মানিকগঞ্জ পৌরসভার আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে মা এবং দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ শহরের পশ্চিম বান্দুটিয়া এলাকার যৌথ মালিকানাধীন মুক্তাদির এবং রাহাত সালমানের ভবন থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, মা শিখা আক্তার (২৯), ছেলে আরাফাত ইসলাম আলভী (৯) এবং মেয়ে সাইফা আক্তার (২)।

আরো পড়ুন:

সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করে স্বামীর আত্মহত্যা

নিজ ঘ‌র থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

মৃত শিখা আক্তার প্রবাসী শাহীন আহমেদের (৪২) স্ত্রী। শাহীন এক মাস আগে জীবিকার তাগিদে মালয়েশিয়া পাড়ি জমিয়েছেন। এর আগে তিনি এলাকায় ইজিবাইক চালাতেন। প্রবাসী শাহীন আহমেদ বছর পাঁচেক আগে শিখা আক্তারকে বিয়ে করেন। এটি শাহীন এবং শিখা আক্তার উভয়ের দ্বিতীয় বিয়ে।

এ ঘটনায় পুলিশ সুপার ইয়াসমিন খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, ‘‘বন্ধ ফ্ল্যাট থেকে মা এবং দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে অ্যালুমিনিয়াম ফসফাইডের উপকরণ মিলেছে। যেহেতু ফ্ল্যাট ভেতর থেকে তালাবদ্ধ ছিল, সেহেতু মা দুই শিশুসন্তানকে বিষ পান করিয়ে নিজে বিষ পান করেছেন। বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। বাকিটা ময়নাতদন্তে জানা যাবে।’’

পুলিশ সুপার বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহ থেকে এ ঘটনা ঘটেছে।’’

স্বামী শাহীন আহমেদের মামা আমান আনসারী বলেন, ‘‘শাহীনের বাবা-মা নেই। বোনের বাড়ি হরিরামপুরের লেছরাগঞ্জ থেকেছেন। প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর শিখা আক্তারকে পাঁচ বছর আগে বিয়ে করেন। এ ঘরে তার এক কন্যা সন্তান। দেশে থাকা অবস্থায় শাহীন ইজিবাইক চালাতেন। এক মাস ধরে শাহীন মালয়েশিয়া গিয়েছেন। যাওয়ার আগে তিনি তার স্ত্রী-সন্তানদের ভাড়া বাসায় তোলেন। এ বাসায় শিখা আক্তারের আগের ঘরের ৯ বছর বয়সী ছেলে আলভীও থাকত।’’

পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া আলমগীর হোসেন বলেন, ‘‘মাস দেড়েক হয় তারা ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন। একবারই তার স্বামীকে দেখেছিলাম। পরে শিখা এবং তার ছেলে-মেয়ে এ বাসায় থাকেন। তাদের বাসার বাইরে কখনো দেখা যায়নি। কারেন্ট বিলের টাকা চাওয়ার জন্য আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে তাদের দরজায় নক করলে সাড়া পাওয়া যায়নি। কয়েক দফায় চেষ্টা করার পরও সাড়া না পেয়ে বাড়িওয়ালাকে বিষয়টি অবগত করি। পরে তিনি আসেন এবং দীর্ঘক্ষণ ডেকেও সাড়া পাননি।’’

তিনি আরো বলেন, ‘‘কোনো সাড়া না পেয়ে জরুরি জাতীয় সেবা নম্বর ৯৯৯ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ আসে এবং পাশের ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে দরজা ভেঙে প্রবেশ করলে খাটের উপর মা এবং মেঝেতে দুই শিশুর লাশ পাওয়া যায়।’’
 

ঢাকা/চন্দন/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উদ ধ র র ল শ উদ ধ র সন ত ন

এছাড়াও পড়ুন:

বিসিবি নির্বাচনি প্রক্রিয়ার প্রথম ধাপেই ‘গড়বড়’

মাঠের ক্রিকেট এখন কোর্ট-কাছারির বারান্দায়! ক্রিকেট বোর্ডের প্রশাসন নির্বাচন নিয়ে মুখোমুখি দুই প্রতিপক্ষ শিবির শরণাপন্ন হয়েছে আদালতের। তাতে বিসিবি নির্বাচনি প্রক্রিয়ার প্রথম ধাপেই হয়েছে ‘গড়বড়’।

তফসিল অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করার কথা ছিল। কিন্তু দুই দফা সময় বাড়ানোর পরও নির্ধারিত সময়ে প্রকাশ করা হয়নি ভোটার তালিকার খসড়া। দুপুর ৩টা পর্যন্ত অপেক্ষা করার কথা মৌখিকভাবে বলা হয়েছিল। কিন্তু সেই সময়ও অতিক্রম হয়েছে ২ ঘণ্টা হল।

আরো পড়ুন:

দুই দিন পেছাল বিসিবি নির্বাচন

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

নির্বাচন কমিশন এই তালিকা প্রকাশ করার কথা। কিন্তু রাইজিংবিডি নিশ্চিত হয়েছে বিসিবি এখনও খসড়া ভোটার তালিকা তাদের কাছে পৌঁছে দেয়নি। অভিযোগের তির বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দিকে। শোনা যাচ্ছে পছন্দের কাউন্সিলরদের নাম না পেয়ে অপেক্ষা করছেন বিসিবি সভাপতি আমিনুল। এর আগেও তিনি নির্বাচনের কাউন্সিলর বা ভোটারদের নাম জমা দেওয়ার সময় দুইবার বাড়ান। দ্বিতীয় দফা সময় বাড়ানোর ক্ষেত্রে অন্য বোর্ড পরিচালকদের কোনো মতামতও নেননি বিসিবি সভাপতি।

এ নিয়ে পরিচালক ইফতেখার আহমেদ সরাসরি বলেছেন, “উনি সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে এটা অনুমোদন করে বাড়িয়ে দিয়েছেন। একটা তো জানেন যে আছে (ক্ষমতা)… এই ক্ষমতাবলে করেছেন (সময় বাড়ানো)…একটা তো জানেন যে আছে (ক্ষমতা)… এই ক্ষমতাবলে করেছেন (সময় বাড়ানো)…।’’

খসড়া ভোটার তালিকা নির্ধারিত সময়ে প্রকাশ না হওয়ায় নির্বাচনের সূচিতে আর কোনো পরিবর্তন আসবে কিনা, সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর।

নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে। ‘সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে’ আমিনুল ইসলাম সব সিদ্ধান্ত একা নিচ্ছেন। যিনি নিজেও বোর্ড পরিচালক প্রার্থী।  এছাড়া সরকারি হস্তক্ষেপ ও সভাপতির নির্বাহী ক্ষমতার অপপ্রয়োগের প্রতিবাদে গত শনিবার সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জেলা ও বিভাগীয় এবং ক্লাবের সকল পর্যায়ের ক্রিকেট খেলোয়াড় ও সংগঠকরা।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ