নারায়ণগঞ্জ-৩ আসনের রাজনীতিতে আবারও আলোচনায় উঠে এসেছেন পিরোজপুর ইউনিয়নের দেলোয়ার হোসেন।

একসময়ের জাতীয় পার্টির (জাপা) বড় নেতা হিসেবে পরিচিত দেলোয়ার এখন ভোল্ট পাল্টে বনে গেছেন বিএনপি নেতা। এ ঘটনায় স্থানীয় তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও বিভ্রান্তি তৈরি হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, দেলোয়ার হোসেন একসময় কাচপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন। সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকার ঘনিষ্ঠ সহচর হিসেবে সোনারগাঁ অঞ্চলে তার প্রভাবশালী অবস্থান ছিল।

খোকার ছায়াতলে থেকে তিনি চাঁদাবাজি, দখলদারি, সালিশের নামে টাকা হাতিয়ে নেওয়াসহ নানা অপকর্মে জড়িত ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর জাতীয় পার্টির অনেক নেতার মতো খোকাও আত্মগোপনে চলে যান। দেলোয়ারও কিছুদিন এলাকা থেকে বাইরে ছিলেন।

তবে সম্প্রতি তিনি এলাকায় ফিরে বিএনপির স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং অল্প সময়েই বিএনপি নেতাদের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। এখন তিনি প্রকাশ্য সভা-সমাবেশে অংশ নিচ্ছেন, এমনকি বক্তৃতাও দিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর বিকেলে পিরোজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকায় দেলোয়ার হোসেন নিজেই আয়োজন করেন বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচি। আশ্চর্যের বিষয়, ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব। সেখানে সোনারগাঁ বিএনপি ও যুবদলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তৃণমূল বিএনপির অনেক নেতা বলেন, “একজন জাতীয় পার্টির বিতর্কিত নেতা আজ বিএনপির মঞ্চে উঠে বক্তব্য দিচ্ছেন—এটা কর্মীদের সঙ্গে বড় ধরণের অবিচার। যারা বছরের পর বছর বিএনপির জন্য সংগ্রাম করেছেন, তাদের পাশ কাটিয়ে একজন ভোল্ট পাল্টে আসা ব্যক্তি কিভাবে নেতার আসনে বসেন?”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দেলোয়ার হোসেনের এই হঠাৎ রূপান্তর শুধু রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য। ক্ষমতার পালাবদলে টিকে থাকার জন্য তিনি নতুন আশ্রয় খুঁজে নিয়েছেন, আর স্থানীয় বিএনপির কিছু প্রভাবশালী নেতা তাকে গ্রহণ করায় তিনি নতুন পরিচয়ে মাঠে নামতে পেরেছেন।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র

এছাড়াও পড়ুন:

মডেল গ্রুপের মাসুদুজ্জমানের বিএনপিতে যোগদান

নারায়ণগঞ্জের মডেল গ্রুপের মালিক মাসুদুজ্জামান বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়া উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি যুগ্ম মহাসচিব এ্যাড. আবদুস সালাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু,  নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়া, সদস্য গিয়াস উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ। রুহুল কবির রিজভীর হাতে ফুল দিয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন শিল্পপতি মাসুদুজ্জামান।

 

 


নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদের কেন্দ্রীয় বিএনপি কার্যালয়ে রুহুল কবির রিজভী আহমেদ কে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা বাবুল সাহেব সালাম সাহেব টিটু সাহেব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির  আহবায়কএড সাখাওয়াত হোসেন খান সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। মুস্তাফিজুর রহমান দিপু ভূইয়া বিএনপির কেন্দ্রীয় সদস্ সাবেক এমপি গিয়াস উদ্দিন, মাসুকুল ইসলাম রাজীব যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনো যুগ্ন আহবায় নেতা মনিরুল ইসলাম রবি,কাউন্সিলর দিনা বিএনপির নেতৃবৃন্দ

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ে বেতন বৃদ্ধির দাবিতে মদিনা মেরিটাইমের শ্রমিকদের বিক্ষোভ
  • ফতুল্লায় বিদ্যুৎকেন্দ্রে ডাকাতির ৬৫ লাখ টাকার বৈদ্যুতিক সরঞ্জামসহ ৯ ডাকাত গ্রেপ্তার
  • ফতুল্লায় শহীদ তিতুমীর একাডেমীর ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • মিশনপাড়া পঞ্চায়েত পরিষদ কার্যালয়ের শুভ উদ্বোধন 
  • নাসিক প্রশাসককে আমরা নাঃগঞ্জবাসী’র স্মারকলিপি পেশ
  • শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা
  • মডেল গ্রুপের মাসুদুজ্জমানের বিএনপিতে যোগদান
  • জেন-জি বিদ্রোহ: এশিয়ায় ফিরছে আরব বসন্ত?
  • যুক্তরাষ্ট্র এক ফোনকলেই গাজায় গণহত্যা বন্ধ করতে পারে, কিন্তু করে না কেন?