বরিশালে ডিসি লেকের প্রাচীর নির্মাণকাজ বন্ধের দাবিতে নাগরিকদের স্মারকলিপি
Published: 23rd, September 2025 GMT
বরিশাল নগরের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ডিসি লেকের চারপাশে প্রাচীর নির্মাণ বন্ধের দাবিতে আজ মঙ্গলবার সর্বস্তরের নাগরিকেরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন। সকাল ১০টায় এ স্মারকলিপি জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের কাছে হস্তান্তর করা হয়।
স্মারকলিপি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক মনীষা চক্রবর্তী, বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সমন্বয়ক শাহ আজিজ খোকন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য জলিলুর রহমান, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মিজানুর রহমান, কড়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক সোনালী কর্মকার প্রমুখ।
বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক মনীষা চক্রবর্তী বলেন, বরিশাল নগরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই লেক নগরবাসীর একমাত্র উন্মুক্ত জলাশয়। এখানে প্রাচীর নির্মাণ মানে মানুষকে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করা। প্রশাসন নিরাপত্তাহীনতা ও অসামাজিক কার্যকলাপের অজুহাতে প্রাচীর নির্মাণ করছে। অথচ সমাধান হতে পারে পুলিশি টহল, সিসিটিভি ক্যামেরা বা পর্যাপ্ত আলোর ব্যবস্থা। লেক ও পার্ক এলাকায় মানুষ পরিবার নিয়ে সময় কাটায়। সেই সুযোগ কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। অবিলম্বে প্রাচীর নির্মাণের কাজ বন্ধ করতে হবে। না হলে নাগরিকদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, নগরায়ণ ও অপরিকল্পিত উন্নয়নের কারণে বরিশাল শহরের অনেক খাল-জলাশয় হারিয়ে গেছে। বরিশালের ঐতিহ্য এই ডিসি লেক এখন নগরবাসীর শেষ ভরসা। সেটিও নিরাপত্তার অজুহাতে প্রাচীর দিয়ে ঘিরে ফেলার উদ্যোগ হতাশা ও দুঃখজনক।
প্রাচীর নির্মাণ প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, কিছু তরুণ-তরুণী লেকের পাশে গভীর রাত পর্যন্ত সময় কাটানোর নামে অসামাজিক কার্যকলাপ করেন। পাশের সড়ক দিয়ে যাতায়াতকারীদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তা ছাড়া এখানে মাদকসেবীদের আড্ডা এবং লেক থেকে মাছ চুরিসহ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এগুলো বন্ধ করার জন্য লেক ঘিরে প্রাচীর দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর নগরের বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও শিক্ষার্থী সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ লেকের পাশে মানববন্ধন ও সমাবেশ করে প্রাচীর নির্মাণ বন্ধের দাবি জানিয়েছিলেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বায়ুদূষণে বিশ্বে আজ দ্বিতীয় ঢাকা, সুরক্ষায় নগরবাসীর কী করতে হবে
বর্ষাকালে ঢাকার বায়ুর মান সাধারণত ভালো থাকে। অবশ্যই তা বৃষ্টির জন্য। এবারের বর্ষার মধ্যেও বায়ুর মান মোটামুটি ভালো থেকেছে। কিন্তু বৃষ্টি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ঢাকার দূষণ বেড়ে যাচ্ছে।
গতকাল শনিবার রাজধানীতে ৪ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। তারপরও বায়ুর মান ভালো হয়নি। রাজধানীতে আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে আইকিউএয়ারের ঢাকার গড় বায়ুমান ১৬৮। এই মান মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
আজ বায়ুদূষণে শীর্ষ স্থানে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৮৪। এরপরই ঢাকার অবস্থান।
বায়ুদূষণে ঢাকার অবস্থান তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
বর্ষাকালে সাধারণত বায়ুদূষণ কম থাকে মূলত বৃষ্টির কারণে। মোটামুটি মে মাসের শেষ থেকেই কমে আসতে থাকে দূষণ। কারণ, এ সময় থেকেই বৃষ্টি শুরু হয়। প্রাকৃতিক এ ঘটনা ছাড়া দূষণ রোধে আর কোনো ব্যবস্থাই আসলে নেই। সরকারি নানা উদ্যোগ ব্যর্থ প্রমাণিত হয়েছে। বৃষ্টি হলে নগরীর দূষণ কমে কয়েক দিন, তারপর আবার বাড়ে। জুলাই সবচেয়ে কম দূষণের মাস।
রাজধানীর বেশি দূষিত এলাকাগুলোর মধ্যে আছে মিরপুরের ইস্টার্ন হাউসিং, স্কোর ১৮০; পুরান ঢাকার বেচারাম দেউড়ি, স্কোর ১৭৯।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ১৬ গুণ বেশি।
নগরবাসীর জন্য পরামর্শআজ ঢাকার যে বায়ুমান, তার পরিপ্রেক্ষিতে নগরবাসীর জন্য কিছু পরামর্শ দিয়েছে আইকিউ এয়ার। এর মধ্যে আছে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যেতে হবে, জানালা বন্ধ রাখতে হবে, ঘরের বাইরে ব্যায়াম করা এড়িয়ে যেতে হবে।
গতকাল সকাল থেকেই ঢাকার আকাশ ছিল ঘোলাটে। খানিকটা মনে হচ্ছিল যেন কুয়াশা পড়ছে। এর সঙ্গে ছিল প্রচণ্ড গরম আর গুমোট ভাব। সকাল ৬টা থেকে প্রায় ১০টা পর্যন্ত এমন আবহাওয়া দেখা গেছে। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান এর কারণ হিসেবে লো ক্লাউড বা মেঘ নিচে নেমে আসা ও বায়ুদূষণের কথা বলেছেন। আজ সকালেও আকাশ কিছুটা ঘোলাটে।