পাঁচ দফা দাবিতে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ
Published: 27th, October 2025 GMT
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে এবং আগামী ফেব্রয়ারিতে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে গাইবান্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা বিক্ষোভ মিছিল করেছে।
জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দুপুর থেকে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণে সমবেত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা প্রাঙ্গণে এসে শেষ হয়।
আরো পড়ুন:
রাবিতে সায়মার মৃত্যুকে ‘অবহেলাজনিত হত্যা’ দাবি করে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু.
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, সাবেক উপজেলা চেয়ারম্যান মাজেদুর রহমান, জেলা শিবির সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও মো. ফয়সাল কবির রানা, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, গাইবান্ধা পৌরসভা আমীর অধ্যাপক ফেরদৌস আলম, মাওলানা নুরুল ইসলাম মন্ডল প্রমুখ।
সমাবেশ বক্তারা বলেন, অনেক রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে। পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি, জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, খুনি ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে হবে। অধিকাংশ রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে বিদ্যমান রাষ্ট্র কাঠামোর সংস্কার করলেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হবে।
জনগণের গণদাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান বক্তারা।
ঢাকা/লুমেন/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সরক র ইসল ম
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে স্কাই ড্রাগস কোম্পানির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের স্কাই ড্রাগস (ওরফে গেটকো) কোম্পানির বিরুদ্ধে জমি দখল ও বালুভরাটের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের আমবাগ চৌরাস্তার সামনে স্কাই ড্রাগস কোম্পানির মূল ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ অংশ নেন।
ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করেন, স্কাই ড্রাগস নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এলাকার কৃষকদের জমি জোরপূর্বক দখল করে বালু ভরাট করছে। ফলে আবাদি জমি নষ্ট হয়ে যাচ্ছে এবং কৃষকদের জীবিকা হুমকির মুখে পড়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা এই কোম্পানির কাছে জমির মালিক। অথচ আমাদের জমি জবরদখল করে শিল্পকারখানা নির্মাণের প্রস্তুতি নিচ্ছে তারা। প্রশাসনের কাছে বারবার অভিযোগ দিয়েও কোনো সমাধান পাইনি।”
এ সময় উপস্থিত ছিলেন আবু সাঈদ মোল্লা, লিটন বেপারী, তোমার ভূঁইয়া, মোয়াজ্জেম মোল্লা, দেওয়ান আনমন, বাতেন মোল্লাসহ অনেকে।
তারা সংশ্লিষ্ট প্রশাসন ও ভূমি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, “এই মাটি খেকো ও ভূমিদস্যুদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে, নইলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব।”