বালিশ চাপা দিয়ে শিশুকে হত্যাচেষ্টা, আটক গৃহবধূ
Published: 22nd, June 2025 GMT
সিরাজগঞ্জের তাড়াশে জমি নিয়ে বিরোধের জেরে শিশু মেঘলা খাতুনকে (৯) বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে দেশিগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামে এ ঘটনা ঘটে।
মেঘলার বাবা মো. মুনসুর আলী জানান, জমি নিয়ে প্রতিবেশী নাজমুল হকের পরিবারের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে। এর জের ধরে তার স্ত্রী উমায়া খাতুন ফাতেমা আমার মেয়েকে একা পেয়ে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করেন। গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে ফাতেমাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
অভিযোগ অস্বীকার করে নাজমুল হক বলেন, মনসুরের পরিবারের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে। আমাদের ফাঁসাতে তারা নাটক সাজিয়েছে। এটা সাজানো ষড়যন্ত্র।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুপু কর বলেন, জরুরি জাতীয় সেবা ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শিশুটির পরিবার ও প্রতিবেশীদের কথা শুনে এক গৃহবধূ ফাতেমাকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স র জগঞ জ হত য চ ষ ট পর ব র
এছাড়াও পড়ুন:
প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢুকেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন সদস্যের প্রতিনিধি দল।
মঙ্গলবার (২১ অক্টােবর) সন্ধ্যায় প্রতিনিধি দলটি যমুনায় পৌঁছায়।
আরো পড়ুন:
সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে কখনো হয়রানি করবেন না
রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন: ফখরুল
প্রতিনিধি দলের অন্য দুই হলেন-দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।
জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ