে খুঁজে নেয় নতুন আলো। বলিউড অভিনেত্রী বাণী কাপুর তাদেরই একজন– যিনি ব্যর্থতার ধুলো থেকে নিজের ভেতর শক্তি খুঁজে বের করেছেন, নিরবধি যুদ্ধ করে গেছেন নিজের অবস্থান, পরিচয় ও স্বপ্নের জন্য। যে স্বপ্নের শুরুটা হয়েছিল অনেক দিন আগে থেকে। দিল্লির এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া বাণী কখনও ভাবেননি তাঁর মুখশ্রী একদিন হিন্দি সিনেমার বড়পর্দায় জায়গা করে নেবে।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন, তবে তিনি জানতেন, তাঁর যাত্রাটা শুধু ক্যামেরার ফ্ল্যাশে থেমে থাকবে না। ২০১৩ সালে ‘শুদ্ধ দেশি রোমান্স’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। সুশান্ত সিং রাজপুত ও পরিণীতি চোপড়ার পাশে এক নবাগত হিসেবে তাঁর পারফরম্যান্স দর্শকের নজর কাড়ে। প্রথম ছবিতেই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন ‘সেরা নবাগত অভিনেত্রী’ হিসেবে।

ক্যারিয়ারের আকাশ তখনই যেন উন্মুক্ত হয়েছিল তাঁর সামনে। কিন্তু আকাশে উড়তে থাকা পাখির ডানায় কখনও কখনও ঝড় এসে ধাক্কা দেয়। ২০১৬ সালে মুক্তি পায় রণবীর সিংয়ের বিপরীতে তাঁর দ্বিতীয় বড় বাজেটের সিনেমা ‘বেফিকরে’। প্যারিসের অলিগলিতে নায়কের সঙ্গে বাণীর রোমান্স, নিখুঁত শরীরী ভাষা, সাহসী দৃশ্য– সব ছিল ছবিতে। এরপরও দর্শকের মন জয় করতে পারেনি সেটি। বাণীর জীবনেও শুরু হয় আত্মবিশ্লেষণের এক কঠিন অধ্যায়।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সাধারণত সব দোষ নিজের ওপর নিই। যখন ছবি চলে না, মনে হয় আমারই ভুল ছিল। কেমন যেন গিল্ট ফিলিং কাজ করত।’ বাণীর এই কথা শোনার পর মনে হয়, এই মেয়েটা শুধু অভিনেত্রী নন, তিনি একজন যোদ্ধাও। হতাশা তাঁকে ভেঙে ফেলেনি; বরং নতুন করে গড়েছে। এরপর ২০১৯ সালে ওয়ার সিনেমায় ছোট চরিত্রে দেখা গেলেও বাণী নিজের উপস্থিতি টিকিয়ে রাখেন। সত্যিকার অভিনয়ের পরিপক্বতা তিনি দেখান ‘চণ্ডীগড় কারে আশিকী’ সিনেমায়।

এ সিনেমায় তিনি এক ট্রান্সজেন্ডার নারীর ভূমিকায় অভিনয় করেন। এ চরিত্রের জন্য সাহস লাগে। দর্শকের প্রতিক্রিয়াও ছিল মিশ্র। তবুও বাণী পিছপা হননি।

তিনি বলেন, ‘সবাই যখন নিরাপদ চরিত্রে কাজ করতে চায়, আমি সেখানে ঝুঁকি নিয়েছি। কারণ আমি জানি, শিল্প-সাহিত্য কখনও নিরাপদ জায়গায় জন্মায় না।’ তাঁর এ বক্তব্যে যেন তাঁর শিল্পীসত্তার ছায়া পড়ে। এ বছর বাণীর দুটি ভিন্নধর্মী সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি পেয়েছে একটি। নাম ‘রেইড টু’। অন্যদিকে ‘আবির গুলাল’ রোমান্টিক কমেডি, যা রাজনৈতিক কারণে মুক্তি স্থগিত হয়েছে। 

বাণীর জীবনে নেই শুধু সাফল্যের পর সাফল্য; রয়েছে ব্যর্থতার ছায়ায় দাঁড়িয়ে নিজেকে নতুন করে খোঁজার গল্প। যিনি জানেন কীভাবে নিজেকে ভালোবাসতে হয়, কীভাবে নিজের আত্মার গভীরতম ভয়কেও আলিঙ্গন করতে হয়। বলিউড তাঁকে যতটুকু দিয়েছে, তার চেয়েও বেশি নিজের ভেতর থেকে তিনি তুলে এনেছেন শক্তি। তিনি প্রমাণ করেছেন, নায়িকা শুধু পর্দায় নয়, জীবনের মঞ্চেও লড়াকু হয়ে উঠতে পারে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ঢাকায় মধ্যরাতে যাত্রীবেশে উঠে চালককে হাতুড়িপেটা, সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই

রাজধানীতে যাত্রীবেশে উঠে চালককে হাতুড়িপেটা করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে রাজধানীর কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অটোরিকশাচালক কবির মিয়াকে (৪৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে একজন রিকশাচালক কবির মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওই রিকশাচালকের কাছ থেকে খবর পেয়ে কবির মিয়ার ছেলে সাব্বির মিয়া আজ বৃহস্পতিবার ভোরে হাসপাতালে যান।

সাব্বির মিয়া প্রথম আলোকে বলেন, দিবাগত রাত দুইটার দিকে ফকিরাপুল এলাকা থেকে দুজন ব্যক্তি যাত্রীবেশে তাঁর বাবার সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। তাঁদের একজন কলাবাগানে নেমে যান। এরপর কলেজ গেটে পৌঁছালে অন্যজন অটোরিকশা থামাতে বলেন। এ সময় সেখানে থাকা ওই যাত্রীর কয়েকজন সহযোগী এগিয়ে আসেন। তাঁরা তাঁর বাবাকে হাতুড়ি দিয়ে আঘাত করেন। তিনি ঘাড়ে ও হাতে আঘাত পেয়েছেন।

সাব্বির মিয়ার অভিযোগ, যাত্রীবেশে থাকা ওই ব্যক্তি ও তাঁর সহযোগীরা তাঁর বাবার কাছ থেকে সিএনজিচালিত অটোরিকশা, প্রায় এক হাজার টাকা এবং মুঠোফোনের ব্যাটারি খুলে নিয়ে গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, কবির মিয়াকে চিকিৎসা শেষে আজ সকালে তাঁর স্বজনেরা হাসপাতাল থেকে বাসায় নিয়ে গেছেন।

অটোরিকশাচালক কবির মিয়া পরিবার নিয়ে রাজধানীর খিলগাঁও এলাকায় থাকেন। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে এখনো পুলিশে অভিযোগ জানানো হয়নি। সাব্বির মিয়া বলেন, মামলা করা হবে কি না, তা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • আলোচনায় ডেপুটি হাইকমিশনার শাবাব, দেশে ফেরার নির্দেশ
  • সাগর উত্তাল থাকায় হাসপাতালে নেওয়া যায়নি, সেন্ট মার্টিনে দুই শিশুর মৃত্যু
  • ৮ স্ত্রীর জীবনেই কি আব্বাস ভিন্ন রকম মানুষ
  • অবরোধের সঙ্গে যোগ হয়েছে বৃষ্টি, ঢাকায় তীব্র যানজট
  • গোয়েন্দা ‘মির্জা’ হয়ে আসছেন মোশাররফ করিম
  • পদ্মার বালুমহাল দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৭, নিখোঁজ ১
  • ওয়াশিংটনে বন্দুক হামলায় নিহত ২ দূতাবাস কর্মীর নাম জানাল ইস
  • ঢাকায় মধ্যরাতে যাত্রীবেশে উঠে চালককে হাতুড়িপেটা, সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই
  • বিএসইসির চেয়ারম্যান থাকছেন