স্বর্ণা আক্তারের চোখেমুখে হতাশা। অবিশ্বাসের চোখে তাকিয়ে ছিলেন রাবেয়া আক্তার। নিগার সুলতানার চোখে যেন প্রশ্ন—এটা কী হলো! রাবেয়ার বলে ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস উপহার দেওয়া স্বর্ণা আক্তার ছাড়লেন নাদিন ডি ক্লার্কের ক্যাচ। দক্ষিণ আফ্রিকার শেষ ভরসা ডি ক্লার্ক ‘জীবন’ পাওয়ার সময় জয়ের জন্য তাঁদের ১০ বলে দরকার ছিল ৯ রান।

সেই ডি ক্লার্কই শেষ ওভারে প্রথম তিন বলে একটি করে চার ও ছক্কা মেরে ৩ উইকেটে জিতিয়েছেন দক্ষিণ আফ্রিকাকে। টানটান উত্তেজনা আর রোমাঞ্চে ঠাসা ম্যাচে বাংলাদেশের জন্য লেখা হলো হৃদয় ভাঙার গল্প। বাংলাদেশের হৃদয় ভেঙেছে মূলত ক্যাচ মিসের কারণে। বাংলাদেশের ফিল্ডাররা ম্যাচের শেষ দিকে যে শুধু ডি ক্লার্ককেই জীবন দান করেছেন, তা নয়। ম্যাচের সর্বোচ্চ স্কোরার ক্লোয়ি ট্রায়োনকেও দুবার ‘জীবন’ দিয়েছেন!  

৩৫ বলে অপরাজিত ৫১ রান করেছেন স্বর্ণা আক্তার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মুক্তি পেলেন ফিলিস্তিনি ও ইসরায়েলি বন্দীরা, নেসেটে ট্রাম্পের ভাষণের সময় হট্টগোল

ছবি: এএফপি

সম্পর্কিত নিবন্ধ