বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের একটি ইউনিট তাকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন:

যৌনপল্লি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জে এনসিপির সভায় যুবলীগ নেতার বক্তব্য, এক দিন পর বহিষ্কার

রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানিয়েছেন।

ঢাকা/মাকসুদ/সাইফ 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য বল গ য বল গ

এছাড়াও পড়ুন:

তৃতীয় দিনের মতো শহীদ মিনারে এমপিও শিক্ষকরা

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়াসহ তিন দাবি আদায়ে তৃতীয় দিনের মতো ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষকদের বিপুল উপস্থিতি। তাদেরকে ‘২০ পার্সেন্ট বাড়িভাড়া; দিতে হবে, দিয়ে দাও’, ‘অবিলম্বে প্রজ্ঞাপন; দিতে হবে, দিয়ে দাও’, ‘১৫০০ টাকা চিকিৎসা ভাতা; দিতে হবে; দিয়ে দাও’ ‘শিক্ষকদের ওপর হামলা কেন; বিচার চাই, করতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজী বলেছেন, আজকে দুপুরের মধ্যে আমাদের দাবি না মানলে সচিবালয় অভিমুখে লংমার্চ করা হবে। আজও শিক্ষকদের কর্মবিরতির ফলে সারা দেশে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ আছে। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পশ্চিম কাচিয়া রতনপুর মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বেলায়েত হোসেন বলেছেন, আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। এবার আমরা আর কোনো আশ্বাসে ফিরে যাব না। আলোচনার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই বিজয়ী বেশে শ্রেণিকক্ষে ফিরব, ইনশাআল্লাহ।

এমপিওভুক্ত শিক্ষকদের তিন দাবি হলো—২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা দিতে হবে।

ঢাকা/রায়হান/রফিক

সম্পর্কিত নিবন্ধ