‘আমাদের দেশে শিল্পীদের কদর কোনো দিন ছিল না। এখনো নেই। রাষ্ট্র যাঁরা চালাচ্ছেন, তাঁরা যদি গানবাজনা না বোঝেন, গানবাজনাকে মূল্য না দেন, তাহলে তো আমাদের কিছু করার নেই। জোর করে আমরা তো কিছু করতে পারব না।’ মগবাজারের তানপুরা রেকর্ডিং স্টুডিওতে গান রেকর্ডিং শেষে কথাগুলো বলেন দেশবরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন।

মাঝে কয়েক মাস অসুস্থতার কারণে গান থেকে দূরে ছিলেন সাবিনা ইয়াসমীন। এখন আবার নিয়মিত গাইছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার তিনি গাইলেন ‘অতীত গল্পগুলি’ শিরোনামের নতুন একটি গান। এই গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুণ সুরকার ও সংগীত পরিচালক সম্রাট আহমেদ, গানটির কথা লিখেছেন ফারুক আনোয়ার। গানটি এফ এ মিউজিকের ইউটিউবে প্রকাশিত হবে।

সাবিনা ইয়াসমীন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৭

রাজধানীর মহাখালী পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭ জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাদের হাসপাতালে নেওয়া হয়।

আরো পড়ুন:

চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ফায়ার ফাইটার শামীম

দগ্ধ ফায়ার কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিষয়টি জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, মহাখালী এলাকা থেকে ৭ জনকে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

জানা যায়, মহাখালীর আমতলীর গুলশান পেট্রোল পাম্পে রিজার্ভ ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণ থেকে আগুন লেগে যায়। এ সময় পরিষ্কারের কাজের সাথে জড়িত ৭ জনের শরীর ঝলসে যায়। তবে আগুন তখনই নিভে গেছে।

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ