জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন সদস্য ও এক কমিশনারকে অবসরে পাঠিয়েছে সরকার। তারা হলেন-এনবিআর সদস্য আলমগীর হোসেন (সদস্য কর), হোসেন আহমদ (সদস্য শুল্ক, নীতি ও আইসিটি) ও আবদুর রউফ (সদস্য চলতি দায়িত্বে-মূষক) এবং কমিশনার মো. শব্বির আহমেদ। শব্বির আহমেদ বরিশাল কর অঞ্চলে কমিশনারের চলতি দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (২ জুলাই) বিকেলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে পৃথক চারটি আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, তাদের ৪ জনের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান প্রয়োজন হবে বিবেচনায় সরকারি চাকরি আইন ২০১৮–এর ৪৫ ধারার ক্ষমতা বলে তাদের দুজনকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো। তবে তারা দুজনেই বিধি অনুসারে অবসরজনিত সুবিধা পাবেন।

আরো পড়ুন:

এনবিআরের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

হিলি স্থলবন্দরে সব কার্যক্রম বন্ধ

এনবিআরের একাধিক কর্মকর্তা জানান, কয়েক দিন আগে এনবিআরে যে আন্দোলন হয়েছে, এর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এই দুজন কর্মকর্তাকে অবসর প্রদান করা হতে পারে।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো.

জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২৮ ও ২৯ জুন চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রেখে আমদানি-রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করায় তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।
গতকাল রাতে এ সংক্রান্ত আদেশ জারি হয়। এতে সই করেন আইআরডি সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

ঢাকা/হাসনাত/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এনব আর সরক র সদস য

এছাড়াও পড়ুন:

কারা হবেন নতুন মুশফিক-মাহমুদউল্লাহ

সদ্য বিদায়ী ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেনকে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কী বলেছেন, তা নিশ্চয়ই জেনে গেছেন। ওয়ানডে দল পরিচালনায় নাজমুলের সাহায্য চেয়ে মিরাজ বলেছেন, দুজন মিলেই দলটাকে ভালো অবস্থায় নিয়ে যেতে চান।

মিরাজের সেই যাত্রা শুরু হবে কাল থেকে, কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে। তার ঠিক আগে দলের অধিনায়কত্বে যেমন নতুনত্ব এসেছে, পুরোনো দল থেকে খসে পড়েছেন দুজন বড় তারকাও। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন মুশফিকু রহিম ও মাহমুদউল্লাহ। মুশফিক এখনো টেস্ট খেললেও মাহমুদউল্লাহ এখন সব সংস্করণেই সাবেক ক্রিকেটার। ওয়ানডে থেকে তাঁদের অবসরের পর এই প্রথম ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

আরও পড়ুননাজমুলের কাছে যে সাহায‍্য চাইলেন মিরাজ২০ ঘণ্টা আগে

তামিম ইকবাল অবসর নিয়েছেন, সাকিব আল হাসান অবসর না নিয়েও ‘অবসরে’, এখন মুশফিক–মাহমুদউল্লাহও নেই। মাশরাফি বিন মুর্তজা তো নেই আরও আগে থেকেই। সব মিলিয়ে বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের ক্রিকেট থেকে সিনিয়র ক্রিকেটারদের যে ‘যাই যাই’ রব, টি–টোয়েন্টির পর ওয়ানডেতেও এখন সেটির আনুষ্ঠানিক অবসান ঘটে গেছে।

মুশফিক–মাহমুদউল্লাহর যুগপৎ বিদায়ে একটু অনভিজ্ঞ হয়ে পড়বে বাংলাদেশ দলের মিডল অর্ডার। তাঁরা অবসরে চলে গেলেও মিডল অর্ডারে মুশফিক, মাহমুদউল্লাহর নির্ভরযোগ্য বিকল্প এখনো তৈরি হয়নি বা হলেও তাঁদের পারফরম্যান্সের ধারাবাহিকতা এখনো প্রমাণের অপেক্ষায়। অভিজ্ঞতা ও দায়িত্ব নিয়ে খেলার মানসিকতা—দুটো মিলেই আসলে অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন মুশফিক–মাহমুদউল্লাহ। তাঁদের বিকল্প রাতারাতি হবেও না। তবে যাঁরা আছেন, ওয়ানডেতে বাংলাদেশকে নতুন করে পথ দেখাতে হলে তাঁদেরই হয়ে উঠতে হবে নতুন মুশফিক–মাহমুদউল্লাহ–সাকিব।

তাওহিদ হৃদয় কি মিডল অর্ডারের হাল ধরতে পারবেন

সম্পর্কিত নিবন্ধ

  • এবার এনবিআর সদস্য ও কমিশনারকে অবসরে পাঠিয়েছে সরকার
  • চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রাখায় কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
  • সিনিয়ররা না থাকায় নতুনদের জন্য সুযোগ দেখছেন মিরাজ
  • কারা হবেন নতুন মুশফিক-মাহমুদউল্লাহ