Prothomalo:
2025-08-07@09:20:01 GMT

প্রথম গাড়ি কেনায় ১০ পরামর্শ

Published: 22nd, June 2025 GMT

শহরের মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্তদের মধ্যে গাড়ি কেনায় আগ্রহ বেড়েছে। সন্তানদের স্কুল–কলেজে আনা–নেওয়া আর নিজের অফিসে যাতায়াতসহ দৈনন্দিন চলাচলের জন্যই মূলত তাঁরা ব্যক্তিগত গাড়ি কিনতে চান। কষ্টের টাকায় প্রথম গাড়ি কেনার আগে একজন ক্রেতাকে নানা দিক ভাবতে হয়। দেখা যাক, গাড়ি কেনার আগে একজন ক্রেতাকে কোন কোন বিষয় বিবেচনায় রাখতে হয়।

১.

প্রয়োজন বুঝে গাড়ির ধরন ঠিক করুন

কেন গাড়ি কিনছেন, এটা ভাবতে হবে। দৈনন্দিন অফিস যাতায়াত ও পরিবার নিয়ে ভ্রমণ, নাকি দীর্ঘ দূরত্বে যাওয়া? যদি শহরের ভেতরে ছোট পরিবার নিয়ে চলাফেরা করেন, তাহলে হ্যাচব্যাক বা সেডান শ্রেণির ছোট গাড়ি যথেষ্ট। বড় পরিবার বা ঘন ঘন দূরপাল্লার ভ্রমণের জন্য এসইউভি ধরনের গাড়ি বেছে নিতে পারেন।

২. নতুন না পুরোনো গাড়ি

বাংলাদেশের বাজারে নানা দামের গাড়ি পাওয়া যায়। রিকন্ডিশন্ড বা পুরোনো গাড়ির দাম কিছুটা কম। রিকন্ডিশন্ড গাড়ির মধ্যে সবচেয়ে বড় হিস্যা জাপানি টয়োটা ব্র্যান্ডের। নতুন গাড়ির চেয়ে দামও বেশ কম। পুরোনো গাড়ি কেনার আগে একজন দক্ষ মেকানিকের মাধ্যমে গাড়িটি দেখিয়ে নেওয়া ভালো।

পুরোনো গাড়িতে রক্ষণাবেক্ষণ খরচ কিছুটা বেশি। নতুন গাড়িতে এই খরচ কিছুটা কম। নতুন গাড়ি কিনলে প্রথম কয়েক বছর রক্ষণাবেক্ষণে বড় কোনো খরচ হয় না।

৩. সবকিছুর আগে দাম

গাড়ি কেনার আগে ক্রেতাদের নিজ নিজ সামর্থ্যের কথা ভেবে গাড়ি পছন্দ করতে হয়। সে জন্যই হয়তো সব মিলিয়ে রিকন্ডিশন্ড গাড়ির দিকেই বাংলাদেশের ক্রেতাদের বেশি ঝোঁক। তবে স্বপ্নের সঙ্গে সামর্থ্যের সংযোগ ঘটাতে না পারলে অনেকে আবার দেশে ব্যবহৃত পুরোনো গাড়ি কেনেন। যা–ই হোক, ব্যক্তিগত গাড়ি হিসেবে ১৫০০ সিসির গাড়িই বেশি পছন্দ ক্রেতাদের।

বর্তমানে ২০০০ সাল থেকে শুরু করে পরের বছরগুলোর মডেলের পুরোনো গাড়ি বেশি বিক্রি হয়। দাম কমবেশি ১০ লাখ টাকা থেকে হয়। অন্যদিকে ১৫০০ সিসির নতুন গাড়ি কিনতে আপনাকে ২৫ লাখ টাকার বেশি বাজেট নিয়ে নামতে হবে।

৪. ঋণ নেবেন কি না, ভাবুন

গাড়ি কেনার আগে টাকার জোগান কীভাবে হবে, তা নিয়ে চিন্তাভাবনা দরকার। গাড়ি কেনার জন্য অনেকেই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তিগত বা গাড়ির ঋণ নিয়ে থাকেন। আপনার আয় যদি নিয়মিত হয় এবং কিস্তি পরিশোধের সামর্থ্য থাকে, তাহলে গাড়ির ঋণ পাওয়া যায়। তবে মাসিক কিস্তি যেন আপনার মোট আয়ের পাঁচ ভাগের এক ভাগের বেশি না হয়, এটা বিবেচনায় রাখতে হবে। এটা মাথায় রাখুন।

অনেকে নিজের কিছু জমানো টাকার পাশাপাশি ব্যাংক থেকে ঋণ নিয়েও গাড়ি কেনা ভালো। ধরুন, আপনার নিজের ১০ লাখ টাকা আছে। ব্যাংক থেকে আরও ২০ লাখ টাকা ঋণ নিয়ে গাড়ি কিনতে পারবেন। এতে ঋণের কিস্তির চাপ কম হবে। বর্তমানে ৬০ লাখ টাকা পর্যন্ত গাড়ির ঋণ পাওয়া যায়। হাইব্রিড গাড়ির ক্ষেত্রে দামের ৭০ শতাংশ ঋণ মেলে।

৫. শুধু দাম নয়, খরচও ধরুন

অনেকে শুধুই গাড়ির মূল দাম হিসাব করেন। কিন্তু মনে রাখতে হবে, মোট খরচে আছে, যেমন নিবন্ধন ফি, লাইসেন্স ও ফিটনেস খরচ, সার্ভিসিং, চালকের বেতন, মাসিক জ্বালানি খরচ। এসব খরচ চালাতে পারবেন কি না, তা বিবেচনায় রেখে গাড়ি কেনার কথা ভাবুন। এ ছাড়া ইএমআই (ঋণের কিস্তি) থাকলে, সেটাও মাসিক বাজেটের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।

৬. যন্ত্রাংশের বাজারও গুরুত্বপূর্ণ

শুধু গাড়ি কিনলেই হবে না, গাড়ি কেনার পর যেকোনো সময়ে গাড়ির সমস্যা হতে পারে। নির্দিষ্ট সময় পরপর গাড়ির কিছু যন্ত্র বা যন্ত্রাংশও পাল্টানোর দরকার পড়ে। ওই সব যন্ত্র বা যন্ত্রাংশ যদি বাজারে না পাওয়া যায় কিংবা সহজলভ্য না হয়, তাহলে তো বিপদ। তাই গাড়ির যন্ত্রাংশ সহজে পাওয়া যায়, এমন গাড়ি কিনতেই বেশি আগ্রহী হন ক্রেতারা।

৭. গাড়ির কাগজপত্র যাচাই করুন

গাড়ির মালিকানা, ফিটনেস সনদ, ইনস্যুরেন্স, করপত্র সব হালনাগাদ আছে কি না, বিশেষ করে পুরোনো গাড়ির ক্ষেত্রে এগুলো অবশ্যই যাচাই করতে হবে।

৮. বিমা ও সুরক্ষা নিশ্চিত করুন

গাড়ির জন্য তৃতীয় পক্ষের বিমা করা বাধ্যতামূলক। দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতির আর্থিক চাপ এড়াতে বিমা থাকা খুবই জরুরি।

৯. বিক্রি করলে দাম কেমন

গাড়ি কেনার সময় বিক্রির কথাও ভাবেন অনেক ক্রেতা। কয়েক বছর ব্যবহারের পরে বিক্রি করতে চাইলে কোন গাড়ির দাম কত পাওয়া যেতে পারে, তা চিন্তা করেও অনেক ক্রেতা কোন কোম্পানির গাড়ি কিনবেন, তা ঠিক করেন। পুরোনো গাড়ি বেচাকেনায় বাংলাদেশে টয়োটা গাড়ির বাজারই সবচেয়ে ভালো। কারণ, দেশের বাজারে এই ব্র্যান্ডের গাড়ির যন্ত্রাংশই অধিকতর সহজলভ্য।

১০. নিজেকে তিনটি প্রশ্ন করুন

গাড়ি কেনার আগে নিজেকে তিনটি প্রশ্ন করেন। প্রথমত, আমি কি এই গাড়ি চালাতে জ্বালানি, রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন খরচে প্রস্তুত? দ্বিতীয়ত, আমার প্রয়োজন অনুযায়ী উপযুক্ত গাড়িটি কি পেয়েছি? তৃতীয়ত, ভবিষ্যতে যদি গাড়িটি বিক্রি করি, তাহলে যথাযথ মূল্য পাব কি? এসব প্রশ্নের উত্তরের সঙ্গে লুকিয়ে আছে আপনার গাড়ির স্বপ্ন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ন র আগ নত ন গ ড় র জন য আপন র

এছাড়াও পড়ুন:

নাটকীয়তা আর রহস্যে মোড়ানো ফ্রেন সিলাকের জীবন

কারও কারও জীবনের গল্প এমন যে ‘ফিকশনকেও’ হার মানায়। এমন একজন মানুষ হলেন ফ্রেন সিলাক। তাকে বলা হয় ‘লাকিয়েস্ট আনলাকিয়েন্স ম্যান’। কেন এই খেতাব পেলেন ফ্রেন সিলাক?

ফ্রেন একদিকে যেমন একে একে সাত বার মৃত্যুর মুখ থেকে ফিরেছেন অন্যদিকে লটারি জিতে কোটিপতি হয়েছিলেন। ৪ বার ব্যর্থ বিবাহের আঘাত সহ্য করেছেন। তারপর পঞ্চম বিয়ে করে করে নতুন সংসার করছেন। ক্রোয়েশিয়ার সংগীত শিক্ষক ফ্রানে সেলাকের জীবন কাহিনি এমনই। বিশ্বজুড়ে তিনি পরিচিত তার অবিশ্বাস্য সৌভাগ্যের জন্য।

১৯২৯ সালের ১৪ জুন ক্রোয়েশিয়ায় জন্ম ফ্রেন সিলাকের। ফ্রেন পেশায় একজন সংগীত শিক্ষক ছিলেন। তার জীবন ছিল খুবই সাধারণ। ১৯৬৬ সালে ফ্রেন পড়েছিল বাস দুর্ঘটনায়। তিনি যে বাসে চড়েছিলেন সেই বাসটি নদীতে পড়ে যায়। সেখানে চারজন হতাহতের ঘটনা ঘটলেও ফ্রেন অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন। এরপরে ১৯৭০ সাল পর্যন্ত তুলনামূলকভাবে অস্বাভাবিক কিছু বছর কেটে গেছে। সেলাক জানায় যে তার গাড়ির জ্বালানি ট্যাঙ্ক মোটরওয়েতে বিস্ফোরিত হয়েছিল।

৩৩ বছর বয়সে ফ্রেনে একবার বিমানে চড়েছিলেন। সেই বিমান পড়লো দুর্ঘটনার কবলে। কিন্তু ফ্রেন দুর্ঘটনায় পড়া বিমান থেকে সোজা খড়ের গাদার উপর ভূপতিত হন। এবং প্রাণে বেঁচে যান। 
একবার তিনি একটি বাসের ধাক্কা থেকেও ফিরে আসেন জীবনে। 

এতো এতো ঘটনার পরে সেলাক একদিন এক মিলিয়ন ডলারের (প্রায় ₹৮.৩৬ কোটি) লটারি জেতেন। তবে অবাক করার মতো বিষয় হলো, ফ্রেন প্রায় সব অর্থই পরিবার ও বন্ধুদের মধ্যে বিলিয়ে দেন।

‘রিপ্লেস বিলিভ ইট অর নট’ অনুযায়ী, ২০০০ সালের মাঝামাঝি সেলাক ক্রোয়েশিয়ায় লটারি জেতেন। তিনি সেই টাকায় একটি বিলাসবহুল বাড়ি কেনেন। কিন্তু ২০১০ সালে সেই বাড়ি বিক্রি করে দেন। 

বার বার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ফ্রেন জীবনের শেষ পর্যায়ে আবার অর্থ, বাড়ি সব হারিয়ে সাধারণ জীবন যাপনে ফিরে  এসেছেন। কিন্তু তিনি পঞ্চম স্ত্রীর সঙ্গে ভালো আছেন। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • ‘ট্রাম্প-মোদি ব্রোমান্স’ সত্ত্বেও ভারত–মার্কিন সম্পর্ক তলানিতে কেন, সামনে কী
  • সংখ্যাগরিষ্ঠ হয়েও নারী কেন ন্যায্য হিস্যা পাবে না
  • টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
  • পঞ্চগড়ে ছুরিকাঘাতে ছাত্রদলের কর্মী নিহত, প্রতিবাদে বিক্ষোভ
  • এখানে অযোগ্যরা তেল দেওয়া ছাড়া জায়গা তৈরি করতে পারে না
  • ঢাবিতে বিক্ষোভে মেয়েদের ভিডিও করার সময় কলেজছাত্র আটক
  • মোদির অতিরিক্ত আত্মবিশ্বাসই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো
  • মাগুরায় ‘রেডি টু কুক ফিশ’ প্রযুক্তিতে সফল উদ্যোক্তা লিজা
  • ট্রুডো ও সোফি: জীবন থেমে থাকে না, হৃদয় আবার ডাকে
  • নাটকীয়তা আর রহস্যে মোড়ানো ফ্রেন সিলাকের জীবন