বাগেরহাটে বিরল সুন্ধি প্রজাতির কচ্ছপ উদ্ধার
Published: 23rd, September 2025 GMT
বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিরল প্রজাতির একটি সুন্ধি প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে ইয়ুথ ক্লাব শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে কচ্ছপটি উদ্ধার করা হয়। এর আগে সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামে স্কুলছাত্রী নওশীন আক্তার (১১) তার বাড়ির উঠানে কচ্ছপটি দেখতে পায়। শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্যদের খবর দিলে তারা কচ্ছপটি উদ্ধার করে উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করেন।
আরো পড়ুন:
মানিকগঞ্জে ফ্ল্যাট থেকে মা ও ২ সন্তানের লাশ উদ্ধার
সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করে স্বামীর আত্মহত্যা
নওশীন আক্তার বলেন, ‘‘কয়েক দিনের টানা ভারি বর্ষণে চারপাশ প্লাবিত হয়েছে। সম্ভবত ভেসে এসে কচ্ছপটি আমাদের উঠানে ঢুকে পড়ে।’’
শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সভাপতি নাজমুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা সুন্ধি কচ্ছপটি উদ্ধার করে অবমুক্ত করেছি। কচ্ছপটির ওজন প্রায় ৫০০ গ্রাম। এটি বিরল প্রজাতির। বাংলাদেশে এর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আবাসস্থল ধ্বংস, জলাশয় ভরাট ও নির্বিচার শিকারের কারণে এ প্রজাতি এখন হুমকির মুখে।’’
তিনি আরো বলেন, ‘‘আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকা অনুযায়ী, সুন্ধি কচ্ছপ ‘নিয়ার থ্রেটেনড’ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। তাই এ প্রজাতিকে টিকিয়ে রাখতে স্থানীয় পর্যায়ে সকলের সচেতনতা প্রয়োজন।”
ঢাকা/শহিদুল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উদ ধ র শরণখ ল
এছাড়াও পড়ুন:
যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য নির্বাচন নাই: জামায়াত আম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘‘যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই। ২৬-এ নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে।’’
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টন মোড়ে জামায়াতসহ আন্দোলনরত ৮ দলের আয়োজনে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন’সহ ৫ দফা দাবিতে সমাবেশে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘‘সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে। গণতন্ত্রের কথা হলো, সংখ্যাগরিষ্ঠরা যা বলবে, বাকিদের তা মেনে নিতে হবে। কিন্তু কেউ কেউ সেটি মেনে নিতে রাজি নয়। জুলাই সনদেই যদি কেউ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখায়, জাতীয় নির্বাচনের প্রতি তারা শ্রদ্ধা কীভাবে দেখাবে?’’
‘‘আমাদের দাবি কম, কিন্তু খুব সুস্পষ্ট। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা নাই।’’
শফিকুর রহমান আরো বলেন, ‘‘দলগুলো একমত হয়ে যখন জুলাই সনদে স্বাক্ষর করেছে তখন গণভোট আগে হওয়াই যুক্তিযুক্ত। এর ভিত্তিতে আগামী নির্বাচন হলে কোনো সন্দেহ-সংশয় থাকবে না। জামায়াতসহ আট দল আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন চায়।’’
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ, জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য মুজাদ্দিদ বিল্লাহ আল মাদানী, খেলাফত মজলিসের আমির আবদুল বাসিত আজাদ ও যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, মহাসচিব জালালুদ্দিন আহমদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির সরওয়ার কামাল আজিজি, মহাসচিব মুসা বিন ইযহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী, মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।
ঢাকা/রায়হান//