১ মিনিটে ১১টি বোতলের ছিপি খুলে ফেলল কুকুর
Published: 7th, August 2025 GMT
পোষা প্রাণী হিসেবে কুকুরের বেশ কদর রয়েছে। দৈনন্দিন জীবনে মানুষের অনেক উপকারে আসে এই প্রাণী। এ কারণে অনেকে কুকুরকে পরিবারের সদস্য বলে মনে করেন। রোগশোকে চিকিৎসকের কাছে নিয়ে যান। আনন্দের মুহূর্ত একসঙ্গে উপভোগ করেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের একজন নারী তাঁর পোষা কুকুরের জন্মদিন উদ্যাপন করেন। ওই অনুষ্ঠানে এক মিনিটে ১১টি প্লাস্টিকের বোতলের ছিপি খুলে ফেলে কুকুরটি। এর মাধ্যমে কুকুরটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি অর্জন করে।
টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা সত্যপ্রিয়া ঈশ্বরনের পোষা কুকুরের নাম জেরি। চতুর্থ জন্মদিনে নিজের দক্ষতার পরীক্ষা দেয় পোষা কুকুরটি। পরীক্ষায় অংশ নিয়ে ১ মিনিটে সবচেয়ে বেশি প্লাস্টিকের বোতলের ছিপি খোলার আনুষ্ঠানিক রেকর্ড গড়ে সে।
একটি ভিডিওতে দেখা যায়, প্রিয়া ঈশ্বরন কার্পেটের ওপর পানির খালি বোতল ছুড়ে দিচ্ছেন। আর জেরি বোতলের পেছনের অংশ পা দিয়ে চেপে ধরে ছিপি খুলে ফেলছে। বোতল ছুড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে এই কাজ করছে সে।
সত্যপ্রিয়া ঈশ্বরন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, ‘কুকুরটিকে কোনো ধরনের অনুশীলন করানো হয়নি। এটা জেরির স্বভাবজাত গুণ। আমরা তাকে বোতল দিলেই সে বোতলের ছিপি খুলতে পছন্দ করে। কোনো ধরনের বিশেষ প্রশিক্ষণ ছাড়াই সে একটা করতে পারে। সে খুবই মনোযোগী। সে নিজেকে নিজেই চ্যালেঞ্জ দেয়। তাকে কোনো কাজ দেওয়া হলে নিখুঁতভাবে করে দেয়।
ঈশ্বরন বলেন, প্রথমবার জেরিকে একটি বোতল খেলতে দেওয়ার পরপরই তাঁরা তার এই প্রতিভা বুঝতে পারেন। এখন প্লাস্টিকের বোতলই তার প্রিয় খেলনা। তিনি বলেন, সে সব সময় অনেক চ্যালেঞ্জ নিতে চায়, অনেক কাজ করতে চায়। এটি তার প্রেরণা, আর সে একটানা তা করে যায়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগে ডিন নিয়োগে বিজ্ঞপ্তি
বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অব লাইফ সায়েন্সেস’–এর ডিন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টি নতুন এই বিভাগ চালু করতে যাচ্ছে। আবেদন করতে প্রয়োজন হবে ১২ বছরের কাজের অভিজ্ঞতা।
পদের নাম ও বিবরণ* ডিন, স্কুল অব লাইফ সায়েন্সেস
যোগ্যতা ও অভিজ্ঞতা: লাইফ সায়েন্সেস বা সংশ্লিষ্ট ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত ১২ বছরের নেতৃত্বের অভিজ্ঞতা, যার মধ্যে কমপক্ষে পাঁচ বছর অ্যাসোসিয়েট ডিন, ডিন বা সমমানের পদে থাকতে হবে। একাডেমিক, গবেষণা, শিল্প খাত ও নীতিনির্ধারকদের সঙ্গে মজবুত নেটওয়ার্ক তৈরির অভিজ্ঞতা থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের ইন্টেলেকচুয়াল প্রপার্টি থেকে মূল্য সৃষ্টির কৌশলগত ধারণা থাকতে হবে।
আরও পড়ুনপাঁচ বছর ধরে কেন আটকে আছে মাউশির ৬১০ পদে নিয়োগ৭ ঘণ্টা আগেদায়িত্ব ও কর্তব্য: স্বাস্থ্য, পরিবেশ ও টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা, বিশেষ করে গ্লোবাল সাউথকে কেন্দ্র করে। দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়, গবেষণাপ্রতিষ্ঠান, শিল্প খাত ও নীতিনির্ধারকদের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলা।
আবেদনপ্রক্রিয়াপ্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত নথি জমা দিতে হবে-
১. কভার লেটার
২. জীবনবৃত্তান্ত
৩. তিনজন রেফারেন্সের তথ্য
আরও পড়ুনপ্রাথমিকের সহকারী শিক্ষকেরা ১০ ও ১৬ বছর পূর্তিতে পাচ্ছেন উচ্চতর স্কেল ২২ ঘণ্টা আগেআবেদন পাঠাতে হবে ([email protected]) ই–মেইলে অথবা ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে: career.bracu.ac.bd।
বিষয় হিসেবে উল্লেখ করতে হবে: Dean, School of Life Sciences
আবেদনের শেষ তারিখ৭ অক্টোবর ২০২৫