গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি: জামায়াত আমির
Published: 23rd, September 2025 GMT
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনা বা কটূক্তির জবাব পাল্টা গালিগালাজ দিয়ে দেওয়ার কোনো দরকার নেই বলে মত দিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।
তার ভাষায়, “গালির জবাবে আমাদের কর্মসূচি হবে দোয়া-ইনশাআল্লাহ।”
আরো পড়ুন:
‘দেশের ছাত্র-ছাত্রীরা এখন নেতৃত্বের পরিবর্তন চায়’
পাথর চুরির ঘটনায় জামায়াত নেতার নামও এসেছে : রিজভী
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এ বার্তা দেন।
পোস্টে ডা.
তিনি আরো লিখেছেন, ‘দেশের ও জনগণের মঙ্গলের জন্য কাজ করা জামায়াতের বড় দায়িত্ব।’
এই দায়িত্বকে আমানত হিসেবে শ্রদ্ধা করার তাগিদ দেন তিনি।
ডা. শফিকুর রহমান শেষের দিকে লিখেছেন, “ফায়সালা মহান মাবুদের হাতে। মহান আল্লাহর ওপর ভরসা ও ধৈর্যই হোক আমাদের মূল হাতিয়ার। প্রিয় বাংলাদেশকে আল্লাহ তাআলা সব ধরনের বিপদ থেকে হেফাজত করুন।”
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘কথায় কথায় ব্রাহ্মণবাড়িয়ায় জোটের প্রার্থী আসে কেন`
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “ব্রাহ্মণবাড়িয়ার মানুষের প্রতি এত অবহেলা কেন। কথায় কথায় ব্রাহ্মণবাড়িয়ায় জোটের প্রার্থী আসে কেন। ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন হয় না কেন। আমরা কি ভোট দিতে কার্পন্ন করি। আমরা কি ভোটের বাক্স ভরে দেই না। তাহলে কেন ব্রাহ্মণবাড়িয়া প্রতি এই অবহেলা। এসবের সমুচিত জবাব দেবে আমার এলাকার জনগণ।”
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আশুগঞ্জ উপজেলা শাখা সংবর্ধনা ও পরিচিতি সভার আয়োজন করে।
আরো পড়ুন:
ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করব: সপু
বিএনপির জন্ম হয়েছে সংস্কার করার জন্য: ডা. জাহিদ
রুমিন রুমিন ফারহানা জনগণের উদ্দেশে বলেন, “আপনারা প্রার্থী দেখে ভোট দেবেন। আপনারা দেশের মালিক। জনগণ দেশের মালিক। নিজের মালিকানা অন্যের কথায় আরেকজনের হাতে, ভুল মানুষের হাতে তুলে দেবেন না। আমার আগামী রাজনীতি নির্ধারিত হবে, আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী।”
তিনি বলেন, “আপনার যদি আমার পাশে থাকেন, তাহলে মৃত্যু পর্যন্ত এই এলাকায় হবে আমার শেষ ঠিকানা।”
রুমিন ফারহানা বলেন, “অনেকেই বলবে, উনাকে (রুমিন) এইডা দেওয়া হবে, সেটা হবে। আমি বলি, আমার এলাকার মানুষের ভোট ছাড়া আমি কারো কিছু আর চাই না। আপনাদের মাটির সন্তান আমি, আপনাদের পাশে আছি,আপনাদের পাশেই থাকব; ইনশাআল্লাহ।”
তারুয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন সাইমোল্লার সভাপতিত্বে সংবর্ধনা ও পরিচিতি সভার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয় ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসহাক মিয়া। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- ব্রাহ্মণবাড়িয় ওলামা দলের সদস্য সচিব মাওলানা ইয়াহিয়া মাসউদ।
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ