আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পূর্বালী ব্যাংক একটি মাইক্রোবাস উপহার দিয়েছেন।

বুধবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হকের হাতে মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন পূর্বালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড.

গোলাম রহমান, সদস্য ড. মো. খলিলউল্লাহ, মো. সাজেদুল কাইয়ুম দুলাল, অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, ড. এম. এ জলিল, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মেদ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শারমিন রেজা চৌধুরী।

আরো পড়ুন:

জবিতে বাস সংকট চরমে, দুর্ভোগে শিক্ষার্থীরা

বিশ্বের ৪ বিশ্ববিদ্যালয়ে ফুল ফাউন্ডেড স্কলারশিপ পেলেন বেরোবি শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক বলেন, “পরিবহন ব্যবস্থার উন্নয়নে একটি মাইক্রোবাস উপহার দেওয়ার জন্য পূর্বালী ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে এই মাইক্রোবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

তিনি বলেন, “শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নে এ ধরনের সহায়তা আমাদের অগ্রযাত্রাকে আরো গতিশীল করবে। পূর্বালী ব্যাংকের এই উদারতাপূর্ণ উদ্যোগ বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট খাতের মধ্যে একটি দৃঢ় বন্ধন স্থাপন করেছে, যা ভবিষ্যতে আরো নানা যৌথ উদ্যোগের পথ সুগম করবে।”

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. গোলাম রহমান পূর্বালী ব্যাংক কর্তৃক বিশ্ববিদ্যালয়কে মাইক্রোবাস উপহার দেওয়ার জন্য গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানকে পরিবহন সুবিধায় সহায়তা করার মাধ্যমে পূর্বালী ব্যাংক একটি শিক্ষাবান্ধব ও সমাজকল্যাণমুখী দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধরনের উদ্যোগ শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, পুরো সমাজেই ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।”

অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ইনচার্জ) অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান, ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মো. আশরাফুর রহমান প্রমুখ।

ঢাকা/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আহ ছ ন রহম ন

এছাড়াও পড়ুন:

গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

বরিশালের গৌরনদীতে বাসচাপায় আব্দুল কাদের (৩৬) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাহিলাড়া মোল্লাবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কাদের জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভাজনা এলাকার তাজেল হাওলাদারের ছেলে। গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পিকআপ, চালকসহ নিহত ২

মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

তিনি বলেন, ‘‘ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। একইসঙ্গে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/পলাশ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ