সোনারগাঁয়ে জাপা নেতা ভোল্ট পাল্টে এখন বিএনপি নেতা!
Published: 23rd, September 2025 GMT
নারায়ণগঞ্জ-৩ আসনের রাজনীতিতে আবারও আলোচনায় উঠে এসেছেন পিরোজপুর ইউনিয়নের দেলোয়ার হোসেন।
একসময়ের জাতীয় পার্টির (জাপা) বড় নেতা হিসেবে পরিচিত দেলোয়ার এখন ভোল্ট পাল্টে বনে গেছেন বিএনপি নেতা। এ ঘটনায় স্থানীয় তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও বিভ্রান্তি তৈরি হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, দেলোয়ার হোসেন একসময় কাচপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন। সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকার ঘনিষ্ঠ সহচর হিসেবে সোনারগাঁ অঞ্চলে তার প্রভাবশালী অবস্থান ছিল।
খোকার ছায়াতলে থেকে তিনি চাঁদাবাজি, দখলদারি, সালিশের নামে টাকা হাতিয়ে নেওয়াসহ নানা অপকর্মে জড়িত ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর জাতীয় পার্টির অনেক নেতার মতো খোকাও আত্মগোপনে চলে যান। দেলোয়ারও কিছুদিন এলাকা থেকে বাইরে ছিলেন।
তবে সম্প্রতি তিনি এলাকায় ফিরে বিএনপির স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং অল্প সময়েই বিএনপি নেতাদের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। এখন তিনি প্রকাশ্য সভা-সমাবেশে অংশ নিচ্ছেন, এমনকি বক্তৃতাও দিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর বিকেলে পিরোজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকায় দেলোয়ার হোসেন নিজেই আয়োজন করেন বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচি। আশ্চর্যের বিষয়, ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব। সেখানে সোনারগাঁ বিএনপি ও যুবদলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তৃণমূল বিএনপির অনেক নেতা বলেন, “একজন জাতীয় পার্টির বিতর্কিত নেতা আজ বিএনপির মঞ্চে উঠে বক্তব্য দিচ্ছেন—এটা কর্মীদের সঙ্গে বড় ধরণের অবিচার। যারা বছরের পর বছর বিএনপির জন্য সংগ্রাম করেছেন, তাদের পাশ কাটিয়ে একজন ভোল্ট পাল্টে আসা ব্যক্তি কিভাবে নেতার আসনে বসেন?”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দেলোয়ার হোসেনের এই হঠাৎ রূপান্তর শুধু রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য। ক্ষমতার পালাবদলে টিকে থাকার জন্য তিনি নতুন আশ্রয় খুঁজে নিয়েছেন, আর স্থানীয় বিএনপির কিছু প্রভাবশালী নেতা তাকে গ্রহণ করায় তিনি নতুন পরিচয়ে মাঠে নামতে পেরেছেন।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র
এছাড়াও পড়ুন:
ধানের শীষের প্রতীকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে : রাজিব
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, বাংলাদেশের আজকে যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটা অনেকটা এই ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মতোই এই ফ্যাসিবাদকে হটানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এবং বাংলাদেশের আপামর জনসাধারণ ও সেনাবাহিনীসহ সবাই সম্মিলিতভাবে এই ফ্যাসিবাদকে উৎখাত করেছে। এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা ও উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় জাতীয়তাবাদী দল।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি পূর্বে বক্তব্যেকালে তিনি এসব কথাগুলো বলেন। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল চারটায় সাইনবোর্ড পাসপোর্ট অফিসের সামনে থেকে এই বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা - নারায়ণগঞ্জ লিংক প্রদক্ষিণ করেন।
তিনি আরও বলেন, আর সেই লক্ষ্যে আগামীতে যে নির্বাচন আছে সেই নির্বাচনে আমাদের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে সে নির্দেশনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী সেটা অক্ষরে অক্ষরে পালন করবে।
আমরা জাতীয়তাবাদী দলের সৈনিক। আমরা দীর্ঘ ১৭টি বছর রাজপথে লড়াই সংগ্রাম করেছি। সেই সংগ্রামের ফল বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।