Prothomalo:
2025-07-12@20:51:22 GMT

কনসার্টে ফিরছে অড সিগনেচার

Published: 12th, July 2025 GMT

কনসার্টে ফিরছে অড সিগনেচার। আগামী ১ আগস্ট রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে (কেআইবি) ‘অড সিগনেচার দ্য কামব্যাক’ শিরোনামের কনসার্ট দিয়ে ফিরছে তারা। এদিন বেলা তিনটায় শুরু হবে কনসার্ট। গত বছর সিলেটে এক কনসার্টে যাওয়ার পথে নরসিংদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল আহাসান তানভীর পিয়াল এবং মাইক্রোবাসের চালক আবদুস সালাম মারা যান, আহত হন ব্যান্ডের আরও তিন সদস্য। ব্যান্ডটি এরপর অনির্দিষ্ট বিরতিতে চলে যায়। এক বছর পর আবার কনসার্টে ফিরছে তারা।

আরও পড়ুনভক্তদের ডাকে ফিরছে ‘অড সিগনেচার’০২ এপ্রিল ২০২৫

বেশ কয়েক মাস ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীতবিষয়ক বিভিন্ন পেজ ও গ্রুপে নিয়মিতই অড সিগনেচারকে ফেরার আকুতি জানাচ্ছিলেন ভক্তরা। কিন্তু মানসিক ট্রমা ও পরিবার থেকে অনুমতি না পাওয়ায় ফেরা হচ্ছিল না। তবে চলতি বছরের মে মাসে ভক্তদের ডাকে সাড়া দিয়ে ‘জগৎ মঞ্চ’ শিরোনামের একটি গান দিয়ে আবারও গানের দুনিয়ায় ফেরে অড সিগনেচার। তবে কনসার্ট কার্যক্রম বন্ধই ছিল। অবশেষে কনসার্টে ফেরার সুখবর দিয়েছে তারা। কনসার্টটি নিয়ে ব্যান্ডের কি-বোর্ডিস্ট ও ভোকাল অমিতাভ প্রথম আলোকে বলেন, ‘একক কনসার্ট হলেও অতিথি কয়েকজন শিল্পীও পারফর্ম করবেন। পরিচিত গানের সঙ্গে অপ্রকাশিত কিছু গানও প্রকাশ করা হবে।’

অমিতাভ আরও জানান, ব্যান্ডের নতুন সদস্য, ভবিষ্যৎ পরিকল্পনা—সবকিছু কনসার্টের দিনই আনুষ্ঠানিকভাবে জানাবেন তাঁরা।
২০১৭ সালে যাত্রা করে অড সিগনেচার তরুণ শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করে। তাদের ‘আমার দেহখান’ গানটি অনুরাগীদের ছাপিয়ে সাধারণ মানুষের মুখে মুখেও ফেরে। এর বাইরে ‘ঘুম’, ‘প্রস্তাব’, ‘দুঃস্বপ্ন’, ‘মন্দ’ শিরোনামের গানগুলোও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কনস র ট

এছাড়াও পড়ুন:

বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন বিএনপি সম্মেলনে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ৫ জন। গুরুতর আহত দুজনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ভুতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার বিকেলে কেদারপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আহ্বায়ক কমিটির বিরোধীপক্ষে থাকা নেতাকর্মীদের এতে আমন্ত্রণ জানানো হয়নি। সম্মেলন চলাকালে তারা পাল্টা প্রতিবাদ মিছিল বের করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মেলন সভার কাছে দলের আরেকপক্ষ মিছিল করছিল। তখন সম্মেলনকারীরা হামলা করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মিল্টন, কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও ছাত্রদলের সদস্যসচিব ইয়াসিন আরাফাতসহ ৫ জন আহত হন।

মিল্টন জানান, সম্মেলনে তাদের আমন্ত্রণ জানানো হয়নি। তারপরও তারা মাদ্রাসার কাছে জমায়েত হন। একপর্যায়ে একদল বিএনপি কর্মী তাদের ওপর হামলা চালায়। তিনি বলেন, সম্মেলন মূলত পাতানো।

উপজেলা আহ্বায়ক কমিটির বিরুদ্ধে অবস্থানকারীদের শীর্ষ নেতা সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি জানান, আহ্বায়ক কমিটি তাদের মতো করে ইউনিয়ন সম্মেলন ও কমিটি গঠন করছে। এতে দলের ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছেন। শনিবার বিকেলে কেদারপুরে প্রতিবাদ করায় হামলা করা হয়েছে। 

উপজেলা বিএনপির সদস্যসচিব অহিদুল ইসলাম প্রিন্স বলেন, ‘আমরা যখন সম্মেলনে গিয়েছি তখন কিছু দেখিনি। তবে থানার ওসি বলেছেন, কোথাও কোনো গণ্ডগোল হয়েছে। হামলায় আহতদের খোঁজ নেব।’ 

বাবুগঞ্জ থানার ওসি জহিরুল আলম বলেন, ‘কেদারপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে দু’পক্ষের উত্তেজনার খবর শুনেছি। মারামারি হয়েছে কিনা জানি না। কেউ থানায় অভিযোগ দেয়নি।’

সম্পর্কিত নিবন্ধ