ফেডারেশন কাপের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ঢাকার কিংস অ্যারেনায় ফর্টিস এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। একই দিন কুমিল্লায় ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে স্যামুয়েল বোয়াটেংয়ের হ্যাটট্রিকে পুলিশ এফসিকে ৩-২ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২১ গোল করা বোয়াটেংকে রহমতগঞ্জ থেকে দলে ভিড়িয়েছে সাদা–কালোরা। সেবার এক ম্যাচে ডাবল হ্যাটট্রিকও করেছিলেন। তবে গতবার ফেডারেশন কাপে সেভাবে আলো ছড়াতে পারেননি। পুরো মৌসুমে করেন মাত্র তিন গোল। এবার এক ম্যাচেই তিন গোল করলেন মোহামেডানে খেলা ঘানার এই ফরোয়ার্ড।

কুমিল্লায় মোহামেডানের বিপক্ষে ম্যাচের ৯ম মিনিটেই এগিয়ে যায় পুলিশ। নতুন মৌসুমে নিজের প্রথম গোল করেন পুলিশের ডিফেন্ডার ইসা ফয়সাল। তবে বেশিক্ষণ এই লিড ধরে রাখতে পারেনি পুলিশ। ১১ মিনিটে মোহামেডানকে সমতায় ফেরান বোয়াটেং।

বসুন্ধরা কিংসকে জিততে দেয়নি আকাশী জার্সির ফর্টিস.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নিখোঁজ

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান রবিবার থেকে নিখোঁজ রয়েছেন। ওই দিন ব্যাগ ও আইডি কার্ড রেখে অফিস থেকে রেবিয়ে যান তিনি।

তিনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ১৯ ব্যাচের কর্মকর্তা। বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের বিষয়ে সরকার বিবেচনা করতে পারে: বাংলাদেশ ব্যাংক

‘নভেম্বরেই টাকা তুলতে পারবেন পাঁচ ব্যাংকের আমানতকারীরা’

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে জানানো হয়, গতকাল রবিবার (৯ নভেম্বর) উপপরিচালক নাঈম রহমান অফিসে এসেছিলেন। বেলা ১২টার পর অফিসে ব্যাগ এবং আইডি কার্ড রেখে নিরুদ্দেশ হয়ে এখনো নিখোঁজ রয়েছেন। মোবাইল ট্র্যাকিং থেকে জানা যায়, বেলা ১২ টা ৫৩ মিনিটে তিনি তার ব্যাচেরই একজন সহকর্মীকে শেষ মেসেজ দিয়েছিলেন। ওই সময় তার সর্বশেষ অবস্থান ছিল রাজধানীর সায়েদাবাদ। মেসেজ থেকে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো কোনো কারণে খুবই ডিপ্রেসড ছিলেন।

নাঈম তার পরিবারের একমাত্র ছেলে। এ ঘটনায় নাঈমের পরিবারের পক্ষ থেকে তার মা সাজ্জাদা রহমান জলি মিরপুর থানায় জিডি করেছেন। জিডি নম্বর ১১১৭। পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করছে।

ঢাকা/নাজমুল/এসবি

সম্পর্কিত নিবন্ধ